আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের আর্ট।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমার কাছে যেকোনো ধরনের দৃশ্য পেইন্টিং করতে বেশ ভালো লাগে। আজকে সে জন্য একটি পাহাড়ি এলাকার নদীর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করলাম। এই পেইন্টিং এর পাহাড় এবং নিচে নদীটা আমার কাছে একটু বেশি ভালো লাগলো। এমনিতে বড় বড় পাহাড় এবং নদীর স্রোত আমার ভীষণ পছন্দের।
তাই সেই থিম থেকে আজকে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করলাম। সবসময় চেষ্টা করি ভালো কিছু পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কিন্তু এই পেইন্টিং টা করতে আমার একটু বেশি কষ্ট হয়েছিল। কারণ আমার হাতের মধ্যে আজ কয়দিন প্রচুর ব্যথা হচ্ছ।😔 কি কি জানি হাতের মধ্যে উঠেছিল। ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে বলেছে এক সপ্তাহ ভালো করে রেস্টে থাকতে হবে। যাই হোক এই পেইন্টিং টা আমি আমার সাধ্যমত করার চেষ্টা করলাম। কারণ শরীর যতই খারাপ থাকুক না কেন পেইন্টিং করার পরে নিজের কাছেও দেখে বেশ ভালো লাগে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাইহোক আশা করি আপনাদের সবার আমার এই পেইন্টিং বেশ ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ ছোট ক্যানভাস
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কাটা ছোট ক্যানভাস নিয়ে নিলাম। তারপর ক্যানভাসের মাঝখানের অংশে গোলাপি রং করে তার উপরে সাদা রং দিয়ে পাহাড়ের মত রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর উপরে আকাশটাকে হালকা নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর নীল রঙের উপরে সাদা রং দিয়ে ছোট ছোট করে দূরের কিছু মেঘ রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর পাহাড়ের সাথে দূরের কিছু সবুজ গাছ সুন্দর করে গারো সভ্যতার হালকা সবুজ রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর এক পাশে কফি কালার এবং হালকা কালার দিয়ে কিছু অংশ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর আবারও সবুজ এবং আরো কয়েকটি কালার দিয়ে সুন্দর করে একপাশে একটি গাছ রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর গাছের নিচের অংশে হালকা এবং গাঢ় নীল রং দিয়ে সুন্দর করে নদীর মতো করে পানির ঢেউ রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর আকাশের একটি সূর্য এবং নিচের অংশে পাশে একটি ছোট নৌকা সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি খুব সুন্দর এটি পাহাড়ি নদীর এলাকার পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
পেস্টাল রং দিয়ে পাহাড় নদীর সমন্বয়ে দারুন একটি দৃশ্য অঙ্কন করেছেন আপু। আপনার অংকন করা দৃশ্যটি অসাধারণ হয়েছে। দৃশ্যটি দেখতে বেশ পরিষ্কার এবং সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছে। প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করার প্রতিটি ধাপ আপনি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি সুন্দর আর্ট করতে। এবং আপনার অসাধারণ মন্তব্য শুনে নিজের কাছে খুব ভালো লাগলো।
https://x.com/bdwomen2/status/1878780545859190912?t=obPTQ2uU7eIKxC-U815Q3Q&s=19
পাহাড়ি এলাকার নদীগুলো দেখতে খুব সুন্দর লাগে। সেই বিষয়টিকে মাথায় রেখে আপনি আজকের খুব চমৎকার একটি আর্ট করেছেন। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যার কারণে বেশি ভালো লাগছে দেখতে।
ঠিক বলেছেন পাহাড়ি এলাকার নদীগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং অসম্ভব সুন্দর হয়েছে। যে কাজটি আপনারা সবাই ধারাবাহিকভাবে করে চলেছেন । এই ধরনের দৃশ্য উপভোগ করতে যেমন ভালো লাগে আপনাদের অংকন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি আর্ট এর সুন্দর উপস্থাপনা তুলে ধরতে আপনাদের মাঝে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি যেন হাতের পেইন সেরে যায়। সেই সাথে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। যদিও বা সময় সাপেক্ষ ব্যাপার এরকম পেইন্টিং তৈরি করতে ,তারপরেও অসুস্থ অবস্থায় দুর্দান্ত একটি পেইন্টিং তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার পেইন্টিং টি। আগামীতে আপনার থেকে এরকম আরো আর্ট দেখতে চাই আপু। এটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করি কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
আপু আপনার পেইন্টিং সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ক্যানভাসের উপরে কখনও পেইন্টিং করা হয়নি। তবে আপনাদের পেইন্টিং দেখে একটু শিখে নিচ্ছি। অবশ্যই একদিন করার চেষ্টা করবো। পেইন্টিং এর ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে।
পোস্টার রং ব্যবহার করে আপনি আজকে চোখ ধাঁধানো একটা পেইন্টিং করেছেন। আপনার করা পেইন্টিং গুলো সব সময় অনেক সুন্দর হয়। আপনার পেইন্টিং এর প্রশংসা যতই করবো ততই কম হবে। আজকেও মুগ্ধ হওয়ার মত একটা পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশনটা অনেক বেশি দারুন ছিল।
আপু আপনার চমৎকার মন্তব্য শুনে কাজ করার ইচ্ছা আরো অনেক বেড়ে গেলো। মন্তব্য করে সাপোর্ট করেছেন তাই ধন্যবাদ।
ওয়াও পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের চমৎকার একটি আর্ট করেছেন। কোন কিছু আর্ট করে যখন রং করা হয়, তখন মনে হয় যেনো এই আর্টটি পরিপূর্ণতা পেল। আসলে কোন কিছু আর্ট করে তাঁর উপর রং করলে দেখতে আরো বেশি আকর্ষণীয় এবং অনেক সুন্দর লাগে।
আমার প্রাকৃতিক দৃশ্যের আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করে সাপোর্ট করেছেন। সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছেও ভালো লাগে।
আপনি প্রতিনিয়ত অনেক মনোমুগ্ধকর পেইন্টিং করে থাকেন। যেগুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা পেইন্টিং দেখিয়ে মুগ্ধ করলেন। দৃশ্য টা অনেক বেশী সুন্দর হয়েছে। যার প্রশংসা না করে থাকতেই পারছি না। অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি এই পেইন্টিংটা।
আমি চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর পেইন্টিং করতে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।
পোস্টার রং দিয়ে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করলেন। এই ছবিটি দেখে আমার পাহাড় এবং প্রকৃতির একটি দুর্দান্ত প্রতিকৃতি মাথায় ভেসে উঠলো। দারুন এই ছবিটি অঙ্কন করে ধাপে ধাপে আমাদের মধ্যে উপস্থাপনা করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি আমার আর্টের মধ্যে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে। আমার পোস্ট নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।