স্পোর্টস রিভিউ : রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার দুর্দান্ত ফুটবল ম্যাচ রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 days ago

div class="text-justify">

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি <<ওয়া বারাকাতুহু/আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ০২ ডিসেম্বর ২০২৪ ইংঃ রবিবার ।

বাংলায় ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।

1000007235.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের মধ্যেকার টান টান উত্তেজনা পূর্ন খেলাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল এর মধ্যেকার ম্যাচের রিভিউ করতে চলেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি কারণ ম্যাচের ভেতরে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুই দলই জয় পাওয়ার মতো করে খেলা করেছে। তবে সফল সেই হবে যে ফিনিসিং ভালো করতে পারবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।


দুই দলের লাইন আপ

স্ক্রিনশট নেওয়া হয়েছে।


ম্যাচেরর বিবরনী
রিয়াদ মাদ্রিদপারফর্মেন্সলিভারপুল
১৭শর্ট০৮
০৭শর্ট অন টার্গেট০৩
৬৩%বল পজিশন৩৭%
৬১৭পাস৩৬৬
৯১%সঠিক পাস৮৭%
১১ফাউল১০
০৩হলুদ কার্ড০৪
০০লাল কার্ড০০
০১অফসাইড০৩
০৮কর্নার০৫


1000007230.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল যেহেতু ভালো তাই খেলা খুব খেলছিল। আমার কাছে রিয়াল মাদ্রিদ লিভারপুল দুইটি দলের খেলা অনেক ভালো লাগে। প্রথম থেকে দুই দল একে অপরের সাথে চোখ চোখ রেখে দাপটের সাথে খেলা খেলছিলো। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি। তবে রিয়াল মাদ্রিদ ভালো খেলার পরও সুযোগ তেমন একটা তৈরি করতে পারেনি। লিভারপুল একটি সুযোগ তৈরি করলে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। একটি গোল হয়ে যাওয়ার মুখ থেকে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ।

1000007231.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলা চলতে থাকে দুর্বার গতিতে দুই দল পাল্টা আক্রমণ করতে থাকে কিন্তু কোন দলে তেমন সুবিধা করতে না পারার কারণে কোন গোল করতে পারেনি। আর এভাবেই গোল শূন্য অবস্থায় হাফটাইমের খেলা শেষ হয়ে যায়। হাফ টাইম শেষ হওয়ার ১০ মিনিট পর লিভারপুলের প্লেয়ার ম্যাক অ্যালেস্টারের পায়ে প্রথম গোলে দেখা পাই লিভারপুল। ০-১ গোলে এগিয়ে থাকে সালাহ র দল।

1000007232.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

গোল পরিশোধ করার সুযোগ পাই রিয়াল মাদ্রিদ, কারন তারা পেনাল্টি পাই কিন্তু সেই শুভ না সুযোগ হাতছাড়া করে রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার এমবাপে। গোল মিস করে বড় চাপের মুখে ফেলে দেয় দলকে।

1000007233.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এরপর পর পরই প্লান্টির সুযোগ পায় লিভারপুল। লিভারপুলের হয়ে প্ল্যানটি করতে আসে বিশ্বের অন্যতম তারকা প্লেয়ার মোহাম্মদ সালাহ। কিন্তু এমবাপ্পের মত সেও প্লানটিতে ব্যর্থ হয় কোন গোল পায়নি। এক পর্যায়ে খেলাটি অনেক জমজমাট হয়ে ওঠে। এক গোলে পিছিয়ে থাকার জন্য রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধ করার জন্য।

1000007234.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

কিন্তু সময় যত যাচ্ছে খেলাও তত শেষের দিকে চলে৷
আসছে তার কারণে লিভারপুলের থেকে রিয়াল মাদ্রিদের সাবটাই একটু বেশি এত তারা এক গোলে পিছিয়ে আছে তাই তারা বারবার আক্রমণ করতে যাচ্ছে কিন্তু কোন ভাবে কাজ করতে পারছিল না। অবশেষে রিয়াল মাদ্রিদ লিভারপুল এর কাছে আবারও একটি গোল খেয়ে বসে। এই গোলের মাধ্যমে লিভারপুল তাদের জয় নিশ্চিত করে।২-০গোলে জয় পাই লিভারপুল।


পোস্টের ধরনফুটবল ম্যাচ রিভিউ
পোস্টকারীমোঃ আশিকুর রহমান।
চ্যানেলএ ফুটবল
ফটো সংগ্রহইউটিউব
ডিভাইসগ্যলাক্সি এ ১৫
লোকেশনপাবানা


ম্যাচের ভালো মন্দ
ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুইটি দল খুবই সুন্দর খেলেছে তবে আমি আশা করেছিলাম রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জয়লাভ করবে। কিন্তু তারা ভালো খেলার পরও লিভারপুলের কাছে হার মানতে বাধ্য হয়। এদিকে লিভারপুল অনেক সুন্দর খেলা করেছে যার কারণে তারা জয় তুলতে সক্ষম হয়েছে তারা সুযোগ কম পেয়েছে কিন্তু কাজে লাগিয়েছে বেশি।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006181.webp

1000006184.png

1000006183.png

Sort:  
 2 days ago 

1000007382.jpg

1000007383.jpg

1000007384.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 hours ago 

সবকিছুতেই দেখছি রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে কিন্তু গোলের দিক দিয়ে লিভারপুল এগিয়ে। এত বড় দুটি দলের খেলা মানে বিশাল উত্তেজনাপূর্ণ ম্যাচ। অনেক সুন্দর একটি ম্যাচ রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 21 hours ago 

সব দিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের স্বাদ নিতে হয়েছে। শুকরিয়া ভাই যথাযথ মতামত শেয়ার করার জন্য।

 16 hours ago 

রিয়াল মাদ্রিদের হেরে যাওয়ার প্রধান কারণ ইনজুরি। আসলে একটি দলে গুরুত্বপূর্ণ প্লেয়ার গুলো ইনজুরি তে পড়লে । সেই দলের পারফরমেন্স খারাপ হবে এটাই স্বাভাবিক ।এমবাপের পেনাল্টি মিস না করলে ফলাফল অন্য কিছু হতে পারতো। যাইহোক, রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে শুভকামনা রইল।

 4 hours ago 

জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন তবে এমবাপ্পের প্লান্টি মিস করাটাই অনেক বড় ভুল। ধন্যবাদ ভাই যথার্থ মতামত শেয়ার করার জন্য।

 5 hours ago 

ম‍্যাচে রিয়াল মাদ্রিদ সেরকম কোন উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। একটা সহজ পেনাল্টি মিস করল এমবাপ্পে। আর সেরকম কোন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। কিন্তু লিভারপুল দারুণ খেলেছিল যার ফলশ্রুতিতে জয়টা পেয়েছে তারা।

 4 hours ago 

এমবাপ্পের মতো ভালো প্লেয়ারের কাছে এটা আমরা আশা করিনি। তবে সে ম্যাচের ভেতর আরো ভালো খেলা দেখাতে পারতো। রিয়াল মাদ্রিদ তার কপাল খারাপের জন্য হেরেছে।