ইউনিভার্সিটিতে কাটানো সুন্দর কিছু সময় ||

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে ইউনিভার্সিটিতে কাটানো আজকের দিন সম্পর্কে লিখতে যাচ্ছি। আজকে ইউনিভার্সিটিতে আমার কাটানো মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG_0212.jpg

আজকে ইউনিভার্সিটিতে আমার টোটাল ক্লাস ছিল তিনটি কিন্তু আজকে মেকাপ ক্লাস থাকায় আরো একটি এক্সট্রা ক্লাস করতে হয়। আমার আজকের মেকাপ ক্লাসটি ছিল সকাল ৯ টা ৫০ মিনিটে। তাই আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে ইউনিভার্সিটি চলে যাই। প্রায় দশ মিনিট লাগে রিক্সা ইউনিভার্সিটি যেতে। ইউনিভার্সিটিতে গিয়ে আগে আমি আমার বন্ধুদের সাথে দেখা করি এবং সবাই মিলে মেকাপ ক্লাস করতে ক্লাসের দিকে যাই। আমাদের মেকআপ ক্লাসটি ছিলো ভার্সিটির অষ্টম তলায়। আমরা সবাই লিফটে ভার্সিটির অষ্টম তলায় ৮০৪ নম্বর রুমে মেকাপ ক্লাসে যাই। আমাদের ইলেকট্রিক সার্কিট কোর্স টির মেকআপ ক্লাস থাকে কারণ একদিন ম্যাম এর সমস্যা থাকার কারণে ক্লাস নিতে পারেনি তাই আজকে সেদিনের মেকাপ ক্লাস দিয়েছিলো।

আমরা সবাই ম্যাম এর ক্লাসে যাই এবং মন দিয়ে ম্যাম এর ক্লাসটি করতে থাকি। ইলেক্ট্রিক সার্কিট কোর্সে ম্যাম আমাদের আরএমএস ভেল্যু এর ম্যাথ সলভ করায় এবং এই রিলেটেড কিছু সার্কিট সলভ করায়। আমাদের ক্লাস ছিলো সকাল ৯'৫০ থেকে সকাল ১১'১০ থেকে। আমাদের সময় মতো ক্লাসটি শেষ হয়। ক্লাস শেষ হাওয়ার পরে আমি ও আমার বন্ধুরা ৮ তলার রেলিং এর দিকে যাই কারণ এখান থেকে প্রকৃতির ভিউ চমৎকার আসে। ৮ম তলার উপর থেকে বাতাস ও প্রকৃতির হাওয়া ও প্রাকৃতিক ভিউ যে কারো মন ভালো করে দিতে বাধ্য। আমি ও আমার বন্ধুরা মিলে এখানে কিছুক্ষণ সময় কাটাই।


IMG_20250126_232137.jpg

আমাদের পরের ক্লাসটি ছিল দুপুর ১'৫০ মিনিট থেকে। অর্থাৎ আমাদের কাছে বেশ লম্বা একটি সময় গ্যাপ ছিলো। প্রথমে আমরা অষ্টম তলায় সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দেই। এরপর আমরা ভার্সিটির গ্যালারিতে যাই সেখানে গিয়ে বসে গল্প করতে থাকি। কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে ভার্সিটির ক্যান্টিনে যাই ভার্সিটির ক্যান্টিনে যাওয়ার পরে আমরা সবাই মিলে দুপুরের খাবার চিকেন খিচুড়ি খাই। আমাদের ইউনিভার্সিটির চিকেন খিচুড়িটি খেতে বেশ মজাদার। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আমার বন্ধুরা ক্যান্টিনে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেই। এরপর আমরা ইউনিভার্সিটির গেমিং রুমে গিয়ে কিছুক্ষণ টেবিল টেনিস খেলি।

এরই মাঝে আমাদের দ্বিতীয় ক্লাসের সময় হয়ে যায়। আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল দুপুর একটা ৫০ মিনিটে। ক্লাসের সময় হয়ে গেলে আমরা সবাই ক্লাসের দিকে যাই। আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল ভেক্টর ক্লাস। এটি মূলত গণিতের একটি কোর্স। ফাইনালের আগে আজকে সহ আর মাত্র একটি ক্লাস বাকি রয়েছে তাই এই সময় ফ্যাকাল্টিরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করে দিচ্ছে। আমরা সবাই মনোযোগ দিয়ে ম্যামের ভেক্টর ক্লাসটি করি এবং ম্যাম আমাদের কাছে যে ম্যাথ গুলো করতে দেয় সেগুলো করে ম্যামকে দেখাই। আমাদের এই কাজটি শেষ হয় বিকেল তিনটা দশ মিনিটে।আবার তিনটে এগারো মিনিট থেকে আমাদের আরেকটি ক্লাস ছিল আমাদের এই ক্লাসটি ছিল ইলেকট্রিক সার্কিট। এই ক্লাসের নাম আমাদের বের করতে কোন কয়েকটি সার্কিট সলভ করিয়ে দেয়। আমাদের এই ক্লাসটি শেষ হয় বিকেল চারটে ত্রিশ মিনিটে।


IMG20250126162714.jpg

এরপর আমি ও আমার বন্ধুরা মিলে ইউনিভার্সিটি মাঠে যাই। এখানে আমাদের বন্ধু-বান্ধব ও বড় ভাইরা ফুটবল খেলার প্রিপারেশন নিচ্ছিল। ভাবলাম অনেকদিন খেলাধুলা করা হয় না তাই আমরাও আজকে ফুটবল খেলতে নেমে পরি। পুরো বিকেল টা আমরা ফুটবল খেলি। ফুটবল খেলার ফলাফল হয় ১-১ গোলে ড্র। ফুটবল খেলা শেষ করে আমরা সবাই মিলে ভার্সিটির ক্যান্টিনে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসায় ফিরে আসি।


1000046227.jpg

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 26 days ago 

প্রথম মেক আপ ক্লাস টা তো বেশ সময় নিয়েই হয়েছে। মাঝের লম্বা বিরতির পর আবারো টানা ক্লাস! এতক্ষণ ধরে টানা ক্লাস করতে তো মাথা হ্যাং হয়ে যাওয়ার কথা!

 24 days ago 

ইউনিভার্সিটিতে কাটানো মুহূর্তটুকু খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আপনার মেকাপ ক্লাস সহ মোট চারটি ক্লাস করার কথা গুলো দারুন ভাবে উপভোগ করলাম। একই সাথে ইউনিভার্সিটি ক্যান্টিনে কাটানো মুহূর্তের কথাগুলো জেনে সবথেকে বেশি ভালো লেগেছে আমার। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।