ডাই পোস্ট: ক্লে দিয়ে তিমি মাছ তৈরি।
🌿আমি মো: আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা ক্লে দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। তাদের তৈরি জিনিস গুলা দেখতে বেশ দারুন লাগে। আমি আবার খুব ভালো করে ক্লে দিয়ে তেমন কিছু তৈরি করতে পারি না। তাও চেষ্টা করি, আজ আপনাদের মাঝে ক্লে দিয়ে তৈরি একটি তিমি মাছ তৈরি করবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
ক্লে |
কাঁচি |
কালো কলম |
প্রথমেই আমি নীল কালারের বেশ খানিকটা পরিমান ক্লে নিয়ে লিনাম। এর পর সেই ক্লে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নিলাম এর একটা প্রান্ত মোটা আরেক প্রান্ত চিকন করলাম। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন। একটি প্রান্ত মাথা ও অপর প্রান্ত লেজ হবে।
এরপর একটি কাঁচি দিয়ে চিকন প্রান্তে ২ ইঞ্চির মতো কেটে নিলাম। এরপর কেটে নেওয়া অংশটি হাত দিতে চেপে চেপে লেজের অংশের পাখা তৈরি করে নিলাম।
এরপর একই ভাবে কাঁচি দিয়ে দুই সাইডের পাখা ও পিঠের উপরের পাখার জন্য কেটে নিলাম। এরপর হাতের সাহায্যে পাখা তৈরি করে নিলাম। হুবহু আসলের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পারেছি। সেটা আপনারাই বলতে পারবেন।
এরপর মাথার দিকের অংশটি একই ভাবে আবার কেটে নিলাম। এরপর তিমি মাছের মাথার মতো করে তৈরি করলাম। হাত দিয়ে চেপে মুখের আকৃতিতে রুপান্তর করলাম। এরপর সাদা ও কালো রঙ এর ক্লে দিয়ে চোখ তৈরি করে নিলাম।
আর এভাবেই আমি ক্লে দিয়ে একটি তিমি মাছ তৈরি করে ফেললাম। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে।
পোস্টের ধরন | ডাই পোস্ট |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
তিমি মাছকে পেন্সিল দিয়ে শিকার করলেন নাকি ভাইয়া? যাইহোক আপনি ক্লে দিয়ে জিনিস বানাতে পারেন না তারপরও এত সুন্দর একটি তিমি মাছ তৈরি করেছেন। মাছটি দেখে সত্যিকারে তিমি মাছের মত লাগছে। আপনার বানানোর পদ্ধতি দেখেও বেশ সহজ মনে হল। যাইহোক খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনার তৈরি তিমি মাছটি।
আপনার তিমি মাছ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। এখানে আপনি চমৎকারভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। অনেক অনেক সুন্দর হয়েছে।
চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।
ক্লে ব্যবহার করে দারুন একটি তিমি মাছ তৈরি করে ফেলেছেন ভাইয়া। ক্লে ব্যবহার করে তৈরি করা প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো তৈরি করতে যেমন ভাল লাগে তৈরি করার পর দেখতেও অনেক ভালো লাগে। খুব সুন্দর ভাবে আমাদের সাথে তিমি মাছ তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। তৈরি পদ্ধতিটি বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ! এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে তিমি মাছ তৈরি করা। এগুলো নিজের মনোবল এবং দক্ষতা উপায় মিলে ই সম্ভব। একটু ধৈর্য ধরে চেষ্টা করলে শুধু তিমি মাছ কেন আরো অনেক কিছুই তৈরি করা সম্ভব।
সুন্দর এবং মনমুগ্ধকর একটি ডাই তৈরি করেছেন ভাই। ক্লে দিয়ে কিভাবে একটি তিমি মাছ তৈরি করা যায় সুন্দরভাবে প্রসেস গুলি বর্ণনা করেছেন। আপনার তৈরি করা তিমি মাছের ডাই টি একদম মনোমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
বাহ্ ক্লে দিয়ে দারুন তিমি মাছ তৈরি করলেন।
আসলে চেষ্টা থাকলে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব।
আর দেখতেও এগুলো সুন্দর দেখায়।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডাই ক্লে দিয়ে আপনি মাছটি দারুন বানিয়েছেন তো। একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন মাছটি। পেন্সিলের উপর দাঁড় করিয়েছেন বলে আরো ভালো দেখাচ্ছে। এবার তো শুধু জলে ছেড়ে দেওয়ার অপেক্ষা। জলে ছেড়ে দিলেই জীবন্ত হয়ে ছোটাছুটি শুরু করবে। দারুন সুন্দর শিল্পকর্ম আমাদের সঙ্গে শেয়ার করলেন।