DIY (এসো নিজে করি) জল রং দিয়ে ফুল গাছের ডাল পেইন্টিং ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
আঁকার উপকরণ :
• আঁকার বই
• জল রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটা আঁকার বই নিয়ে নিই। তারপর সেই আঁকার বই টার উপরে পোস্টার রং দিয়ে সুন্দরভাবে আকাশী রং করে নিই। তারপর সেই রং এর উপরে সাদা রং দিয়ে সুন্দর ভাবে একটু ছোট ছোট দাগ দিয়ে দিই।
ধাপ ২ :
তারপর সেই রং এর উপরে পেন্সিল দিয়ে সুন্দরভাবে একটা গাছের ঢাল এঁকে নেই। অনেক ছোট ছোট ঢাল সুন্দরভাবে পেন্সিল দিয়ে আঁকা কারণে রং দিয়ে রং করলে অনেক সুন্দর লাগে।
ধাপ ৩ :
তারপর ছোট একটা তুলি দিয়ে সুন্দর ভাবে গাছের ডালগুলো কে রং করে নিই। তখন গাছের ডালগুলো অনেক সুন্দর লাগে। এইভাবে পুরো গাছের ডালগুলো সুন্দরভাবে রং করে নিই।
ধাপ ৪ :
তারপর গাছের ঢাল গুলোর উপরে ছোট ছোট কিছু ফুল রং করে নিই। এভাবে সাদা রং দিয়ে কিছু ফুল রং করিনি। তারপর হালকা গোলাপী কালার দিয়ে আরো কিছু ফুল রং করে নি। তখন ফুল গাছের ডাল টা দেখতে আরো অনেক সুন্দর লাগে।
ধাপ ৪ :
তারপর নিচে ছোট একটা ডাল আছে ওটা ও সুন্দরভাবে রং করে নেই। এইভাবে সাদা আর হালকা গোলাপী রং দিয়ে পুরো গাছের ডাল টা রং করে নেই। তারপর গাছের ডাল ডাল রং করা হয়ে গেলে ওটার উপরে বড় বড় ফুল কিছু রং করি নিই।
ধাপ ৫ :
তারপর লাল রং দিয়ে অনেক বড় বড় ফুল সুন্দর ভাবে রং করে নিই। তখন গাছের ডাল টা দেখতে আরো সুন্দর লাগে। তারপর গাছের ডালে পাশে ছোট দুটো পাখির বাসা রং করে নি। তখন গাছের ডাল টা দেখতে আরো অনেক সুন্দর লাগে।
ধাপ ৫ :
এইভাবে অনেক সুন্দর একটা গাছের ডাল রং করে নেই। সেই গাছের ডাল টা দেখতে অসাধারণ হয়েছে। এত সুন্দর একটা গাছের ডাল আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।
জলরং দিয়ে আপনার আকা প্রতিটি ছবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। কালার কমিউনিকেশন খুব ভালো লেগেছে। আপনার অংকনের দক্ষতা অনেক প্রখর।😍😍
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
এত সুন্দর সুন্দর প্রতিভার কাছে আমাদের প্রতিভা অবশ্যই অতি নগন্য। যেভাবে জল রং দিয়ে ফুল গাছের ডাল পেইন্টিং করেছেন আসলে প্রশংসা করলে অনেক কম হবে। ভয়ঙ্কর সুন্দর মনে হয়েছে আমার কাছে
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনার পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় শেষের দিকে এসে গাছের ডালের সাথে ওই ঝুড়ি এগুলো না দিলে অনেক ভালো লাগতো। আর তা নাহলে সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে
আপু আপনার আর্ট বরাবরই সুন্দর হয়। আপনি খুব সহজে আর্টের প্রতিটি ধাপ বর্ণনা করেন ।দেখে মনে হয় যে আমি একবার চেষ্টা করি। শুভকামনা রইল আপনার জন্য ।আপনার পরবর্তী আর্ট এর অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনাদের সকলের জন্য চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসার জন্য
আপু আপনার পেন্টিং অনেক সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে আপনার পেইন্টিংট। অনেক সুন্দর করে আপনি এটি সম্পুর্ন করেছেন। এবং আমার আমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে । ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ আপু
জল রং দিয়ে ফুল গাছের ডাল পেইন্টিং অংকন বাহ অসাধারণ ছিল। আপনি খুবই দক্ষতার সাথে ছবিটি অংকন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল। অনেক ভাল ছিল
অনেক ধন্যবাদ ভাইয়া এইটা আনারস না ফুল গাছের ডাল
ভুল হয়েছে আপু
ওয়াও চমৎকার পেইন্টিং করছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ হয়ছে আপনার আঁকানো পেইন্টিংটি। উপস্থাপনা ও খুব সুন্দর ছিলো। শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
খুব সুন্দর হয়েছে। আসলে প্রথমে দেখে বুঝতেই পারিনি যে শেষ অব্দি এত সুন্দর কিছু আর্ট করবেন আপনি। এক কথায় অভিনব। শুভ কামনা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
জল রঙ দিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি ডালের পেন্টিং করেছেন।এটি দেখতে খুবই সুন্দর লাগছে দারুন ভাবে ধাপ গুল উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া