গল্প :- ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে থেকে স্বপ্ন দেখা ভালো।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে আমার নিজের। কিছুদিন আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ সব করে ফেললাম। এবং ঘরের সবার জন্য খুব মজার নাস্তা বানালাম খাওয়ার জন্য। এবং সবাই মিলে একসাথে বসে খুব মজা করে নাস্তা গুলো খেলাম। আর সকাল বেলা নিজ হাতে পছন্দের নাস্তা করে খাওয়ার মজাই আলাদা। যদিও সময়ের কারণে অনেক সময় নাস্তা ঠিকমতো বানানো হয় না। ঐদিন চিন্তা করলাম যখন ঘুম থেকে জলদি উঠলাম সব কাজ করে নাস্তা করে মজা করে খাব। এই কারণে নাস্তা গুলো সুন্দর করে নিজেও খেলাম ঘরের সবাইকে আবার ডেকে খাওয়ালাম। এবং নাস্তা গুলো খেতে খেতে গল্প করলাম।
তবে নাস্তা খেয়ে তারপর ঘরের আরো অন্যান্য কাজ করলাম। আমার শশুর শাশুড়ি হইতে সবার কাজগুলো সুন্দর করে করতে লাগলাম। এরপরে রান্না করার জন্য জিনিসপত্র রেডি করতে লাগলাম। এবং পছন্দের রেসিপিগুলো করতে চেষ্টা করলাম। মন চাইলো আজ সব পছন্দের জিনিস বানিয়ে খাব। তারপর আস্তে আস্তে সব রেডি করে রান্না করতে লাগলাম। যদিও আমার শাশুড়ি বলেছে সে রান্না করবে। কিন্তু আমি বলেছি নিজের হাতে নিজে রান্না করবো। ঘরের রান্না বান্না কাজগুলো নিজে করার চেষ্টা করি। তারপর পছন্দের রান্নাও করলাম সাথে মরিচের ঝাল ও করলাম। কারণ মরিচের ঝাল আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। কারণ মরিচের ঝাল দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজাই লাগে।
এরপর খাওয়া-দাওয়া গুলো রেডি করে দুপুরে খুব মজা করো খেলাম। খাওয়া-দাওয়া করার পর মন চাইলে একটু ঘুমাবো। যখন ঘুমানোর জন্য যাব এমন সময় আমার শাশুড়ি আওয়াজ দিয়ে বললো। আজকে ঘুম থেকে উঠবে নাকি। সকাল অনেক হয়ে গেল। কেন ঘুম থেকে এখনো ওঠো নাই। আর নাস্তা করবে না। তখন আমি হঠাৎ করে দিয়ে গেলাম। জেগে আমি বলতেছি আমরা তো নাস্তা করে এবং দুপুরের খাওয়া-দাওয়া করে ঘুমাতে আসলাম। তখন আমার শাশুড়ি বলতেছে এখন তো সকালবেলা কখন কি করলে। পরে আমি দেখছি আমি ঘুমের মধ্যে ছিলাম। আর আমি ঘুমের মধ্যে এগুলো দেখছি। আর এতগুলো কাজ করার পর দেখছি আমি ঘুমে আছি।
তবে এগুলো আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি। তখন আমার কাছে অনেক খারাপ লাগলো। কারণ সকাল হতে দুপুর পর্যন্ত এত কাজ করলাম সবগুলো দেখছি আমি ঘুমের মধ্যে করেছি। সত্যি ওই সময় আমার কাছে ভালো কথা খারাপ লাগতে লাগলো। কারন আমার কাছে মনে হচ্ছে আমি সকাল হতে দুপুর পর্যন্ত সব কাজ করে রেডি করে ফেলেছি। আর এখন দেখতেছি আমি সকাল বেলা ঘুমের মধ্যে। কারণ রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম আর ভোরবেলা আমি এই স্বপ্নগুলো দেখতে লাগলাম। তখন মনে মনে আমার কাছে খুব খারাপ লাগলো। আর ওই সময় ভালো কথা আমার কাছে খারাপ লাগলো। পরে আমি ঘুম থেকে উঠে দেখি সত্যি এখন তো সকাল বেলা।
আর মাঝেমধ্যে এরকম স্বপ্ন আমরা দেখে থাকি। স্বপ্নগুলো আসলে দেখতে ভালো লাগে পরে কিন্তু খারাপ লাগে। কারণ স্বপ্নের মধ্যে মানুষ অনেক দূর চলে যায়। আবার অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে মানুষ আমেরিকা ইউরোপ চলে গেল। পরে দেখা যায় যেখানে ঘুমিয়ে আছে ওইখানেই আছে। আমার স্বপ্নটি ও এরকম হলো। কারণ আমি স্বপ্নের মধ্যে সব কাজ করে ফেললাম। আর স্বপ্ন ভেঙে যাওয়ার পর দেখতেছি আগের জায়গায় শুয়ে আছি। এতে করে সকাল বেলা নাস্তা আবার রেডি করার পর তখন মনে মনে অনেক কথা আসতে লাগলো। আর সকাল বেলা আমার এই স্বপ্নের কথা আমার হাসবেন্ড ও শাশুড়িকে বললাম। তারা আমার এই কথা শুনে অনেক হাসাহাসি করতে লাগলো। এই হচ্ছে আমার বাস্তব একটি গল্প। আশা করি আমার গল্পটি পড়ে অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1892547585782731002?t=I2iN44dstv42kX1r0yLExw&s=19
আপনার পোষ্টটি পড়ে আমি হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম। কারণ আপনি ঘুমের মধ্যে নাস্তা থেকে শুরু করে সব কাজ করে ফেলেছেন। এবং ঘুমের মধ্যে খাওয়া-দাওয়া করে ফেলেছেন। লাস্ট পর্যন্ত আপনার শাশুড়ি ঢাকার কারণে আপনি ঘুম থেকে উঠে দেখলেন। আপনি ঘুমের মধ্যে এগুলো দেখছেন। সকালবেলা ঘুমের মধ্যে এরকম স্বপ্ন অনেক দেখা যায়। গল্পটি পড়ে বেশ ভালো লাগলো আপনার।
আসলে ঘুমে যে স্বপ্ন দেখা হয় তা হচ্ছে মনের কল্পনা। আর জাগিয়ে যেই স্বপ্ন দেখা হয় তা হচ্ছে বাস্তবে জীবনে সফলতা পাওয়ার একমাত্র লক্ষ্য। জাগিয়ে স্বপ্ন দেখাটাই উত্তম। জাগিয়ে স্বপ্ন দেখলে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। জীবনে সফল হওয়ার জন্য স্বপ্ন দেখাটা খুবই প্রয়োজন। আপনি ঠিক বলেছেন, ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে থেকে স্বপ্ন দেখা ভালো। ধন্যবাদ আপনাকে আপু।