পাহাড়ের উপরে এক অচেনা ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এক বিকালে আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিলাম। এবং চার পাশে সবুজ ঘেরা গাছ। এবং মৃদু বাতাসের ছোঁয়া আর আকাশে ভেসে থাকা সাদা মেঘ। সব কিছু মিলিয়ে যেনো এক স্বপ্নের রাজ্য ছিলো। আসলে ঠিক তখন আমার চোখে পড়লো এক অচেনা ফুল। এবং আমরা মন ভরে ওঠে তখন তার সৌন্দর্য দেখে।
![]() |
---|
ফুলের রঙ ছিলো হালকা লালচে ও গোলাপি। সে যেনো সূর্যের আলো পেয়ে তার সাথে মিশে আছে। এবং পাপড়ির ভাঁজে প্রতিটি পাপড়ি সুন্দর ভাবে ছড়িয়ে ছিলো। আসলে তাকে যেনো প্রকৃতি নিজে নিখুঁত ভাবে তৈরি করেছে। এবং তার মাঝে সাদা অংশ চার পাশে আলোকিত করে তুলেছে। আর তার চার পাশে সবুজ পাতার সাথে রঙের মিল বন্ধন তৈরি করে নিয়েছে।
সেটা দেখতে এক অসাধারণ দৃশ্য আমি সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় এই সুন্দর ফুলের দিকে তাকিয়ে ছিলাম। এবং আমার মনে হলো এই ফুল শুধু মাত্র একটি ফুল নই। বরং প্রকৃতির গভীর ভালোবাসা। এবং এক ক্ষুদ্র প্রতীক এবং পাহাড়ের নীরব পরিবেশে। এবং এই ফুলের রঙিন উপস্থিতি যেনো সৌন্দর্য কে আরও বেশি বাড়িয়ে তুলেছে।
এবং ফুলটির ছবি তোলার সময় আমার মনে হচ্ছিল। এমন সৌন্দর্য হয়তো প্রতি দিন আমাদের মাঝে ফুটে থাকে। কিন্তু আমরা অনেক সময় খেয়াল করতে পারি না। এবং জীবনের ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে সেটা উপভোগ করার সময় পাওয়া যায় না। আসলে এই ব্যস্ততার মাঝেও এই সুন্দর সৌন্দর্য গুলো আমাদের উপভোগ করা অনেক প্রয়োজন।
এই ফুলটির নাম হয়তো বা আমি জানি না । তবে তার সৌন্দর্যের কোনো কম ছিলো না। পাহাড়ের উপরে বিকেলে ঘুরতে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করা। সেটা সত্যি আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিলো। এক কথা বলতে গেলে পাহাড়ের উপরে ঘুরতে যাওয়া সেই দৃশ্যটা আমাকে মুগ্ধ করে তুলেছিল।
বন্ধুরা আপনারা অনেকে হয়তো বা এই ফুলের নাম জেনে থাকতে পারেন। যদি অবশ্যই জেনে থাকেন তাহলে আমার পোষ্টের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না । এবং এই ফুলের ফটোগ্রাফি গুলো ধারণ করে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কারণ তার সৌন্দর্য ছিলো মূল আকর্ষণ। আমি আশা করি আমার ধারণ করা ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
Device | Name |
---|---|
Android | VivY77 /v2169 vivo |
Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
Short by | @baizid123 |
https://x.com/MDbayez29442036/status/1973633981838221797?t=5l9ybkTS95j_-3-DxklYmQ&s=19

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5