ক্রিয়েটিভ রাইটিং: খারাপ হওয়া সহজ, তবে ভালো হওয়া কঠিন।

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শনিবার ।


1000006061.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দিন দিন সময় অনেক কঠিন হয়ে যাছে৷ সহজ পথ ছেড়ে যখন আমারা কঠিন পথ বেছে নিয় তখনই সব কিছু জটিল হয়ে যাবে। তবে একটা বিষয় বক্তে হয় যে দিন দিন প্রকৃতি কেমন যেনো হয়ে যাচ্ছে। সব কিছু রসহীন হয়ে পড়ছে, মানুষের ভেতর থেকে রসকথা হারিয়ে যাচ্ছে। সময় আর টাকাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আনন্দকে মাটি করে ফেলছি। যাই হোক দিন যত যাবে সময় খারাপ হয়ে আসবে এটাই স্বাভাবিক। আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করবো। আশা করছি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

মানুষের জীবনে দুই দিক থাকে একটি ভালো আর একটি খারাপ। তবে ভালো হওয়ারটা যতটা কঠিন খারাপ হওয়াটা ততটা কঠিন নয়। ভালো হয়ে চলতে হলে অনেক কিছু ত্যাগ করে চলতে হয়৷ আপনি ভালো বলে সকল রকম ছাড় আপনাকেই দিতে হয়।

জীবনের পথে চলতে গিয়ে প্রায়ই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে খারাপ হওয়া সহজ বলে মনে হয় এটা এমন নয় যে কেউ খারাপ হতে চায় বরং খারাপ হওয়া অনেক সময় অবচেতন একটা প্রবৃত্তি। যখন মানুষ প্রতারিত হয় অপমানিত হয় বা তার সঙ্গে অন্যায় করা হয় তখন তার মনও এক ধরনের প্রতিক্রিয়া দেখায় আমি কেন ভালো থাকব যদি পৃথিবী আমার সঙ্গে ভালো না থাকে?খারাপ হওয়া সহজ কারণ এতে সাময়িক মুক্তি পাওয়া যায়। মিথ্যা বললে কাজ সহজ হয় অন্যায় করলে নিজের লাভ হয় আর প্রতিশোধ নিলে মনে হয় ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ এ সহজ পথটাই বেছে নেয় কারণ এতে কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না কোনো আত্মসমালোচনার প্রয়োজন হয় না।

কিন্তু ভালো হওয়া এ এক কঠিন সাধনা। ভালো হতে হলে ধৈর্য প্রয়োজন পৃথিবীর সব নেতিবাচকতা উপেক্ষা করার ক্ষমতা প্রয়োজন। ভালো হতে হলে নিজেকে ছোট করা লাগে নিজের অহংকারকে দমন করতে হয়। তুমি যখন ভালো থাকো তোমার ওপর অযাচিত প্রত্যাশা আসে তোমার মাফ করতে হয় তোমার দয়া দেখাতে হয় এমনকি সেই মানুষটির প্রতিও যে তোমার প্রতি অন্যায় করেছে।

ভালো হওয়ার পথে সবচেয়ে বড় বাধা মানুষের নিজের ভেতরের ভয় এবং সংশয়। ভালো হতে পারব তো? আমার ভালো হওয়ার মূল্য কি অন্যরা বুঝবে? এমন প্রশ্ন মানুষকে আরও দ্বিধায় ফেলে দেয়। তবু ভালো হওয়া আসলে নিজের জন্যই। যখন তুমি ভালো থাকো তুমি নিজের সাথে শান্তি খুঁজে পাও। তোমার কাজের মধ্য দিয়ে পৃথিবীতে একটা ইতিবাচক পরিবর্তন আনে। এটা হয়তো সহজ নয়, কিন্তু এটাই জীবনকে সার্থক করে তোলে। তাই খারাপ হওয়া সহজ বলেই তার দিকে না ঝুঁকে ভালো থাকার কঠিন পথটুকু বেছে নিতে হয়। কারণ শেষ পর্যন্ত ভালো থাকাই জীবনের আসল জয়।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য। আশা করছি আমার লেখাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003558.png

1000003559.png

1000003652.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ভীষণ ভালো লিখেছেন। ওই যে একটা জায়গায় লিখেছেন ভালো হতে গেলে ক্ষমা করতে হয় নিজেকে ছোট দেখাতে হয় সমস্ত নেতিবাচক বিষয়কে উপেক্ষা করতে হয়। এই এত কিছু মানুষ করতে পারলে সে আর মানুষ থাকবে না ঈশ্বর হয়ে উঠবে। আবার মানুষের মধ্যে এই সমস্ত গুণ যে একেবারেই নেই তাও নয়। যার ফলে মানুষ দোষে গুনে ভরা। ভালো-মন্দ তে পরিপূর্ণ।

