You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: অ্যাকোয়াম্যান

in আমার বাংলা ব্লগlast year

দাদা আপনার শেয়ার করা মুভিগুলোর রিভিউ পোস্ট পড়তে আমি খুবই ভালোবাসি। আমি যেহেতু সময়ের কারণে মুভি দেখতে পারিনা, তাই আপনার রিভিউ পোস্ট পড়লে মুভিগুলোর কাহিনী সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিতে পারি। তেমনি আপনার এই মুভিটার পুরো কাহিনী ও জানতে পারলাম। আপনি খুবই সুন্দর করে রিভিউগুলো লিখে থাকেন। অ্যাকোয়াম্যান এই মুভিটার রিভিউ আমার খুবই পছন্দ হয়েছে। স্থলভাগে যারা বসবাস করত তাদেরকে তো দেখছি এরা চরম শত্রু মনে করত। আর তাদেরকে ধ্বংস করার জন্য সব সময় পরিকল্পনা করতে থাকতো। কিন্তু এটা তো তাদের অনেক বড় ভুল ধারণা ছিল। নোংরা আবর্জনা ফেলার ফলে তাদের রাজ্য দূষিত হতো ঠিকই, তবে এটা তো আটকানোর মত ছিল না। কিন্তু সবশেষে উভয়ের প্রতি ভুল ধারণাটা ভেঙ্গে গিয়েছিল। আর তাদের ভুল ধারণাটা ভেঙে যাওয়ার বিষয়টা দেখে বেশি ভালো লেগেছে দাদা। এই মুভিটা তো দেখছি অনেক আগের মুক্তি পেয়েছিল। আর এই মুভিটার দ্বিতীয় খন্ডও রিলিজ পেয়েছে শুনে ভালো লাগলো। সব মিলিয়ে সুন্দর করে সম্পূর্ণটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি।