You are viewing a single comment's thread from:

RE: আগামী মাসে অনুষ্ঠিতব্য "আমার বাংলা ব্লগের" বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের কী সাজেশন ?

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ আজ থেকে প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত কমিউনিটি স্টিম থেকে নিজেকে যখন গুটিয়ে নিচ্ছিলাম তখনি আশার আলো জেলে আসল আমার বাংলা ব্লগ।আর শুরু থেকে কাজ করছি একটা আলাদা ভালোবাসা টান থাকছেই এই কমিউনিটির প্রতি আর দাদা আপনি প্রতিনিয়ত এখানে আমাদের এক্সাইটমেন্ট বারাচ্ছেন।আশা করি আগের থেকে এবারেএ আয়োজন অনেক ভাল এবং বড় পরিসরে হবে।

★ প্রথম দিন, যেহেতু এটা ৩ বছর পূরতি অনুষ্টান হবে তাই প্রতিটা এডমিন মডারেটর এছাড়াও পুরাতন যারা একদম সুচনা লগ্ন থেকে এখানে আছে সবার অনুভূতি শোনা যেতে পারে এবং সকল ইউজারদের অভিব্যক্তি জানতে হবে।

★ আমাদের কমিউনিটি নিয়ে সবার মতামত পরিকল্পনা এবং একটা গেম খেলা যেতে পারে সবার সাথে

এরপরে শেষ দিন দাদা আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের এই অনুষ্ঠান টা সৃতি হিসাবে রাখতে একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে।