ভ্রমণ :- মেয়েকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG-20250706-WA0007.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাওয়ার মুহূর্ত। কিছুদিন যাবত অনেক বৃষ্টি হয়েছে গ্রাম অঞ্চলে আমাদের এই দিকে।নদীর কারণে পানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে একদিন ভালোই রোদ উঠেছিল। আর দুপুর বেলা খাওয়া-দাওয়া করে আমি আর আমার মেয়ে ঘুমিয়ে রইলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড প্রাইভেট পড়ানো থেকে এসে বলতে লাগলো বাইরে ঘুরতে যাবে মেয়েকে নিয়ে। আর আমার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এদিক ওদিক ঘুরতে যাই। কারণ ব্যস্ততার মাঝেও মেয়েকে সেই সময় দেওয়ার চেষ্টা করে।

এরপর আমি যখন জিজ্ঞেস করলাম কোথায় ঘুরতে যাবে। তখন আমার হাজব্যান্ড বলতে লাগল তাহলে তুমিও সাথে চলো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরতে যাব। তবে আমার মেয়ে এখন কথাগুলো সব বোঝে। এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করে। এবং আমার মেয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বলতে লাগলো বাইরে যাবে ঘুরতে। তবে শশুর বাড়ি থেকে তেমন বাইরে কোথাও যাওয়া হয় না। আর হাজবেন্ড বলার সাথে সাথে আমিও রাজি হয়ে গেলাম। সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথম মেয়েকে রেডি করে দিলাম। তবে আমার মেয়ে বাইরে ঘুরতে গেলে ছোট্ট একটি হাতের ব্যাগ নিয়ে ঘুরতে যায়। আর ওই হাতের ব্যাগ যদি তাকে না দেওয়া হয় সে অনেক কান্নাকাটি করে।

IMG-20250706-WA0006.jpg

IMG-20250706-WA0003.jpg

এরপর আমি নিজেও রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। বিশেষ করে গাছপালা মুক্ত বাতাস সবকিছু অন্যরকম থাকে। আর গ্রাম অঞ্চলে গাড়ি কম থাকে এই কারণে রাস্তাঘাটে ঘুরতে ভালো লাগে। তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন রেডি হয়ে বাইর হলাম তখন আমার মেয়ে সামনের দিকে দৌড়াতে লাগলো। এবং সে সামনের দিকে রাস্তা দিয়ে গ্রামের দিকে যেতে লাগলো। আর আমার হাজব্যান্ড তার পিছে পিছে তাড়াতাড়ি করে যেতে লাগলো। কারণ ছোট বাচ্চা পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে। আর আমি পিস থেকে ওই সময় কিছু ফটোগ্রাফি করেছিলাম সবাইর।

IMG-20250706-WA0009.jpg

IMG-20250706-WA0011.jpg

IMG-20250706-WA0010.jpg

আর আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরপর মেয়েকে জিজ্ঞেস করে কোন দিকে যাবে কোথায় যাবে। এরপর আমার মেয়ে হাত দিয়ে দেখায় এদিকে যাবে। আর আমার হাজব্যান্ড মেয়েকে এক পলক চোখের আধার করে নাই। কারণ সারাক্ষণ সেই চোখে চোখে রেখেছে মেয়েকে। আর রাস্তার দুই পাশে জমিগুলোর মধ্যে পানি অনেক বেশি। সত্যি বলতে যখন ঘুরতে গেলাম মেয়েকে নিয়ে তখন মেয়ে অনেক খুশি হয়েছে। আর আমার মেয়েটি প্রায় অনেকখানি হেঁটেছে রাস্তার ধারা ধারে। যখন আমরা গ্রামের একটি দোকানে গেলাম। তখন আমার মেয়ে দেখে তার বাবাকে বলতে লাগলো অনেক কিছু নেওয়ার জন্য। তবে আমার মেয়ে এখন জিনিসপত্র গুলো চিনে।

এরপর আমার মেয়ে দেখানোর পর আমার হাজব্যান্ড মেয়ের জন্য অনেক কিছু কিনলো। যদিও আমাকে কিছু খাওয়ার জন্য বলেছে প্রথম আমি মানা করলাম। তারপর আমার হাজবেন্ডের রিকোয়েস্টে আমি ঠান্ডা এবং এক বিস্কুট খেলাম। এবং সামনে কিছুদূর গিয়ে হাতের নাস্তাও খেলাম। আর আমার হাজবেন্ডের এলাকায় বেশিরভাগ মানুষ সবাই আমার হাজব্যান্ড কে চিনে। তবে ওই দিন মেয়েকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে গিয়ে নিজের কাছে খুব ভালো লাগলো। আর কিছুদূর গিয়ে আমার মেয়ে পিছের দিকে তাকিয়ে সবাইকে ডাকতে থাকে। এবং মেয়ের হাসির মুখ দেখে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি বলতে ঐদিন মেয়েকে নিয়ে প্রাকৃতির সৌন্দর্যের মধ্যে ঘুরতে যেমন ভালো লাগলো। এমনি আবহাওয়া এবং পরিবেশ আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG-20250706-WA0004.jpg

IMG-20250706-WA0005.jpg

IMG-20250706-WA0002.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Screenshot_2025-07-06-19-57-38-127_com.twitter.android.jpg

Screenshot_2025-07-06-20-02-12-891_com.twitter.android.jpg

Screenshot_2025-07-06-20-00-09-366_com.twitter.android.jpg

 last month 

ভ্রমন করতে সবাই পছন্দ করে। আর আপনিও পরিবারের সাথে ভ্রমণ করে সময় কাটিয়েছেন। আর সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আপু।

 last month 

মেয়েকে নিয়ে ওইদিন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে গিয়ে নিজের কাছে ভালো লাগলো। আসলে মাঝেমধ্যে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা হয়। তবে ঐদিন পরিবেশটা চমৎকার ছিল। চেষ্টা করেছি ঐদিন তোমাকে এবং মেয়েকে একটু সুন্দর পরিবেশে ঘুরাতে। আর ভালো লাগলো এখন পোস্টটি দেখে।