আপু লিচু ফল আমার নিজেরও খুব পছন্দের। আপনার মত আমাদের এইখানেও আমি লিচু গাছ লাগিয়েছি। তবে আমার লাগানো গাছগুলো মারা গেল। শুনে ভালো লাগলো আপনার লাগানো গাছের মধ্যে একটি গাছ টিকেছে এবং ভালোই লিচু ধরেছে এই বছর। এবং লিচু গাছের মধ্যে ফুল ফুটলে দেখতে একরকম সৌন্দর্য লাগে ।আর লিচু গাছের মধ্যে লিচু ধরলে অন্যরকম সৌন্দর্য লাগে। যাইহোক লিচু ফল নিয়ে এত সুন্দর পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।