আমার ফটোগ্রাফি পর্ব - ৫৬ \\ ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20250203_164154261.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


IMG_1325-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • যখন নদীতে পানি থাকে তখন নদীর পাড় দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। বর্ষার সময় চারদিকের পরিবেশ টা খুবই ভালো থাকে মেঘের অন্যরকম দৃশ্য আরো মনোমুগ্ধকর লাগে। চারিদিকে পাখিদের ডাক এবং চারিদিকে পানির এক অন্যরকম দৃশ্য।

IMG_0053-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • যাদের নদীর পাশে বাড়ি তারা আশা করি এমন দৃশ্য দেখেছেন। এখনকার প্রজন্ম হয়তোবা এমন দৃশ্য সম্পর্কে কোন ধারণা নেই। নদীর পানিতে যখন এক ঝাক হাঁস ভেসে বেড়ায়। দেখতে দারুন লাগে আমার মনে হয় না এমন দৃশ্য কারো অপছন্দ হতে পারে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যখন হাঁসগুলো সারিবদ্ধ ভাবে ভেসে বেড়ায় নদীর ওই বিশাল দেহের উপরে। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে।

IMG_1225-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • বর্ষার সময় নদীতে বিভিন্ন আকৃতির নৌকা চলে থাকে। কিছু নৌকা আছে হাত দিয়ে চালাতে হয় আবার কিছু নৌকা আছে ইঞ্জিন চালিত। অনেক সময় দেখা যায় অনেক ছোট নৌকাতেও ইঞ্জিন লাগানো থাকে এবং অনেক দ্রুত ওই নৌকাগুলো চলতে পারে। ওই নৌকাগুলোতে বেশি হলেও দুই তিন জন চড়া যায়। ছোট নদীগুলোতে এমন নৌকার মাধ্যমেই জেলেরা মাছ শিকার করে থাকে। এই নৌকা চালানোর দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG_1226-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • মেঘ এবং নদীর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে বিকেলের দিকে যখন রক্তের মত লাল হয়ে থাকে আকাশটা এবং সেটা নদীর বুকে প্রতিচ্ছবির মতো লাগে দেখতে। মনে হয় আকাশ নেমে এসেছে নদীর বুকে। আর যখন সূর্য মামা অষ্ট যায় তখন মনে হয় নিমিষেই নদীর বুকে হারিয়ে গেল।

IMG_1326-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • বর্ষার সময় খেটে খাওয়া নদীর পাড়ের মানুষের ইনকামের প্রধান সোর্স হল নদী। তাদের রুজি রুটি সবকিছুই নির্ভর করে নদীকে ঘিরে। তারা অন্যান্য সময়ে যে কাজ করে থাকুক না কেন বর্ষার সময় তাদের প্রধান কাজ হয় নদী থেকে মাছ শিকার করা এবং সেই মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। তেমনি এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারছেন একটি কৃষক তার সারা দিনের কাজ শেষ করে ছোট্ট একটি নৌকা নিয়ে ঘরে ফিরছে।

IMG_1334-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

  • বর্ষার সময় নদীর এক এক সময় এক এক রকম দৃশ্য আমাদের চোখে পড়ে। তেমনি এই ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন এক পাশে আসারের কালো মেঘ এবং বৃষ্টি হচ্ছে অন্যদিকে কি অপরূপ রঙিন আকাশ। বর্ষার সময় প্রতিনিয়ত মেঘের দৃশ্য পরিবর্তন হয়। এই বৃষ্টি আবার এই রোদ দেখা যায়। বর্ষার সময় এই জন্য আমার খুবই ভালো লাগে।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অসাধারন লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।

 2 months ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। নদী এলাকাতে সময় অতিবাহিত করতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর এমন সুন্দর জায়গায় সময় অতিবাহিত করলে ফটোগ্রাফি করতে যেন খুব বেশি পরিমাণে ইচ্ছা হয়।

 2 months ago 

আপনি দারুণ দারুণ ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন ভাই। ভিন্ন ভিন্ন ধরনের চমৎকার এ ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা এমন চমৎকার চিত্রগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো।

 2 months ago 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম সুন্দর প্রকৃতির রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই।

 2 months ago (edited)

আজকে আপনার তোলা সবগুলো প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই চমৎকার বর্ণনা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন আপনি। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

এক কথায় বলতে ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভরে গেল।প্রকৃতির সৌন্দর্য আসলেই অনন্য। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি মন ছুঁয়ে গেছে। প্রকৃতির মনোরম দৃশ্যের এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ছয়টি ছবি নিয়ে দারুণ একটি অ্যালবাম সাজিয়েছেন।ফটোগ্রাফি গুলো দেখতে অপূর্ব লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখে চোখ ফেরাতে পারছি না।মেঘ নদীর দৃশ্য আকাশ সব কিছু অপূর্ব সৌন্দর্য লুকিয়ে ছিল ফটোগ্রাফির ভিতরে। ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া আপনি iphone দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফিগুলো প্রাকৃতিক পরিবেশ আর আকাশের চিত্র হওয়ায় অনেক দেখার মতো। এই জাতীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। আমারও অনেক পছন্দের। প্রকৃতি থেকে ফটোগ্রাফি করতে যেমন ভাল প্রকাশই তেমনি শেয়ার করতে পছন্দ করি।

 2 months ago 

এত চমৎকার প্রকৃতি তার মধ্যে আবার আইফোন দিয়ে ফটোগ্রাফি। ফটোগ্রাফি তো দুর্দান্ত হবেই। আর তার মধ্যে যদি থাকে আর ভালো দক্ষতা তাহলে তো কথাই নেই। আজ আপনার ছয়টি ফটোগ্রাফিই অসাধারণ হয়েছে ভাইয়া। প্রতিটা ফটোগ্রাফি এতটাই মুগ্ধ করেছে যে, আর কিছু বলার নেই। শুধু একটা কথাই বলব আপনি একজন দুর্দান্ত ফটোগ্রাফার।

 2 months ago 

Guest Blogger হিসেবে কাজ করলেও নিয়মিত PUSS Task সম্পন্ন করে স্ক্রিনশট শেয়ার করতে হবে, টুইটার প্রমোশনেও এ্যাকটিভ থাকতে হবে। না হলে পোষ্ট কিউরেশনে যাবে না। ধন্যবাদ

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বিষয়টি অবগত করার জন্য। আমি নেক্সট পোস্ট থেকে সব নিয়ম গুলো মেনে পোস্ট করব।