লেভেল ৩ হতে আমার অর্জন -by @arpita007 ||তারিখ:০৮-১১-২০২৪|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% abb-school কে

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুয়ালাইকুম/আদাব 🌼 কেমন আছেন আমার বাংলা ব্লক কমিউনিটির সকল বাংলাদেশী এবং ইন্ডিয়ান বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি লেভেল ৩ এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষামূলক পোস্ট করছি। লেভেল ৩ এর প্রফেসরদের ক্লাস থেকে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখতে পেরেছি সেই অনুযায়ী লেভেল ৩ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চেষ্টা করবো।


1000017737.jpg

লেভেল ৩ এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিম্নে বর্ণিত করা হলো:

১. মার্কডাউন কি?

উওর: মার্কডাউন হলো নির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরমেট যা লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ‌।

২.মার্কডাউন কোর্ডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: মার্কডাউন বলতে বুঝি একটি বিষয়কে পাঠকের সামনে সৃজনশীল ভাবে ও আকর্ষণীয় রূপে উপস্থাপন করার পদ্ধতি।

নিম্নে মার্কডাউন কোডের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো:

১. লেখাকে সেন্টারে আনতে চাইলে সেন্টার কোড ব্যবহার করতে হবে।
২. লেখাকে বোল্ড অথবা ইটালিক করা।
৩. লেখাকে টেবিল হিসেবে প্রকাশ করতে চাইলে টেবিল কোড ব্যবহার করতে হবে।
৪. কোন লেখাকে সিরিয়ালি লিখতে অথবা লাইন সমান করতে চাইলে জাস্টিফাই কোড ব্যবহার করতে হবে।
৫. লেখার হেডিং ছোট অথবা বড় করতে মার্কডাউন ব্যবহার করা।

৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তর: মার্কডাউন কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কোডগুলোকে দৃশ্যমান করার জন্য কোড গুলার পূর্বে চারটি স্পেস ব্যবহার করতে হবে।

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর:

|User|Post|Steem power|
|----|----|----|
|User 1|10|500|
|User 2|20|9000|

দৃশ্যমান ফলাফল নিম্নরূপ

UserpostSteem Power
User 110500
User 2209000

৫.সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উওর: [সোর্স ](লিংক বসাতে হবে)
উপরের পদ্ধতিটি ব্যবহার করে আমরা দুটি কাজ করতে পারবো এক সোর্স উল্লেখ করতে পারবো ,দুই হাইপারলিং তৈরি করতে পারবো।

মার্কডাউন কোডটি নিম্নরূপ:

[লোকেশন এর নাম](লোকেশন এর লিংক)

দৃশ্যমান ফলাফল :

লোকেশন এর নাম

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডারগুলোর কোড লিখুন?

উওর:

মার্কডাউন কোড নিম্নরূপ :

#Header  1 (খুবই বড় সাইজ)
##Header  2 (বড় সাইজ)
###Header  3 (মিডিয়াম সাইজ)
####Header  4 (ছোট সাইজ)
#####Header  5 (খুব ছোট সাইজ)
#####Header  6 (টিনি সাইজ)

দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:

Header 1 (খুবই বড় সাইজ)

Header 2 (বড় সাইজ)

Header 3 (মিডিয়াম সাইজ)

Header 4 (ছোট সাইজ)

Header 5 (খুব ছোট সাইজ)
Header 6 (টিনি সাইজ)

৭. টেক্সট জাস্টিফাই মার্ক ডাউন করতে লিখুন?

উওর: মার্কডাউন কোডটি নিম্নরূপ:

<div class = " text-justify">......<\div>

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত?

উওর: কনটেন্টের টপিকস নির্বাচনে যেসব বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত তা হলো: দক্ষতা ,সৃজনশীলতা, অভিজ্ঞতা ইত্যাদি।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?

উওর: কোন টপিকস এর উপর ব্লক লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ:
আমরা যদি কোন টপিকস নিয়ে ব্লক লিখতে চাই তাহলে সেই বিষয়ের উপর আমাদের জ্ঞান থাকার পাশাপাশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা জরুরী। কারণ কোন বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে আমরা সুন্দরভাবে ব্লগে উপস্থাপন করতে পারব না। এজন্য আমাদের কোন কন্টেন্ট লেখার আগে সে বিষয়ের উপর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা জরুরি।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $[USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

উওর: একটি পোস্টের মোট ভোটের ৫০% অথর এবং ৫০% কিউরেটর পেয়ে থাকে।তাই এখানে আমি $7 ভোটের অর্ধেক অর্থাৎ 3.5 $ সমমূল্যের( SP)কিউরেশন রেওয়ার্ড হিসেবে পাবো। এখানে দেওয়া আছে স্টিম কয়েনের মূল্য 0.50$ সেহেতু (3.5$÷0.50 =7 SP) কিউরেশন রিওয়ার্ড পাবো।

১১. সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উওর: পোস্ট পাবলিশ হওয়ার ৬ মিনিট পর যে সবার আগে ভোট দিবে সে সবোর্চ্চ কিউরেশন রেওয়ার্ড পাবে এবং ৬-১২ ঘন্টা পর ভোট দেয়ার যাবে না।

১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উওর: নিজে কিউরেশন করলে বেশি আয় হবে না কারণ নিজে কিউরেশন করলে ২/৩ সেন্ট এর বেশি কিউরেশন রিওয়ার্ড আসে না। অন্যদিকে @Heroism এ ডেলিগেশন করলে বেশি আয় হবে কেননা @Heroism সবসময় ভালো কন্টেন্টগুলো খুঁজে ভোট দেয় ফলে আমরা বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পেয়ে থাকি।

পরিশেষে বলবো,আজকে আমার লেভেল ৩ এর লিখিত পরীক্ষা এই পর্যন্ত। লেভেল ৩ এর লিখিত পরীক্ষায় কোন ভুলত্রুটি হলে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। যাতে ভুলগুলো সংশোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 2 months ago 

আপনার লেভেল তিনের লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল তিনের প্রতিটি বিষয় ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে, ক্লাসের মধ্যে মনযোগ সহকারে ক্লাস করলে বিষয় গুলো খুবই সহজেই বোঝা যায়। আশা করছি আপনি সামনের ক্লাস গুলো ও ভালো ভাবে শেষ করবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

লেভেল তিন পরীক্ষায় আপনার অংশগ্রহণ এবং অর্জন দেখে বেশ ভালো লাগলো ৷ আসলে এই প্ল্যাটফর্মে সুন্দর ভাবে কাজ করার জন্য এবিবি স্কুলের প্রত্যেকটা লেভেল খুবই গুরুত্বপূর্ণ ৷ আজ আপনি লেভেল তিন সম্পর্কে যথেষ্ট ভালো লেখেছেন ৷ আশা করি লেভেল তিনের এই বিষয় গুলো বুঝতেও পেরেছেন ৷ আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আপনার অংশগ্রহণ ৷ আশা করি লেভেল তিনের প্রফেরস বিষয়টি দেখে আপনাকে লেভেল চারে পাঠাবেন ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

লেভেল তিনের পরীক্ষায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালই লাগলো। আপনাকে শুভকামনা জানাই। লেভেল তিনের এই মার্কডাউন চ্যাপটার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মার্কডাউন ভালো করে না শিখলে পোস্ট কখনোই সুন্দর হয় না দেখতে। এছাড়াও এই লেভেলে কিউরেশন সম্পর্কে আইডিয়া দেওয়া হয়। দীর্ঘ সময় এখানে কাজ করার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লেভেল থ্রির প্রফেসর সিয়াম অত্যন্ত যত্ন সহকারে বুঝিয়ে দেন। আশা করব তাড়াতাড়ি বাকি লেভেলগুলো পাশ করে আপনি ভেরিফাইড হয়ে যাবেন।

 2 months ago 

ধন্যবাদ আপু।