আমার ফটোগ্রাফি পর্ব - ৫৭ \\ ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


1000001977.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


1000001970.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম খুব সকালে। সারাদিনের থেকে সকালের পরিবেশটা এবং সৌন্দর্যটা একটু ভিন্ন হয়। বিশেষ করে সকালটি হয় যদি শীতের সকাল। ঠান্ডা আবহাওয়া সাথে শিশির ভেজা ঘাস। চারিদিকের কুয়াশামাখা পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আর যদি পূর্বাকাশে সূর্যমামা উঁকে দেয় তাহলে তো কোন কথাই নেই। আশা করি আমার এই সকালের ফটোগ্রাফিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে।

1000001971.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • এইতো কিছুদিন আগে এখানে ফসল ছিল এখন সেটা কেটে ফেলে নতুন করে আবার জমি চাষ দেয়া হয়েছে। অন্য একটি ফসল ফলানোর জন্য। এমন পরিবেশ শুধুমাত্র গ্রামেই দেখা যায়। বিকেলে জমির আল ধরে হাঁটতে খুবই ভালো লাগে। এইতো কিছুদিন আগে বিকেলে মাঠে হাটাহাটি করার সময় এই ফটোগ্রাফিটি তুলেছিলাম। বিকেলে চারিদিকের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে।

1000001972.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • এই জমিতে কিছুদিন আগে ধান ছিল। ধান কেটে ফেলানোর পরে এখন একই জমিতে খেসারি বোনা হয়েছে। একই মাঠে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়ে থাকে। কৃষক অনেক কষ্টে জমিতে ফসল ফলিয়ে থাকে এবং আমরা ঘরে বসে আরাম-আয়েশে সেগুলো খাই অনেকেই আছে তাদের কষ্টের মূল্য দিতে আমরা জানিনা। আসলে আমাদের কাছে সবথেকে আসল হিরো কৃষকরা। তারা জমিতে ফসল না ফলালে আমরা হয়তো বা খেতেই পারতাম না।

1000001973.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • শীতের রাতের শহর। মাঝে মাঝেই রাতে বাইক নিয়ে বের হওয়া হয় চা খাওয়ার উদ্দেশ্যে। রাতে বাইক নিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তেমনি করে কয়েকদিন আগে গিয়েছিলাম বন্ধুরা মিলে বাসস্ট্যান্ডে চা খেতে। শীতের রাত চারিদিকে কুয়াশা মাখা পরিবেশ। রাস্তার ধারে বসে টং দোকানে চা খেতে বেশ ভালোই লাগছিল। আগে প্রায় প্রতিদিনই যাওয়া হতো এমন চা খেতে কিন্তু এখন মাঝে মাঝে যাওয়া হয়ে থাকে বিভিন্ন ব্যস্ততার কারণে।

1000001974.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • আমাদের বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে বিভিন্ন ধরনের লতাপাতা এবং ঘাসের গাছ দেখে থাকি আমরা। এসব লতা পাতায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। এখন আপনারা আমার ফটোগ্রাফিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি জানিনা এ ফুলের নাম কি। হঠাৎই সেদিন সকাল বেলা এই ফুলটি আমার চোখে পড়ল। এজন্য ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি এই ফুলটির নাম আপনারা জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।

1000001975.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • শীতের সকালে শিশির ভেজা ঘাস। শিশির ভেজা ঘাস দেখতে দারুন লাগে। এই শিশির ভেজা ঘাস নিয়ে অনেক কবিতা গান আছে এতেই বোঝা যায় সবার কাছে অনেক ভালো লাগে এবং পছন্দের শিশির ভেজা ঘাস। এমন শিশির ভেজা ঘাস বা পরিবেশ শুধুমাত্র আমার মনে হয় গ্রামেই দেখা যায়। বিশেষ করে শীতের সকাল। আমার সবসময়ই শীতের সকাল বেশি পছন্দের কারণ শীতের সকাল সবসময়ই অনেক সুন্দর হয়ে থাকে। আশা করি আমার এই শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 6 days ago 

আজকে আপনি খুব সুন্দর ছয়টি এলোমেলো ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। এবং শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফিটি আমার কাছে একটু বেশি ভালো লাগলো। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 days ago 

1000001979.jpg

1000001980.jpg

1000001981.jpg

 6 days ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল ভাইয়া। বিশেষ করে শেষের দুইটি ফটোগ্রাফি এবং সূর্যের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

আপনার ফটোগ্রাফি ৫৭ তম পর্ব, ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সূর্যের এবং শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো।

 6 days ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি এত বেশি সুন্দর হয়েছে যে, কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। আমি তো আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। তবে প্রথম ফটোগ্রাফিটা সব থেকে বেশি দারুন ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 6 days ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সকালের সূর্যোদয় এবং ফসলের মাঠের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাইয়া। সুন্দর এবং মনোমুগ্ধকর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ঠিক বলেছেন ভাইয়া সারা দিনের থেকে সকালের মুহূর্তটা যেন খুবই সুন্দর। সকালে সূর্য ওঠার দারুন একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো। এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

ভাই আপনার ফটোগ্রাফি মানে ভিন্ন কিছু। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক চমৎকারভাবে ক্যাপচার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সব সময় আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। প্রত্যেকটা ফটোগ্রাফি বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 6 days ago 

আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন।প্রতিটি দৃশ্যের ক্যাপচার খুবই চমৎকার ভাবে করেছেন আপনি।এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন খুবই সুন্দর দেখা যাচ্ছিল৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি এতটাই দক্ষতার সাথে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ তার মধ্যে শীতের সকালের ফটোগ্রাফি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