 5 months ago 

জ্বি আপু আপনি বেশ দারুন বলেছেন, আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ।

 5 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ভালো হতে হলে জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।সত্যি ভালো হতে অনেক কিছু মেনে চলতে হয় কিন্তু খারাপ হতে কিছু লাগে না। বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু যথাযথ মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 5 months ago 

কথায় বলে মানুষের মধ্যে দৈত্য এবং দেবতা দুই বিশেষত্বই বর্তমান। শুধুমাত্র সময়ে বিশেষে তা প্রকাশ পায়। আপনি দারুণ সুন্দরভাবে এই পোস্টটি লিখলেন। ভালো হওয়া সত্যিই খুব কঠিন। উপরন্ত মানুষের খারাপ হতে সময় লাগে না। আসলে কখনো কখনো আমাদের খারাপ সত্তাটা ভালোর উপরে ঝাঁকিয়ে বসে।

 5 months ago 

জ্বি ভাই আপনি দারুন বলেছেন, আসলে ভালো হওয়া বা ভালো কিছু পাওয়ার খুবই কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

যথার্থই বলেছেন আপনি খারাপ হওয়া খুব সহজ কিন্তু ভালো হতো অনেক সময় লাগে। একজন মানুষ সারা জীবনের পরিশ্রম দিয়ে সারা জীবনের ভালো কাজগুলো দিয়ে তার ভালো দিকটা ফুটিয়ে তোলেন। চরিত্রের মধ্যে ভালো প্রভাবটা সবার সামনে তুলে ধরতে সময়ের দরকার হয়। কিন্তু মানুষের মধ্যে যতই ভালো গুণ থাকুক না কেন একটি মাত্র খারাপ কাজ করলেই পুরো ভালো গুণগুলো একেবারে ডুবে যায়।

 5 months ago 

জ্বি আপু আপনি সঠিক বলেছেন। মানুষকে দীর্ঘ দিনের অর্জিত সম্মান একটি খারাপ কাজের কাজের মাধ্যমে নষ্ট হয়ে যায়। আমারা অতীত খুব দ্রুত ভুলে যায় বর্তমানকে বেশি প্রাধান্য দেই।

 5 months ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে খারাপ হয়ে যাওয়াটা খুবই সহজ একটি বিষয়৷ যেকোনো ধরনের খারাপ কাজেই যেকোনো সময় জড়িয়ে যাওয়া যায়৷ সেই খারাপ সময়ের মধ্যে যে খারাপ কাজ আছে সেগুলো যেরকম মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় তেমনি সেই খারাপ কাজগুলো যখন ছেড়ে বের হয়ে আসতে চায় তখন আর কোনোভাবেই সেই খারাপ কাজ হতে বেরিয়ে আসতে পারে না৷ কারণ যেকোন ভাবেই সে তার ভালো কাজের মধ্যে ফিরে আসতে পারে না৷ কারণ বিভিন্ন কারণবসত সেই খারাপ কাজের ভিতর লিপ্ত থাকতে হয়৷

 5 months ago 

বাহ বেশ দারুন লিখেছেন ভাই আপনার মূল্যবান মতামত পড়ে বেশ ভালো লাগলো।

 5 months ago 

হ্যাঁ ভাইয়া মানুষের দুটি দিক থাকে ভালো এবং খারাপ। তবে ভালো হতে হলে মানুষ অনেক সাধনা এবং সময় ধরতে হয়। আর সুনাম অর্জন করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এবং খারাপ হওয়ার জন্য সময় লাগে না এক মিনিটে যথেষ্ট। তবে মানুষ ভালো হওয়ার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 5 months ago 

আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে ভালো কথাটা যতটা ছোট এর অর্জন করা ততটাই কঠিন। ধন্যবাদ আপু

 5 months ago 

আমাদের জীবনে খারাপ অভ্যাস গুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন সাথে মিশে যায়। আর ভালো অভ্যাস গুলো জীবনে আয়ত্ত করতে অনেক বেশি সময় লাগে। খারাপ অভ্যাস জীবনের সাথে যে কোন পরিবেশে মিশে যেতে পারে। কিন্তু ভালো অভ্যাস যেকোন পরিবেশে আমাদের জীবনের সাথে মিশে যায় না। খারাপ অভ্যাসগুলো আমাদের বজন করতে হবে আর ভালো অভ্যাস কষ্ট করে হলেও জীবনে ধারণ করতে হবে। তাহলে আমাদের জীবনে সফল আসবে। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।