নীলফামারী বড় মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলা ||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে বন্ধুদের সাথে নীলফামারী বড় মাঠে ফুটবল খেলার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


IMG_20240727_175312.jpg

আমি নীলফামারীতে থাকলে প্রায় প্রতিদিনিই বিকালে নীলফামারী বড় মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করে থাকি। আমি গত বৃহঃস্পতিবার ঢাকা থেকে নীলফামারী এসেছিলাম। নীলফামারীতে আবহাওয়া প্রচন্ড গরম। রোদের তীব্রতা যেনো জনজীবনকে অতীষ্ট করে দিয়েছে। সারাদিনই প্রচন্ড রোদ ছিলো, বিকেল বেলাতেও রোদের তেজ ছিলো তীব্র। আমাদের বাসা থেকে নীলফামারী বড় মাঠ যেতে খুব বেশি একটা সময় লাগে না হেটে যেতে প্রায় ১০ মিনিটের মতো লাগে। বিকেল বেলা আছরের আজানের পর আমি নীলফামারী বড় মাঠ যাওয়ার উদ্দেশ্যে বের হই এবং ১০ মিনিটের মধ্যে আমি বড় মাঠে পৌঁছে যাই।

আমি যখন বড়মাঠে যাই তখন আমার কিছু বন্ধু আগে থেকেই মাঠে ছিলো এবং বাকিরা আসছিলো। আমরা মাঠের মাঝে যাই কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসে। আমরা দুইটি দল ভাগ করি, প্রতিটি দলে ৯ টি করে প্লেয়ার হয় অর্থাৎ মোট ১৮ জনকে দুইদলে ভাগ করে কিছুক্ষণের মধ্যেই আমরা খেলা শুরু করি। আমরা যখন খেলা শুরু করি তখন বিকেল ৫'৪০ বেজেছে কিন্তু তখন ও রোদের তীব্রতা ছিলো প্রচন্ড। দুইদলই মোটামুটি ব্যালেন্স হয়েছিলো কারণ আমরা সবাই জানি কে কোন পজিশনে খেলে ও কে কেমন খেলে কারণ আমরা অনেক আগে থেকেই একসাথে খেলি।


IMG_20240727_175608.jpg

আমাদের খেলা শুরু হয়ে যায়। দুইদলেই শুরু থেকে বেশ ভালোই খেলছিলো। আমি মীড ফিল্ড পজিশনে খেলি অর্থাৎ ডিফেন্সিভ মীড ফিল্ডার। শুরু থেকেই দুই দল বেশ কয়েকটি সুযোগ ক্রিয়েট করে কিন্তু শেষ অব্ধি কোনো দলই গোলের দেখা পাচ্ছিলো না তবে দুই দলের কাউন্টার এট্যাক চমৎকার হচ্ছিলো। খেলার এক পর্যায়ে আমাদের টিম চমৎকার কাউন্টার এট্যাকে একটি গোল করে। এই গোলের মাধ্যমে স্কোর দাঁড়ায় ১-০। আমাদের টিম ১ গোলের লীডে এগিয়ে থাকে। এরপর কিছুক্ষণ পরে হাফ টাইম হয় তখন ৬'১৫ বাজছিলো।

৫ মিনিট বিরতি নিয়ে ২য় হাফের খেলা শুরু হয় ৬'২০ এ। ২য় হাফে বিপক্ষ টিম বেশ এটাকিং খেলছিলো তবে আমরাও ভালো কাউন্টার এট্যাক দিচ্ছিলাম। বিপক্ষ টিম কয়েকটি চমৎকার এট্যাক দেয় তবে গোলের দেখা পায় না। ম্যাচ শেষ হাওয়ার ঠিক ৫ মিনিট আগে বিপক্ষ টিমের একটি প্লেয়ার ক্রস করে এবং আরেকজন হেড দিয়ে একটি গোল করে নিজের দলকে সমতায় ফেরায়। এই গোলের মাধ্যমে স্কোর দাঁড়ায় ১-১। এই গোলের পর আরো ৫ মিনিট খেলা হয় কিন্তু কোনো দলই আর গোলের দেখা পায়না। শেষ অব্ধি ১-১ গোলে ড্র থেকে আজকের আমাদের ম্যাচ শেষ হয়।


IMG_20240727_175416.jpg

বিকেল বেলায় বন্ধুদের সাথে মাঠে খেলতে ভালোই লাগে। সারাদিন বাসায় থাকার পর বিকেলের এই সময়টাই খেলার মাধ্যমে মন ভালো হয়ে যায়। বন্ধুদের সাথে এরকম খেলাধুলা করতে প্রায় সবারই ভালো লাগে। আমি নীলফামারী আসলেই বিকেলে মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করি যা আসলেই আমার অনেক ভালো লাগে।


IMG_20240727_175142.jpg

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা করা অত্যন্ত স্বাস্থ্যকর। বিকেলের এই মাটির ছবি এবং খেলাধুলার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো।