নাটক রিভিউ ✌️

in আমার বাংলা ব্লগ4 days ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামঘাওরা মজিদ
পরিচালকশামিম জামান
লেখকআকাশ রঞ্জন
অভিনয়েমোশাররফ করিম,শামিম জামান,জাকিয়া বারি মম,জুই করিম,
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪৪
রিলিজ২০১৮

নাটক লিংক


কাহিনি সংক্ষেপ

1000043456.jpg

1000043457.jpg

1000043458.jpg

এই নাটকটা বেশ কয়েকটি খন্ডে করা হয়েছে আজকে শেয়ার করবো প্রথম খন্ড।এই খন্ডে মজিদের বিয়ের জন্য একটা মেয়ে দেখা হয়। মেয়ের বাবা ঘটকের কাছে একটা শর্ত দিয়ে দেন যে তার মেয়েকে বিবাহ করবে তাকে ৫০০ টাকার একটা স্টম্প এ সাক্ষর দিতে হবে এবং চারিত্রিক সনদ পত্র লাগবে।

ঘটক মজিদের কাছে এগুলা বললে মজিদ ঘটক কে চলে যেতে বলে।মজিদের বন্ধু মেয়ের ছবি দেখে বলে যে আমি নিজের বিবাহ করবো ঘটক বার বার মজিদ কে বলে ভাই আপনে ছবিটা দেখেন।একসময় মজিদ ছবি দেখে আর রাজি হয়ে যায় আর তার বন্ধুকে বলে তোরে তো আমি পরিক্ষা করছিলাম রে।তুইতো চরিত্রহীন। এরপরে তাকে দোরানি দেয়।আর ঘটকের কানে ফুসলায় যে মজিদ একজন ঘাওরা লোক।

1000043460.jpg

1000043461.jpg


সব শর্ত মেনে অবশেষে বিয়ে হয়।বিয়ের প্রথম রাত থেকেই মজিদ বউকে বসে আনার জন্য খুব রুক্ষ ব্যবহার করতে থাকে এটা করার কারণ হলো যাতে বউ তার কথায় উঠে আর বসে কোনো প্রশ্ন না করতে পারে।কিছুদিন পরে এই অত্যাচার সহ্য করতে না পেরে বউ তার বাবাকে আসতে বলে নিতে বাবা এসেই আগে চেয়ারম্যান এর কাছে যান। চেয়ারম্যান বলেন ওর সাথে বিয়ের আগে খোজ খোবর নিবেন না।বউ এর বাবা বলেন খোজ তো আপনার কাছেও নিয়েছি চারিত্রিক সনদ এর মাধ্যমে।। চেয়ারম্যান তখন বলে যে এটাতো সবাইকে দিতে হয়।একজন সাধারণ মানুষকে যে চারিত্রিক সনদ দি একজন চোর কেও সেটাই দি।


1000043463.jpg

মজিদ অনেক মাফ চেয়ে আরেকবার সুযোগ চায় এবং তার সশুর তাকে আরেকবার সুযোগ দেয় এখানেই নাটক শেষ।


নিজের মতামত

নাটকের মধ্যে একটা শিক্ষনীয় জিনিস হলো আমরা ইউনিয়ন পরিষদ গুলোতে দেখি একজন চোর ও যদি চারিত্রিক সনদ চায় তার চরিত্র কেও পবিত্র করা হয়।কারণ সরজমিনে কোনো তদন্ত না করেই এটা দেওয়া হয়।অথচ একজন মানুষের চারিত্রিক সম্মান যে কতোটা উপরে থাকে সেটা হয়তো মানুষ জানেই না।সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আসলে এই নাটকটি আমার দেখা। এই নাটকটি যখন আমি দেখছিলাম তখন আমার খুব মজা লাগছিল। একমাত্র বাংলাদেশে নাটকে এত সুন্দর সুন্দর গল্প তুলে ধরা হয়। বিশেষ করে মোশারফ করিমের অভিনয়টা একদম অসাধারণ ছিল। যাইহোক আপনি কিন্তু সম্পূর্ণভাবে এই নাটকটি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 4 days ago 

বেশ চমৎকার একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। নাটক দেখার খুব একটা সময় পাইনা তবুও চেষ্টা করি মাঝে মাঝে নাটক দেখার জন্য। নাটকের গল্পটি আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।