যারা পুকুরে মাছ চাষ করে তারা বুঝে মাছ চাষের মজা কি রকম। তবে আপনি পুকুরে অনেক ধরনের মাছ চাষ করলেন। আমি শুনেছিলাম পাংকাস মাছ নাকি ছোট অন্য মাছের বাচ্চাগুলো খেয়ে ফেলে। কথাটি ঠিক কতটুকু সত্য জানিনা। আপনি দিনে দুই থেকে তিনবার পুকুরে মাছের খাবার দেন। একটা জিনিস শুনে খুব ভালো লাগলো যখন আপনি পুকুরে মাছের খাবার দেন তখন আপনার পরিবার পুকুর পাড়ে সবজি তুলে এবং সুন্দর দৃশ্য উপভোগ করে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বেশি বয়স্ক পাঙ্গাস মাছগুলো যেমন দুই বছর তিন বছর হয়ে যায় তারা কিছু ছোট ছোট মাছের বাচ্চা খেয়ে থাকে