তালের পিঠা বা তালের বড়া গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখন তালের সিজন তাই কম বেশি তাল পাওয়া যায়। কিছুদিন আগেও আমি তালের পিঠা তৈরি করে খেয়েছি। তবে আপনার তাল বড়া গুলো দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। মনে হয় খুব মজা করে এই তালের বড়া গুলো খেয়েছে। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে তালের বড়া রেসিপি শেয়ার করার জন্য।