তেলাকুচা পাতাগুলোকে আমরা কলা কচুর পাতা বলে থাকি। আজকে আপনি তেলাকুচা পাতা দিয়ে খুব মজার বড়া তৈরি করেছেন। তবে এই পাতা দিয়ে কখনো বড়া বানিয়ে আমি খাই নাই। একদিন চেষ্টা করব এভাবে বড়ার রেসিপি বানার জন্য। ধন্যবাদ আপনাকে মজার বড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অঞ্চল ভেদে নাম ভিন্ন। খেয়ে দেখবেন আপু খুব ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।