অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব চমৎকার দুটো অনু কবিতা লিখেছেন। সত্যি বলতে অনু কবিতার মধ্যে অনেক কিছু শিখা যায়। অলস লোকে সুখ দেখে কম আর পরিশ্রমই লোক সুখ পায় বেশি। তবে আপনার অনু কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতা শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।