স্পোর্টস রিভিউ: আল হেলাল ও আল আইনের মধ্যকার হাইভোল্টেজম্যাচ।

in আমার বাংলা ব্লগyesterday
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ২১ অক্টোবর ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ০৫ কার্তিক ১৪৩১ খ্রিষ্টাব্দ।

1000004675.jpg

1000004671.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আল হেলাল ও আল আইনের মধ্যেকার ম্যাচটি রিভিউ নিয়ে এসেছি। ম্যাচটা আমার কাছে দারুন লেগেছে। দুই দল অনেক সুন্দর খেয়েছে তাদের খেলা দেখে আমি পুরো মুগ্ধ। যদিও এই ম্যাচে অনেকগুলো গোল হয়েছে তবে সবগুলো গোল দেখার মতো। আমি মনে করি ফুটবলপ্রেমীদের এই গোলগুলো অনেক ভালো লাগবে। চলো তাহলে কথা না বাড়িয়ে রিভিউতে যাওয়া যাক।


ম্যাচ বিবরণী

২০শর্ট১৫
১০লক্ষ্য বস্তুতে শট০৬
৫৬%পজিশন৪৪%
৪০৭পাস৩৩৪
৮২%সঠিক পাস৭৮%
১০ফাউল ১৪
০১হলুদ কার্ড০৩
০০লাল কার্ড০১
০৪অফসাইড০০
১০কর্নার০৪
আল- হিলালের লাইন আপ

1000004691.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আল- আইনের লাইন আপ

1000004683.jpg

প্রথম অর্ধ

1000004692.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

রেফারির বাশিতে খেলা শুরু হয় দুই দল তাদের মতো করে খেলা শুরু করে। তবে প্রথম থেকেই বেশ টানটান খেলা লক্ষ্য করা যায় দুই দলের মধ্যে। খেলা ২৮ মিনিট গড়াতে না গড়াতেই প্রথম বলে দেখা পাই আল হেলাল। অসাধারণ একটি শটে রেনান লোডির পায়ের জাদুতে গোলের দেখা পায়। ১ গোলে এগিয়ে যায় নেইমারের আল হেলাল।

1000004690.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

গোল পরিশোধ দেওয়ার জন্য আল আইনকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৯ মিনিটের মাথায় সুন্দর একটি পাসে গোলকি রক্ষককে বোকা বানিয়ে জালে বল ঠেলে দেয় রহিমি। তার গোলেই সমতার ফেরে আল আইন। খেলা চলতে থাকে দুর্বার গতিতে।

1000004693.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

নিজেদেরকে এক ধাপ এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি আল হেলাল হাফ টাইম পার হয়ে দুই মিনিটের মাথায় হেড করে অসাধারণ একটা গোল করে সার্জেজ।

1000004694.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

এরপর কয়েক মিনিটের ব্যাবধানে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় আল হিলাল। লম্বা শট আর গোলরক্ষককে বোকা বানিয়ে আবারো জালে বল জড়ায় সেলিম। প্রথমার্ধের খেলায় ৩-১ ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয় অর্ধ

1000004695.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

হাফটাইমের উপরে দুই দল খুবই ভালো খেলতে থাকে তবে আল হেলালে থেকে আ আইন অনেক বেশি চাপ সৃষ্টি করে গোল করার জন্য। যেহেতু তারা দুই গোলে পিছিয়ে আছে তাই গোল করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। অবশেষে সফল হয় আল আইন দারুন একটি গোল করে সানাব্রিয়া।

1000004696.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

কিন্তু খেলা ২ মিনিট গড়তে না গড়াতেই আল হেলাল আবারো তাদের ব্যবধান বাড়িয়ে ফেলে চাপে পড়ে যায় আল আই। দ্বিতীয়বারের মতো আবারো বলে দেখা পাই সেলিম। ৪-২ গোলে এগিয়ে থাকে আল হেলাল। হ্যাটট্রিক করেন সেলিম।

1000004697.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

তবে সেই ব্যবধান কমিনে নিয়ে আসে রহিমি। দূর থেকে অসাধারণ একটি গোলে আর দলকে কিছুটা হলে স্বস্তি ফিরে নিয়ে আসে। গোল এসে দাঁডায় ৫-৩।

1000004699.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

ম্যাচের ৭৬ মিনিটের মাথায় মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

1000004697.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

ডি বক্সের ভেতরে ফাউল হওয়ার কারণে আল আইন একটি প্লান্টি পায়। প্লান্টি নিতে আসেন লাইনে প্লেয়ার রহিমি। নিখোতো দক্ষতার সাথে তিনি প্লান্টি মারের এবং সফল হন। এর মাধ্যমেই তিনি এই ম্যাচে হ্যাটট্রিক করেন। অবশেষে ৫-৪ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হেলাল।

ম্যাচ নিয়ে মন্তব্য

ম্যাচটি আমার দেখা অনেক ভালো ম্যাচ ছিলো। যদিও ম্যাচে অনেক গুলা গোল হয়েছে কিন্তু সব গুলা গোল ছিলো দেখার মতো। আমার কাছে অনেক ভালো লেগেছে। দীর্ঘদিন পর নেইমারকে মাঠে দেখে অনেক ভালো লাগলো। আশা করছি সে অনেক ভালো খেলা সবাইকে উপহার দিবে। যদি ও এই ম্যাচে তেমন একটা খেলতে পারিনি।


পোস্ট বিবরণ
শ্রেণীস্পোর্টস
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
চ্যানেলএএফসি হাব
স্ক্রিনশটইউটিউব
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

1000003559.png

1000003652.png