"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! এসো নিজে করি - বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা
হ্যালো বন্ধুরা......
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি প্রথম বারের মতো আমার বাংলা ব্লগের ২৮তম প্রতিযোগিতার বিষয় ও সংশ্লিষ্ট নিয়মাবলী পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলছে বিশ্বকাপ ফুটবল। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে থাকে। আর সারাবিশ্বে এই খেলাকে কেন্দ্র করে যার যার পছন্দের দলের পতাকা ও টি-শার্ট ক্রয় করে মাতিয়ে তুলে নিজেকে। সবাই যে যার কর্মব্যস্ততা শেষ করে নিজের পছন্দের দলের খেলা দেখতে বসে যায় টেলিভিশনের সামনে। আমি নিজেও খেলা দেখি তবে এতটা আগ্রহ নিয়ে না। সত্যি বলতে আমার খেলার উপর আগ্রহটা একটু কম। যাইহোক আজকে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা আয়োজন করেছি। আর এই DIY প্রজেক্ট প্রতিযোগিতায় আপনি আপনার পছন্দের খেলা সম্পৃক্ত যে কোনো কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
আপনারা সকলেই চেষ্টা করবেন এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন ও ইউনিক খেলা সম্পৃক্ত এমন কিছু তৈরি করার যাতে করে বিশ্বকাপ ফুটবল খেলার প্রতি যে ভালোবাসা আছে সেটাকে প্রকাশ করতে পারেন। খেলা সম্পৃক্ত অনেক কিছুই হতে পারে যেমন আপনার পছন্দের খেলোয়াড়, পছন্দের দল, বল, পতাকা ইত্যাদি। দেরি না করে এখন থেকেই আপনি আপনার নিজের মতো করে আপনার পছন্দের DIY প্রজেক্টটি তৈরি করা শুরু করে দিন। আশা করি প্রত্যেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন । শুভকামনা রইল আপনাদের সকলের জন্য।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- আপনার বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট পোস্টের লেখা কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
- কপিরাইট প্রটেক্টেড কোন ছবি ব্যবহার করা যাবে না।
- পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
- অংশগ্রহনের সময়সীমা ২৮ এ ডিসেম্বর, ২০২২ রাত ১২ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-28, #diy-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- বিশেষ পুরস্কার- ১০ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation |
---|---|
@rme | Founder |
@blacks | Co-Founder |
@rupok | MOD Community Moderator 🇧🇩 |
@kingporos | MOD Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | MOD Community Moderator 🇧🇩 |
@tangera | MOD Community Moderator 🇧🇩 |
@ayrinbd | MOD Community Moderator 🇧🇩 |
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।
ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
এবারের বিশ্বকাপ নিয়ে সত্যিই অনেক মাতামাতি হচ্ছে। আজকের প্রতিযোগিতার আয়োজন দেখে খুব ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন ধরনের উপস্থাপনা দেখতে পাব। আশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সেরাটা উপস্থাপনের চেষ্টা করবেন। আমি নিজে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব।
হা আপু সেই অপেক্ষায় আছি,
খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে অনেক ধন্যবাদ। একদম সময় উপযোগী প্রতিযোগিতা। ফুটবল বিশ্বকাপের আমেজ এখন সবার মনে । এই উপলক্ষে কিছু একটা না হলে কি হয়? ধন্যবাদ দাদা, ব্ল্যাকস দাদা এবং মডারেটরগণদের এর সুন্দর একটি প্রতিযোগীতা আয়োজন করার জন্য।
হা ফুটবল বিশ্বকাপ বলে কথা, প্রতিযোগিতা না দিয়ে কি পারা যায়!! অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
বাহ!দারুণ একটা প্রতিযোগিতা। সমসাময়িক বিষয় নিয়ে করায় একটু এক্সাইটমেন্ট বেশি কাজ করছে।
ইনশাল্লাহ অংশগ্রহণ করবো,সবার জন্য শুভ কামনা রইলো😊
তবে আমরা অপেক্ষায় রইলাম, ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
প্রথমে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগের ফাউন্ডার এবং কো ফাউন্ডার সহ সকল এডমিন এবং মডারেটরদের জানাই অশেষ ধন্যবাদ। যে বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি তা নিয়ে কোন প্রতিযোগিতা হবে না তাই কি হয়? সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো। যার মাধ্যমে আমাদের সৃজনশীলতা আরো বৃদ্ধি পাবে।
হ্যাঁ অবশ্যই আমরাও দেখতে চাই আপনাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ।
ওয়াও খুব অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আপু। আমার বাংলা ব্লগের প্রতিযোগিতাগুলো খুবই ইউনিকও সুন্দর হয়ে থাকে। আজকের বিষয় আমার ভীষণ ভালো লেগেছে। এর প্রতিযোগিতায় আমি অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করব। এত অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
তাহলে আর দেরি কিসের!! প্রস্তুত হয়ে যান তাড়াতাড়ি ,
ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য
দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকের অনেক কিছু তৈরি করা দেখবো।যে যার মত সেরাটা দিয়ে অংশগ্রহণ করবে আশা করি।ধন্যবাদ
আপনি অংশগ্রহণ করবেন না নাকি, দেখতে চাই কিন্তু
আমি বেড়াচ্ছি😉😉।
পুরাই ইউনিক এবারের প্রতিযোগিতার বিষয়! ফুটবল বিশ্বকাপ প্রায় শেষ। এবার মানুষের মাঝে যে মাতামাতি দেখেছে ফুটবল বিশ্ব, তা আসলেই মনে রাখার মতো। আশা করছি দারুণ দারুণ সব ডিআই প্রজেক্ট দেখতে পারবো। ধন্যবাদ আপু
হা, আর এ আয়োজন পুরোটাই আমাদের দাদার। দাদা না থাকলে হয়তো আমরা এত সুন্দর সুন্দর কনটেস্টের আয়োজন করতে পারতাম না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আসলে এই প্রতিযোগিতা গুলোর মাধ্যমে সবার ভিতরের সুপ্ত প্রতিভা গুলো প্রস্ফুটিত হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর বিশ্বকাপ নিয়ে এই প্রতিযোগিতা , অসাধারণ একটা বিষয়।
খুব ভালো সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানিনা অংশগ্রহণ করতে পারবো কিনা তবে বিশ্বকাপ নিয়ে অনেক সুন্দর সুন্দর ডাই দেখতে পারবো এটা তো নিশ্চিত। ভালো লাগলো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন দেখে।
অনেক দিন পর ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে প্রতিযোগিতার আয়োজন দেখছি । দারুন লাগলো। আমার তো মনে হয় অনেক চমক আসতে চলেছে এবার।