নতুন প্রেমের গল্প 💗

in আমার বাংলা ব্লগlast year

নতুন প্রেমের গল্প

image.png

image source

আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন, কখনো ভাবিনি আজকের দিনটা আমার জন্য এতটা স্পেশাল হবে। আর সেই স্পেশাল জিনিষটা কি জানতে চান আপনারা ? তাহলে গল্পটি আপনার পড়তে হবে মনোযোগ সহকারে। আজকে থেকে ঠিক সাতদিন আগের কথা যখন আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম এডমিশন হওয়ার জন্য। সেই দিন একটা ছেলেকে আমি খেয়াল করেছিলাম যে আমার উপর নজর রাখছে। আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে অনেক দূর থেকে আমাকে ফলো করছে। তবে একটা সময় আমি আর সেই ছেলেটিকে দেখতে পাইনি। ছেলেটি যে আমাকে ফলো করছিলো সেটা তার চোখে মুখে পুরোপুরি ভাবে ফুটে উঠেছে।

সাতদিন পর আজ আমি ইউনিভার্সিটিতে আসলাম ও ক্লাসে জয়েন করলাম। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম ক্লাসে থাকা সবার হাতে একটা করে ফুলের তোড়া। যা দেখে আমি ভাবলাম, আজ কি কোনো বিশেষ দিন কিংবা আজ কি ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রাম আছে? তখন আমি পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম সবার হাতে এত সুন্দর ফুলের তোড়া গুলো থাকার কারণ কি? তখন সে কোনো কথা না বলে ফুলের তোড়াটা আমার হাতে দিলো ও হাতে তালি দেয়া শুরু করলো। তখন ক্লাসের সবাই একে একে আমার সামনে এসে সবার হাতে থাকা ফুলের তোড়া গুলো রাখতে শুরু করলো আর সবাই হাতে তালি দিতে শুরু করলো।

আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। শুধু অবাক হয়ে তাকিয়ে ছিলাম ও বলতে থাকলাম এগুলোর কারণ কি? আমি এখানে আমি নতুন হওয়াতে কয়েকজন ছাড়া আর কাওকেই তেমন চিনতাম না। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেটা এসে আমার সামনে হাজির। হাতে একটি ফুলের তোরা যা সবার হাতে থাকা তোড়া থেকে আলাদা ও আরো স্পেশাল। তখন সে হাতে থাকা ফুলটি নিয়ে হাটুগেড়ে বসে পড়লো ও আমাকে এই ফুলটি দিয়ে সবার সামনে প্রপোজ করলো , আর তখন আমি নিস্তব্দ হয়ে দাঁড়িয়ে ছিলাম। আমার যেন হাত পা সব গুলো কাঁপছিলো। কি করবো কিছুই বুঝতে পারছিলাম না।

ছেলেটি ছিল তৃতীয় বর্ষের। সে সিনিয়র হওয়াতে আমাদের ক্লাসের সবাইকে এই ভাবে ফুলের তোড়া হাতে দিয়ে সব কিছু শিখিয়ে রেখেছিলো। আর এটা ওর বেশ কয়েকদিনের প্ল্যান ছিল। আমি প্রথমে কোনো কিছু না বললেও পরে সব কিছু জেনে শুনে যা বুঝতে পারলে সে আসলেই অনেক ভালো ও মেধাবী। আর প্রথম দেখতে সে আমার প্রেমে পড়ে আর তাই এই ভাবেই সবার সামনে আমাকে প্রপোজ করে যাতে আমি কোনো ভাবেই তাকে ফিরিয়ে দিতে না পারি। আর এভাবেই শুরু হয় আমাদের প্রেমের গল্প। ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই শুরু হওয়া রোমান্টিক প্রেম কাহিনী।

নিজের মতো করে গল্পটি লেখার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা প্রেমের গল্পটি ভালো লাগবে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

বাহ্! এমন রোমান্টিক গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া একজন মেয়েকে, যখন এভাবে সবাই ফুলের তোড়া দিতে থাকে,সেই মুহূর্তে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। যাইহোক ছেলেটার প্রপোজ করার আইডিয়াটা এককথায় দুর্দান্ত হয়েছে। আসলে এভাবে প্রপোজ করলে ফিরিয়ে দেওয়াটা খুব কঠিন। ছেলেটার বুদ্ধির প্রশংসা করতেই হয়। যাইহোক নতুন প্রেম তাহলে এভাবেই শুরু হলো। গল্পটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার গল্প পড়ে অনেক ভালো লেগেছে। আসলে আপু ছেলেটার বুদ্ধির প্রশংসা করতেই হয়। আসলে ছেলেটা যেভাবে প্রপোজ করেছে, এই পরিস্থিতিতে এটা সবাই মেনে নিতে বাধ্য। যাইহোক অবশেষে নতুন প্রেমের সূচনা হলো জেনে অনেক সময় লাগলো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।