আপু লাড্ডু খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখছি গাজরের লাড্ডু তৈরি করেছেন। তবে গাজরের লাড্ডু বাচ্চারা আনন্দের সাথে খেয়েছে শুনে ভালো লাগলো। তবে আমরা বেশিরভাগ গাজরকে সবজি হিসেবে খেয়ে থাকি। ধন্যবাদ গাজর দিয়ে এত মজার লাড্ডু রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খেতে ভীষণ মজার সময় পেলে তৈরি করে নিতে পারবেন।