নিজের হাতে বাসায় তৈরি চকলেট কফি কেক !! @shy-fox 10% beneficiary

আমি নিজের হাতে সবসময় বাসায় কেক তৈরি করে রাখি। কেক বিভিন্ন সময় নাস্তা হিসেবে খাওয়া যাই অথবা বাসায় কেউ আসলে তাকেও আপ্যায়ণ করা যাই। আমি আজ অনেক দিন বাহিরের কোনো দোকান থেকে কেক কিনি না। নিজেই নিজের হাত দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের কেক তৈরি করি। আর কেকগুলো তৈরি করতেও আমার কাছে অনেক ভালো লাগে।
আজকে আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি চকলেট কফি কেক। যার ফ্লেভার টা আমার অনেক প্রিয় ও খেতে অনেক মজাদার হয়ে থাকে। আমি বাসায় এই কেকটি তৈরি করার পাশাপাশি আপনাদের সাথেও উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি এটা চাই যে আমার তৈরি যে কোনো কিছু যেন সবাইকে মুগ্ধ করতে পারে ও সবার প্রশংসায় যেন আরো বেশি করে ভালো ভালো কাজ করতে পারি।
আমি প্রথম থেকেই আমার প্রতিটা পোস্টের জন্য অনেক বেশি ভালোবাসা পাচ্ছি ও সবার মন জয় করে এখানে আসতে পেরেছি। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতো এতো ভালোবাসা আমাকে দেয়ার জন্য।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে নিজের হাতে বাসায় তৈরি করেছি এই চকলেট কফি কেক। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছি ও প্রতিবারের মতো ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা চাইলে আমার এই পোস্ট দেখে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ............
























আশাকরি আপনাদের কাছে আমার আজকের চকলেট কফি কেক বানানটি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।
আপনার চকলেট কফি কেকটি খুবই সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুবই টেষ্টি হয়েছে ।কালারটা খুবই চমৎকার হয়েছে।আপু আমিও আপনার মত কেক নিজ হাতে বানিয়ে থাকি।বাসায় বানানো কেক সত্যি দারুন হয়।পুষ্টিগুণ ও ঠিক থাকে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
হা আপু অনেক মজা হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে।
নিজের হাতে বাসায় তৈরি চকলেট কফি কেক আপু এত সুন্দর ভাবে তৈরি করছেন।আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কফি চকলেট কেক দেখে একদম মনে হচ্ছে বাজার থেকে কিনে এনে আপনি আমাদের মাঝে তুলে ধরছেন। এত দক্ষতা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আপু সত্যিই দেখার মতো ছিল। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে আপনি তুলে ধরলেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। অনেক ভালো লাগলো দেখে
হা ভাইয়া দেখে দোকান থেকে এনেছি মনে হচ্ছে, এটা বলা সাভাবিক, কারন আমি সবসময় ঘরে তৈরি করি, তাই কেক তৈরি করার সব আয়োজন আমার কাছে আছে। অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর ভাবে চকলেট কফি কেকটা বানিয়েছেন। আপনার তৈরি এই কেকটা টা দেখে বোঝা যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। আমিতো প্রথমে দেখে ভেবেছিলাম এটা দোকান থেকে নিয়ে এসেছেন। পরে বুঝলাম যে আপনি নিজের হাতে বাড়িতে বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনাদের কেক টা। অনেক ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটা কেকের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য
হা আপু, আমি কেক বানানোর জন্য একটু বেশি এক্সপার্ট। অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর ভাবে আপনি আপনার বাসায় চকলেট কেকটি তৈরি করেছেন। আর এই রকম পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করায়। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আপু।
অনেক ধন্যবাদ আপনাকে।
যাইহোক, সুন্দর একটি জিনিস দেখতে পেলাম। চকলেট কফি কেক। তিনটা নামের সংমিশ্রণে একটি উপাদান তৈরী।
আইডিয়াটা খুব একটা মন্দ ছিল না। আমার কাছে কিন্তু বেশ ভালই লেগেছেআমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে
খেতে ও কিন্তু ভারি মজা, অনেক ধন্যবাদ ভাইয়া।
শুধু নিজে মজা বললেই হবে। আমাদেরও মজা বলতে হবে।
ওয়াও আপু অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চকলেট কেক আমার অনেক পছন্দের একটি খাবার। আমি দীর্ঘ সময় নিয়ে এই গেমটি বানিয়েছেন এবং সাবলীল ভাষায় তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার জন্য আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
হা এই কেকটি প্রায় সবাই পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার চকলেট কফি কেকটি অনেক বেশী সুন্দর এবং দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। তবে আমি এভাবে একবার কফি দিয়ে তৈরি করেছিলাম যা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তবে এরপর আর তৈরি করা হয়নি সময়ের কারণে। আজকে আবার আপনার পোষ্টটি দেখে আমার চকলেট কফি কেক এর কথা মনে পরে গেলো। আমি জানি এই কেকটা কত বেশি সুস্বাদু হয়।অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব মজার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন আপু, অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু অসাধারণ কেক বানিয়েছেন। আসলে নিজের হাতের বানানো কিছু খেতে অসাধারণ লাগে। বাসায় থাকতে আমিও বানিয়েছি কিন্তু এখানেএসে কিছুই হচ্ছেনা। যারা কেন বানাতে পারেনা তারা আপনার পোস্ট দেখে খুব সহজে বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে
সত্যি কথা আপু, অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ হয়েছে আপনার বানানো কেক।দেখেই জিহ্বায় জল চলে এসেছে। মনে হচ্ছে খেতে অনেক মজা হবে।
ধাপ গুলো সুন্দর করে আলোচনা করেছেন।
শুভকামনা রইল।
তাই নাকি😄 অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
বাসায় তৈরি চকলেট কেক দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে কারণ দেখতে বাজারের চক্লেট কেকগুলোর চেয়েও অনেক সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।