ডাই :- ক্লে দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে এমনিতেও বেশ ভালো লাগে। তাই আজকে খুব সুন্দর ভাবে একটি হেয়ার ব্যান্ড তৈরি করলাম। এখন সবাই ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে তাই আমিও নিজের মত করে ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি। আর এই হেয়ার ব্যান্ড তৈরি করার পরে নিজের কাছেও দেখে বেশ ভালো লাগলো। প্রথমে তো তৈরি করার পরে ভেবেছিলাম নিজে লাগিয়ে ছবি তুলবো। কারণ মেঘে লাগালে জানতাম ফুল গুলো ছিঁড়ে ফেলবে।

কিন্তু তাও রিক্স নিয়ে মেয়েকে লাগিয়ে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু সত্যি বলতে হেয়ার ব্যান্ড আমার মেয়েকে লাগানোর পরে আসলেই মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছিল। পরে তো বেশ কিছুক্ষণ হেয়ার ব্যান্ড লাগিয়ে উঠোনে হাঁটাহাঁটি করল। কারণ হেয়ার ব্যান্ড লাগানোর পরে কেন জানি সে মুচকি মুচকি হাসতে শুরু করল। যাইহোক আমার কাছে কিন্তু এইসব জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। কিন্তু পরবর্তীতে যখন নিজের তৈরি করা জিনিসগুলো নিজের মেয়ের কাছে ভালো লাগে তখন বিষয়টা কেমন লাগে। আমার কাছে তো দারুন লাগে। আমার মেয়েও খুব খুশি হয় এই রংবেরঙের জিনিসগুলো দেখলে। যাইহোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন।

CollageMaker_20241124174059573.jpg

উপকরণ

✓ ক্লে
✓ হেয়ার ব্যান্ড
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20241124_171741.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি লাল রংয়ের ক্লে ছোট ছোট করে নিয়ে কিছুটা লম্বা করে ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG_20241124_171526.jpg

ধাপ - ২ :

তারপর একই রকম আরো কয়েকটি ছোট ছোট হলে সুন্দর করে ফুলের আকৃতিতে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241124_171538.jpg

ধাপ - ৩ :

তারপর এভাবে একটি ফুল তৈরি করে মাঝখানে দাগ দিয়ে সুন্দর ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241124_171546.jpg

ধাপ - ৪ :

এভাবে বিভিন্ন কালারের ক্লে দিয়ে আরো কয়েকটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241124_171558.jpg

ধাপ - ৫ :

তারপর মাঝখানে অন্যান্য কালার দিয়ে ফুলগুলোকে আরো সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241124_171631.jpg

ধাপ - ৬ :

তারপর হেয়ার ব্যান্ডের উপরে ঘাম গিয়ে এক এক করে সুন্দর করে কয়েকটি ফুল জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20241124_171659.jpg

ধাপ - ৭ :

তারপর আবারও আরও বিভিন্ন কালারের ফুলগুলো হেয়ার ব্যান্ডের চারপাশে সুন্দর করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241124_171727.jpg

শেষ ধাপ :

এভাবে আমি খুব সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়ে। আশা করি আমার তৈরি করা এই হেয়ার ব্যান্ড আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20241118_165924.jpg

IMG_20241117_105809.jpg

IMG_20241118_165930.jpg

IMG_20241117_105945.jpg

IMG_20241118_170004.jpg

IMG_20241117_105747.jpg

IMG_20241117_105920.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

Cztq4BXWMFDxHzEZ2QSjxVFnsLBz27bskZMejC9cirzQ85MEJGtsm5hWaJuVngdv1B8bhQpR5JgyziewifDDtd8LQQ72M2kd4y6qGYSqfy...JgbW2atSJFghfrRiyy9SUxewrXAiPHa8fBFhih7zHNgNCr3j3R4HfQGQR7Nwwa2PN4byAScBEjfVXeDoaSL6k3Apbd36NgeYuyUrK3VS2oDrpTbbDyvGTgLF1.webp

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 months ago 

ক্লে দিয়ে এখন অনেক কিছুই তৈরি করা যায় এবং দেখতেও বেশ সুন্দর দেখায়। ক্লে দিয়ে আপনি খুব সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি করেছেন। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এত সুন্দর ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 months ago 

আপনার সুন্দর মন্তব্য দেখে আরো ভালো লাগলো পরবর্তীতে আরো ভালো কিছু তৈরি করার চেষ্টা করব

 3 months ago 

IMG_20241124_180341.jpg

 3 months ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করেছেন। আসলে ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনার তৈরি করা ক্লে দিয়ে হেয়ার ব্যান্ড টি অসাধারণ হয়েছে। আপনার মেয়ের মাথায় বেশ মানিয়েছে।

 3 months ago 

আমার তৈরি করা হেয়ার ব্যান্ড আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 months ago 

আপু ক্লে দিয়ে খুব চমৎকার চুলের ব্যান্ডটি তৈরি করলেন। সত্যি ই মেয়ে ভীষণ খুশী হয়েছে।দেখতে ও মাশাল্লাহ সুন্দর লাগছে ওর মাথাতে।এ ধরনের কাজগুলো ধৈর্য ধরে করতে হয়।তাই সময় লাগে বেশী। অনেক ধন্যবাদ আপু ধাপে ধাপে হেয়ার ব্যান্ডটি তুলে ধরার জন্য।

 3 months ago (edited)

আমি চেষ্টা করি নিখুঁত ভাবে যে কোন জিনিস তৈরি করার জন্য

 3 months ago 

ক্লে ব্যবহার করে দারুন একটি হেয়ার ব্যান্ড তৈরি করে ফেলেছেন। হেয়ার ব্যান্ডটি পেয়ে মেয়ে তো অনেক খুশি হয়েছে দেখছি। ব্যান্ডের উপরে ফুলগুলো দক্ষতার সাথে বসিয়ে নিয়েছেন। ব্যান্ড তৈরি পদ্ধতিটি ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমার তৈরি করা হেয়ার ব্যান্ড আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 months ago 

খুব সুন্দর করে ক্লে দিয়ে মেয়ের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করছেন। ক্লে দিয়ে কত কিছুই না তৈরি করা যায় , যদিও সুযোগ পাই না। কিন্তু ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার ইচ্ছা বরাবরই আমার জাগে। যাইহোক এত সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো তৈরি করতে অনেক সময় লাগে আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

 3 months ago 

বেশ সুন্দর বানিয়েছেন ব্যান্ডটি। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর বানাতেও বেশ ভালো লাগে। কারন ক্লে দিয়ে ইচ্ছে মতো যে কোন জিনিস বানানো যায়। আপনার মেয়ের মাথায় বেশ সুন্দর মানিয়েছে ব্যান্ডটি।

 3 months ago 

আমার মেয়েকে লাগিয়ে অনেক কষ্ট করে ছবি তুলতে হয়েছিল মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 months ago 

খুব সুন্দর ক্লে দিয়ে মেয়ের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করেছেন। দেখতে খুবই দারুণ লাগছে আর আপনার মেয়ের মাথায় তো আরো বেশি ফুটে উঠেছে।

 3 months ago 

ঠিক বলেছেন আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছিল হেয়ার ব্যান্ড দেখে