আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমার কাছে সব সময় এ ধরনের পেইন্টিং গুলো করতে একটু বেশি ভালো লাগে। আজকে পোস্টার রং দিয়ে চেষ্টা করলাম এটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার জন্য। আসলে প্রাকৃতিক বিষয়টা মনে আসলেই কেন জানি মনে আনন্দ জেগে ওঠে।
কারণ আমরা যেখানেই যায় না কেন প্রাকৃতিক ছোঁয়া গুলো আমাদের সাথেই সব সময় থাকে। তাইতো আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে নিজের করা পেইন্টিং যখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তখন তো কিছু বলার থাকে না। যাইহোক আপনাদের উৎসাহ পেয়ে সবসময় চেষ্টা করি ভালো কিছু আর্ট করার জন্য। তাই আজকেও আবার একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের কাছে আবারো ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ মস্কিং টেপ
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতায় চারপাশে মাস্কিং টেক গিয়ে মাঝখানে পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর হলুদ আর নীল রঙ দিয়ে উপরের আকাশটাকে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
একই রকম ভাবে লাল, হলুদ এবং নীল রং দিয়ে নিচের একটি সুন্দর ছোট পুকুর রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর পুকুরের উপরের অংশে একটি সূর্য এবং সূর্যের ছায়া রং করে আকাশের নিচের অংশে দূরের কিছু পাহাড়ি গাছ সবুজ রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর চারপাশের ঘাস গুলোকে সুন্দর করে হালকা সবুজ এবং হলুদ রং মিশিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর মাঝখানে কফি কালার এবং সাদা রং মিশিয়ে একটি সুন্দর রাস্তা রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর ঘাস গুলোর চারপাশে আরো কিছু বড় বড় সবুজ রঙের ঘাস সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর একপাশে একটি কুঁড়েঘর সুন্দর করে কয়েকটি রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর রাস্তার ওপাশে দূরের আরো দুটি ছোট ছোট কুঁড়েঘর সুন্দর করে কয়েকটি রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর নদীর একপাশে একটি বড় নারিকেল গাছ সবুজ এবং কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ঠিক বলেছেন আপু, আমরা যেখানেই যাই প্রকৃতির ছোঁয়া সেখানে লেগে থাকে। আজ আপনি রং তুলিতে দারুন একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন।গ্রামীণ প্রকৃতি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যটি দেখতে অপূর্ব লাগছে। অপূর্ব দৃশ্যটি অঙ্কন করার প্রত্যেকটি ধাপ বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কাছেও রং তুলি দিয়ে প্রাকৃতিক ছোয়া আর পরিবেশ ভালো কিছু আর্ট করতে অনেক ভালো লাগে
https://x.com/bdwomen2/status/1857991073248981262?t=nOPsEl2g7XOYpo0ndGJmEg&s=19
গ্রামে গেলে প্রকৃতির সৌন্দর্য সবথেকে বেশি পাওয়া যায়। ঠিকই বলেছেন সব জায়গায় প্রকৃতির ছোঁয়া কম বেশি পাওয়া যায়। আপনার আজকের প্রাকৃতিক দৃশ্যের ছবিটি খুব সুন্দর হয়েছে। এরকম দৃশ্যগুলো ছোটবেলায় অনেক আকতাম। দৃশ্যটি অনেক বেশি কালারফুল তার জন্য বেশি ভালো লেগেছে আমার কাছে।
আপনারা সবাই জানেন আমার কাছে ছবি আঁকতে বেশ ভালো লাগে আর সেই ছবিগুলো যখন আপনাদের ভালো লাগে তখন আরো বেশি ভালো লাগে
আপনি সব সময় আমাদের মাঝে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন। আজকে আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পেইন্টিং টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো।
আমি সবসময় নিজের মতো করে সুন্দর পেইন্টিংগুলো করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি
আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। পোস্টার রং দিয়ে দারুন ভাবে এই পেইন্টিংটা করেছেন। এই ধরনের গ্রাম্য দৃশ্যগুলো আমার অনেক বেশি পছন্দের। দৃশ্যগুলো সরাসরি দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটা।
আমার আর্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে দেখেই আরো বেশি উৎসাহিত হই আমি
প্রকৃতিপ্রেমী না হলে এরকম করে গ্রামীণ পরিবেশের সুন্দর দৃশ্য অংকনের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়। যেটা আপনি ধারাবাহিকভাবে করে চলেছেন । এই ধরনের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার ছবি অংকন আমার কাছে খুবই ভালো লাগে।
নিজের ভালোলাগা থেকে চেষ্টা করে প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করার জন্য
আপনার প্রাকৃতিক সৌন্দর্যের আর্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।আর্ট এর সাথে কালার কম্বিনেশন বেশ ফুটে উঠেছে।আপনি আর্ট এর ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে।
আমার আর্ট এর কালার কম্বিনেশন আপনার কাছে দুটোই ভালো লেগেছে যেন খুশি হলাম
আপনার পেইন্টিং গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর পেইন্টিং গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। পেইন্টিং করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর পেইন্টিংগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে পেইন্টিং অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
চেষ্টা করি নিখুঁতভাবে নিজের মত করে কালারফুল ভাবে সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
Hermoso 🤩
Me gustó el proceso 👍
গ্রামীণ দৃশ্যের এই পেইন্টিং গুলো আমি ভীষণ পছন্দ করি। অনেকদিন হলো এরকম আর্ট করা হয় না। আজকে আপনি খুব সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। সব কিছুই নিখুঁতভাবে এঁকেছেন আপনি।
আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে আজকে আপনার মন্তব্য করে আরো ভালো লাগবে