You are viewing a single comment's thread from:

RE: ঘরের পাঁজরে ইতিহাস ফিসফিস কথা কয়।। আমার জন্মভিটে নিয়ে দু'চার কথা

in আমার বাংলা ব্লগ10 months ago

আপনার এই পোস্টটা অতি চমৎকার হয়েছে। ছোটবেলার অতীত, ইতিহাস আর পারিবারিক বাড়িঘর গোড়াপত্তনের পরম্পরা এত সুন্দর করে তুলে ধরেছেন, পড়েই খুব ভালো লাগলো।

পোস্টটি আপনি স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। তবে ভালো লাগলো প্রকৃতি সান্নিধ্য, বেশ পুরনো আমলের স্থাপত্যরীতি আর শৈল্পিক গাথা এই লেখায় বর্ণনা করেছেন।

শৈশবের স্মৃতিচারণ দারুণ ছিল আর আশা করি আপনি এভাবেই আমাদের মাঝে নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে চলেন। শুভকামনা রইলো অনেক আর অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ ।

Sort:  
 10 months ago 

প্রথমের অনেক ধন্যবাদ জানাই। আপনি আমার এতোখানি পোস্ট ধৈর্য্য ধরে পড়েছেন৷ খুব আনন্দ পেয়েছি৷

পোস্টটি তো অবশ্যই আমার সুখস্মৃতি৷ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে৷

এভাবেই পাশে থাকবেন৷ ভালো থাকবেন ঈশ্বরের কৃপায়৷

 10 months ago 

আমি সবসময়ই আপনার পোস্ট ধৈর্য্য ধরে পড়ি। এক ধরণের জাদু আছে আপনার লেখায় ও ভাবনায় যার লহমা ও ধুয়া শেষ হতে চায় না।
এটি সবার থাকে না, তাই আপনার লেখা পড়ে আমিও বেশ বাংলার রূপপ্রকৃতির প্রতি মোহাবিষ্ট হই।
জীবনের নিত্তনৈমিত্তিক ঘটনাপ্রবাহ কতটা ব্যাক্তিপর্যায়ের তা শুধু অনুভবের নিগড় থেকে বোঝা যায়। আশা করি, এ ধরণের লেখা আরো পড়ার সৌভাগ্য হবে।
শুভকামনা জ্ঞাপনের জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।
👋

 10 months ago 

এমন অনুপ্রেরণা পেলে আরও লিখে যেতে মন চায়৷ ভালো থাকবেন সর্বদা৷