জেনারেল রাইটিং :- অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষণীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। আমরা মানুষ এবং সমাজে ও পরিবারে আমরা বসবাস করি। এবং প্রত্যেক মানুষ চাই জীবনটাকে সুন্দর করতে। এবং জীবনে বেঁচে থেকে ভালো কিছু করার। যদিও বর্তমানে দেখা যায় বেশিরভাগ মানুষ নিজের জীবন সুন্দর করার জন্য চেষ্টা করে। এক্ষেত্রে নিজের স্বার্থটা বেশি দেখে। তবে জীবনে বেঁচে থাকা সেটি বড় কিছু নয়। অন্যের জন্য বেঁচে থাকা এবং অন্যের কাজে হেল্প করাই হচ্ছে সার্থকতা। যেমন পরিবারের মা বাবা বেঁচে থাকা মানে ছেলেমেয়েদের জন্য অনেক কিছু। তারা বেঁচে থাকলে ছেলে মেয়েদের জীবন সার্থক হয়। কারণ মা বাবা ছেলেমেয়েদের জন্য বটগাছ হিসেবে থাকে। তারা সব সময় ছেলেমেয়েদের মঙ্গল কামনা করে।
আর নিজের জীবন যখন বেশি চিন্তা করে ওই মানুষগুলো অন্যের চিন্তা করে না। তবে এইখানে অন্যের জন্য বেঁচে থাকাটাই হচ্ছে বড় সার্থকতা। কারণ অন্যকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু কিছু মানুষ থাকে বেঁচে থাকার জন্য। কিছু মানুষ দেখা যায় প্রিয় মানুষকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য বেঁচে থাকে। ওই লোকগুলো কখনো নিজের জীবনের কথা চিন্তা করো না। তারা সবসময় চিন্তা করে প্রিয় মানুষের জীবন নিয়ে। এবং এই লোকগুলো ভাবনা থাকে ভালো। যখন দেখবেন আপনি একটি মানুষের জীবনের জন্য বেঁচে আছেন। তার ভালো-মন্দ সব সময় খেয়াল করেন। ওই লোকটি নিজের জীবন দিয়ে হলেও আপনাকে হেল্প করার চেষ্টা করবে।
আসলে মানুষ যখন নিজের জীবন নিজেই বেশি চিন্তা করে। তখন ওই মানুষটি নিজে ছাড়া অন্যের কথা ভাবে না। আর যে মানুষ অন্যের কথায় বেশি চিন্তা করে। ওই লোকগুলো সব সময় চিন্তা করে অন্যের জীবনে ভালো কিছু করে দেওয়ার জন্য। তাদের বেঁচে থাকাটাই হচ্ছে অন্যজনের সার্থকতা। কারণ সার্থকতা এই কারণে বলছি তারা এই লোকগুলোর পিছনে ছায়ার মত লেগে থাকে। এবং জীবনের সব সময় চেষ্টা করে এই মানুষগুলোকে সুখী করার জন্য। যারা অন্যের জীবনকে সুন্দর করার চেষ্টা করে। তারা সব সময় নিজের জীবনের কথা চিন্তা করে না। তারা মনে করে আমার জীবন দিয়ে হলেও প্রিয় মানুষ এবং আপন মানুষটিকে সুখী করব। এই ক্ষেত্রে তারা জীবনের নিজের মূল্যই দেয় না।
আর মানুষের জীবন এমন যে জীবন দিয়ে মানুষকে হেল্প বা কিছু করতে পারে। ওই কাজটা হয় সার্থকতা। তবে পরিবারে দেখা যায় এখন আপন ভাই গুলো নিজের স্বার্থ বেশি চিনে। আর স্বার্থ ছাড়া মানুষ দেখা দেয় মা-বাবা। কারণ মা-বাবা কখনো নিজের জীবনের কথা চিন্তা করে না। আবার আপন বড় বোন গুলো নিজের জীবনের কথা চিন্তা করে না। তারা সব সময় পরিবার এবং ছেলে মেয়েদের জন্য চিন্তা করে। তারা চেষ্টা করে নিজের জীবন দিয়ে হলেও অন্য জীবনকে সুখী করতে। এইভাবে হাজারো মানুষ আছে প্রিয় মানুষগুলোকে সুখী করার চেষ্টা করে। কারণ তাদের মন প্রাণ থাকে অন্য অর্জনের জীবনের উপর। কারণ তারা তাদের জীবন দিয়ে হলেও অন্যজনের জীবনকে সার্থক করে।
তবে এই মূল্য গুলো অনেকে সঠিক ভাবে দিতে পারে না। এখন দেখা যায় অনেক মানুষ উপকার করলেও অনেকে উপকার স্বীকার করে না। কারণ যে মানুষগুলো অন্যের উপকার স্বীকার করে না ওই মানুষগুলো জীবনে বেশি ঠকে। আর যে মানুষগুলো অন্য জীবনের কথা বেশি ভাবে তারা কোন না কোনভাবে সুখী হয়। কারণ তাদের জীবনের থেকেও প্রিয় মানুষগুলো জীবনকে বেশি সুখী করতে চায়। আর যে মানুষ অন্যজনের জীবন নিয়ে চিন্তা করে ওই মানুষগুলো সব সময় তার জীবনে কথা না ভেবে অন্য মানুষের কথা বেশি ভাবে। এই মানুষগুলো একদম নিঃস্বার্থ। তাই আমি মনে করি যারা অন্যের জন্য বেঁচে থাকা জীবনের সার্থকতা জীবন। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাকে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1902705145668116937?t=iE4ib39CROVlunR7Hclpvw&s=19
আপনার পোষ্টের সাথে আমি একমত। আসলে আমরা প্রতিটি মানুষ চেষ্টা করে নিজের জীবন সুন্দর করতে। তবে কিছু কিছু মানুষ আছে প্রিয় মানুষের জীবন সুন্দর করার জন্য চেষ্টা করে। আর ওই মানুষগুলোর কারণে প্রিয় মানুষের জীবন সুন্দর হয়। আর এক সময় নিজেই বলে আমার সফলতা সার্থক হয়েছে। বাস্তবিক কথা দিয়ে পোস্টটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।