শ্রদ্ধেয় তনুজা বৌদির জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমার লেখা কবিতা।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ বৃহস্পতিবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের দিনটা আমার বাংলা ব্লগ পরিবারের জন্য অনেক বড় আনন্দের দিন কারণ আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির শুভ জন্মদিন। আজকের দিনটি বৌদির জীবনে এক বিশেষ দিন। এই দিনটা বৌদির জীবনে বার বার ফিরে আসুক সেই কামনাই করছি। বৌদির জীবন হোক সুন্দর ও সুমসৃণ। বৌদির মুখে যেনো সব সময় হাসি মাখা থাকে সেই কামনাই করি। হাসি যেন পৃথিবীর সব গন্ধরাজ ফুলের মতো মিষ্টি হয়ে ফুটে থাকে তার মুখে। বৌদির আপনার প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয় আর জীবনের প্রতিটি পথ হয়ে উঠুক শান্তি ও আনন্দের। আপনার জীবনের প্রতিটি দিন হোক রঙিন, আলোর ঝলকানিতে ভরে উঠুক তোমার চারপাশ। আপনার মন হোক প্রজাপতির মতো মুক্ত, আর হৃদয় হোক সুখের অনন্ত জোয়ারে ভরা। আপনার প্রতিটি সাফল্যে আমরা গর্বিত হই, আর মঙ্গল কামনায় আমরা আনন্দিত। আপনার দুই ছেলের জন্য আশীর্বাদ করছি ছেলেরা যেনো সুস্থ থাকে, বড় হয়ে তারা দুই জনেই মানুষের মতো মানুষ হোক। বড় হয়ে যেনো তারা আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে সেই দোয়া করি। আপনার সংসার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক। সকল প্রকার দূর্ভোগ দুর্দশা দূরে যাক। শুভ হোক জীবনের প্রতিটি ধাপ, আর সারা জীবন থাকো সুস্থ, সুখী এবং উজ্জ্বল।
আজকের দিন, সবার মাঝে,
আপনার নামে বাজে সুর।
শুভেচ্ছার ঢেউয়ে ভেসে,
আনন্দের এ কী নূর!
সূর্য ওঠে হাসি মুখে,
পাখি গায় গান।
আপনার জন্মদিন মানে,
খুশির কলতান।
স্মৃতির পাতায় জমা যত,
শত সুখের গল্প।
আজকে সেগুলো হয়ে যায়,
মিষ্টি স্বপ্নকল।
বন্ধু, প্রিয়জন সবাই মিলে,
আপনাকে ঘিরে বাঁধে মেলা।
আপনার হাসি, আলোর মতো,
ভরিয়ে দেয় সকল খেলা।
শুভ হোক আপনার জীবন,
হোক সুখময় এই পথ।
প্রতিটি দিন হোক রঙিন,
ভালোবাসায় ভরা হোক রত।
সমাপ্ত
পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাংআউট অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম আজকে আমাদের প্রতিষ্ঠাতা দাদার স্ত্রীর জন্মদিন। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ওনার শুভকামনা ও শুভেচ্ছা জানাই। উনি যেন পরিবারের সকল সদস্যদের মাঝে সুস্থ অবস্থায় হাসিখুশি ভাবে চলতে পারেন এটাই কামনা করি।
আমিও ঠিক একইভাবে জেনেছি ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আমাদের সকলের শ্রদ্ধেয় তনুজা বৌদির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করছি বৌদির সামনের দিকের দিন গুলো আরো বেশি ভালো কাটবে এবং সব সময় আমাদের মাঝে রয়ে যাবে। বৌদির জন্মদিন উপলক্ষে আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।
শুকরিয়া ভাই আপনার মূল্যবান অভিমত শেয়ার করার জন্য ভালো থাকবেন।
প্রথমেই আমাদের সবার প্রিয় বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বৌদির জন্মদিন উপলক্ষে অসাধারণ একটা কবিতা লিখেছেন আপনি। যে কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানালেন বৌদিকে। অনেক সুন্দর হয়েছে আপনারা এই কবিতাটা। এটাই কামনা করি বৌদি যেন নিজের ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকে।
বৌদি ভালো থাকবে এটাই আমাদের চাওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তেও অনেক ভালো লেগেছে। বৌদিকে খুব সুন্দর ভাবে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। আর আমার কাছে দারুন লেগেছে এককথায়।
বৌদিকে নিয়ে লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।