রেসিপি :- মুরগির মাংস আর পরোটার অসাধারণ রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি মুরগির মাংসের রেসিপি এবং মজাদার পরোটা তৈরি করলাম। আমার কাছে তো কষানো মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। তার সাথে পরোটা দিয়ে খেতে তো আরো মজা লাগে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন রকম কিছু রেসিপি তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে মুরগির মাংস এবং পরোটা রেসিপি দুটোই আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকদিন ইচ্ছে করল নিজেই মুরগির মাংস রান্না করে পরোটা দিয়ে খাব। কারণ দোকানের খাবার খেতে খেতে আর ইচ্ছে করে না খেতে। তাই মাঝেমধ্যেই ঘরে তৈরি করে যে কোন জিনিস খাওয়ার চেষ্টা করি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
মুরগির মাংস | পরিমাপ মতো |
আলু | বড় গুলো ২-৩ টা |
পেঁয়াজ কুচি | ২ টা |
লবণ | স্বাদমতো |
মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
রসুন | ২ চা চামচ |
রাঁধুনি মসলা | ১ চা চামচ |
তেল | পরিমাণ মত |
পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি আলু আর মুরগির মাংসের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম।
ধাপ - ২ :
তারপর এটি মুরগির মাংস গুলোকে একটি কড়াই এর মধ্যে গরম তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর তার সাথে থাকা আলু গুলো কেউ কিছুটা লাল লাল করে ভেজে মুরগির মাংসের সাথে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর আবারো একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মসলা দিয়ে কিছুটা পরিমাপ পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
তারপর তার মধ্যে ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেটে ছেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর কষানো মাংস গুলোর মধ্যে পানি দিয়ে ভালো করে নেটে ছেড়ে কষানো মুরগির মাংস রান্না করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপরের মধ্যে গরম পানি দিয়ে তার মধ্যে আটা দিয়ে ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর রুটি গুলোকে ভালো করে বেলে হাত দিয়ে চারকোনা করে আবারো ভালো করে বেলে অনেকগুলো রুটি তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে পরোটা গুলোকে সুন্দর করে এক এক করে তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে কষানো মাংসের সাথে পরোটা তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
মুরগির মাংস দিয়ে পরোটা সকালবেলা খেতে খুব ভালো লাগবে নিশ্চয়ই। সকাল বেলা বা, সন্ধ্যায় বেশ মজা করে খাওয়া যাবে এমন রেসিপি। মুরগির মাংস আর পরোটার অসাধারণ রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের মুরগির মাংস আর পরোটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুন লেগেছে।
বাহ বেশ সুন্দর করে পরোটা বানিয়েছেন তো । আমরা সাধারণত তিনকোনা পরোটা বানাই। আপনার চারকোনা পরোটাও অভিনব লাগলো। আসলে এইভাবে ভাঁজ করে করে বেলে নিয়ে পরোটা ভাজলে পরোটা বেশি নরম হয় এবং খেতেও ভালো লাগে। মাংসের রেসিপি নিয়ে আলাদা করে আর কি বলব। বেশ মজার হয়েছে তা বোঝাই যাচ্ছে।
মুরগির মাংস আর পরোটার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি দেখলে যেন কোনভাবেই লোভ সামলা থাকা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের শেয়ার করার জন্য।
বাড়ির তৈরি খাবার মানেই স্বাস্থ্যকর, দোকানের খাবার অনেকসময় বাসী থাকে।যাইহোক আপনার রেসিপিটি অসাধারণ হয়েছে, পরোটাগুলি দেখেই লোভ লেগে গেল।ধন্যবাদ আপু।
বাহ মুরগির মাংস ভুনা দিয়ে পরোটা খেতে কতই না ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। আপনি বেশ মজার করে মুরগির মাংসের রেসিপি তৈরি করলেন। আবার পরোটা ভাজি করলেন মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/bdwomen2/status/1892191854084431975?t=no4mIW8vjVJWIOBGfgvlbQ&s=19
মুরগির মাংস আর পরোটার যে রেসিপি আপনি শেয়ার করেছেন তা তো আমার অলটাইম ফেভারিট। অসাধারণ সুন্দরভাবে রান্না করে এই রেসিপিটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে ধন্যবাদ। এবং পরোটা আর মাংস পেলে পেট ভরে খেয়ে নেব। এখন আপাতত আপনার দেওয়া সুন্দর ছবিগুলি দেখেই শান্তি পেলাম। অসাধারণ এমন সব রেসিপি আরও শেয়ার করবেন।