স্বরচিত একটি কবিতা || শীতের পুর্বাভাসঃ
বিসমিল্লাহির রহমানির রাহিম।
![]() |
---|
ইমেজটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে।
শীতের সেই আগমনী বার্তা সামনে রেখে আমরা সবাই যেন শীতকে বরণ করার জন্য প্রস্তুত থাকি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা। কবিতার শিরোনাম কি হবে য়া অবশ্যই এতোক্ষণে ধরে ফেলেছেন নিশ্চয়ই। হ্যা ঠিক ধরেছেন আমার আজকের কবিতাটির শিরোনাম করেছি শীতকে নিয়েই। কবিতার শিরোনাম হচ্ছে-শীতের পুর্বাভাস
শিরোনাম-শীতের পুর্বাভাস
লেখক-আজিজুল মিয়া@azizulmiah
মৃদু শীতল হাওয়া বইছে,
শীত যেন আসছেতে সামনেই
সে কথা সবাইকে কইছে।
জানিয়ে দিচ্ছে শীতল হাওয়া
খুব বেশি আর দেরি নয়,
অগ্রহায়নের মাঝামাঝি সময়ে
শীত কিন্তু হানা দেয়।
খাবে তোমরা শীতের পিঠা
খুব বেশি মজা করে,
খেজুরের মিঠাই আর
খেজুরের রসে ভর করে।
পিঠা-পায়াস এর মিষ্টি ঘ্রাণে
ভরে উঠবে শীতের সকাল,
কনকনের ওই ঠান্ডা শীতে
মিষ্টি ভোজে হবে বেসামাল।
লেপ কাথা আর কোল বালিশে
হবে সবাই একাকার,
শীতকে তবু বন্ধুর মতোই
করবে বরণ হাজারবার।।
শীতের এই আগমনী বার্তাকে
জানাই সবাই স্বাগতম।।
সকল দুঃখ কষ্ট ভুলে
শীতকে আমরা করিব বরণ।
বন্ধুরা শীতকে আগমন নিয়ে এই ছিলো আমার আজকের কবিতাটি। কবিতাটি হঠাৎ করেই লেখা হয়েছে। যদি এতে কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। |
---|
শীতের আগমন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন ছিল আপনার লেখা কবিতাটা। শীতের সব রকমের সৌন্দর্য এবং আনন্দ কবিতার প্রত্যেকটা লাইনে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
শীত এসে গেছে। শীতের আগমন নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। শীত আমরা কমবেশি সবাই ভালোবাসি। শীতকাল মানে আমাদের কাছে আনন্দের সময়। শীতকাল বেশিভাগ মানুষের পছন্দের ঋতু। শীতের সৌন্দর্যকে ঘিরে দারুন একটি কবিতা লিখেছেন বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
শীতকালীন সময়টা পিটাপুলির জন্য চমৎকার একটি সময়। এই সময়টাই গ্রামবাংলায় ধুপ পড়ে যায় নতুন ধান ঘরে তোলা এবং রংবেরঙের পিটাপুলি তৈরি করা। শীতকে নিয়ে এবং শীতের মধ্যে ঘটিত সব ঘটনাচক্র কে আপনার কবিতার মধ্যে খুবই সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। আপনার লেখা শীতের পূর্বাভাস নামের কবিতাটি দারুন হয়েছে। ক্রিয়েটিভ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।