বৃষ্টিস্নাত ক্যাম্পাস | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।আজ ভার্সিটিতে থাকা অবস্থায় বেশ বৃষ্টি হয়েছিল।
আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত আছি।আজকে আমার দুইটা ক্লাস ছিল।একটা ছিল সকাল ৯.৫০ থেকে , অন্যটা ছিল ১২.৩০ থেকে। আমার বাসা থেকে ভার্সিটি মোটামুটি ভালোই দূরে।যেতে আমার প্রায় ১.৫/২ ঘণ্টা লাগে।তাই আজ খুব সকাল সকাল উঠে বাসা থেকে বের হয়ে যায়।তবে আজ রাস্তায় যা জ্যাম ছিল তা আমি মোটেও আশা করি নাই ।সকালে এত জ্যাম থাকে রাস্তায় দেখে আমার খুব বিরক্ত লাগছিলো।

1000007423.jpg



ছবিটি তুলেছিলাম সকাল প্রায় ৯ টার দিকে। কিন্তু রাস্তার অবস্থা দেখলে ঠিক তা বুঝা যায় না। তারপরও ক্লাস শুরুর ২ মিনিট আগে পৌঁছাইতে পারছি । তারপর ক্লাস শেষ করে আমাদের ভার্সিটি ক্যান্টিনে যায় সকালের নাস্তা করতে। নাস্তা শেষ করে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে।তবে সকালে আকাশে তেমন কালো মেঘ ছিল না। যাদের পরে ক্লাস ছিল অনেকই দেখে বৃষ্টিতে প্রায় সম্পূর্ণ ভিজে গেছে আসতে আসতে।তারপর গ্যালারিতে গিয়ে দেখি অনেকই বৃষ্টিতে ভিজতেছে।আমাদেরও ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমাদের আরও একটা ক্লাস ছিল বিধায় আর ভিজি নাই তবে বৃষ্টি আসাতে সবাই অমরা বেশ খুশি হয়েছি

1000007452.jpg



ছবিটি ক্যাম্পাসের বাইরের রাস্তার।অনেকই দেখছিলাম ভিজে ভিজে আসতেছে।তারপর ক্লাস শেষ করে আবার একটু সবার বৃষ্টি বিলাশ দেখি ।তাদের প্রাইভেসী ধরে রাখতে কারো ছবি তুলি নাই বৃষ্টিতে ভিজার।তারপর বৃষ্টি শেষ হলে বাসার দিকে রওনা দিই।তবে বৃষ্টি শেষ হওয়ার পর পরই প্রচুর গরম পরে।মনে হচ্ছিল বৃষ্টি আরও গরম বাড়িয়ে দিয়েছে ।বৃষ্টির পর যে সবাই একটু ঠাণ্ডা হবে তেমন কোনো লক্ষণই ছিল না । যাই হোক সবই আবহাওয়ার পরিবর্তনের কারণে হচ্ছে । বৃষ্টি শেষ হওয়ার ১ ঘণ্টা পর আবার আকাশে মেঘ করেছিল।তবে কোনো লাভ হয়নি ,বৃষ্টি আর আসে নি ।এই ছিল আজকে ক্যাম্পাসের বৃষ্টি বিলাস।বৃষ্টি খুব বেশি স্থায়ী হয়নি ।তবে যেটুকু সময় যাবৎ ই ঝরেছে সকলেই তাতে বেশ আনন্দিত হয়েছে। দিনটি ভালোই কেটেছে বৃষ্টি,গরম মিলিয়ে।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন।গাছ লাগানোর মাধ্যমে যেনো আবার আবহাওয়ার পরিবর্তন মানুষের অনুকূলে চলে আসে আমাদের সেই চেষ্টাটাই করতে হবে। সকলের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵

Sort:  
 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য। আমি ও কলেজে যেতে নিলে কোনো না কোন ভাবে দেরি হবেই। হয় আমার দেরী হয় না হয় জ্যাম লাগে।আর বৃষ্টি হলেতো অটো পাই না।

 11 months ago 

জ্বি ভাই। আমারও ভার্সিটি যেতে কোনো না কোনো জায়গায় জ্যাম এ পরে দেরি হয়ে যায়।বৃষ্টি হলে আবার বাসে উঠতে উঠতে শরীল ও ভিজে যায়।
অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

আজকের বৃষ্টিস্নাত ক্যাম্পাসটি একদম উপভোগ করার মতো ছিলো। খুব বেশিক্ষণ বৃষ্টি স্থায়ী না হলেও যতটুকু সময় ছিলো আমরা অনেক উপভোগ করেছি। অনেক শুভকামনা রইলো তোর জন্য।

 11 months ago 

যথার্থ বলেছিস বন্ধু।বৃষ্টি বেশি সময় স্থায়ী না হলেও যতটুকু সময় ঝরেছে আমরা তাই উপভোগ করেছি। অসংখ্য শুভকামনা রইলো তোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বৃষ্টি হয়েছিল এমন একটি মুহূর্তে আপনি আপনাদের ক্যাম্পাসের নিকট থেকে অনেকগুলো ফটো ধারণ করেছেন। মাঝেমধ্যে এমন বৃষ্টি হলে বেশ ভালো লাগে। কিছুক্ষণ আগে আমাদের এখানেও বৃষ্টি হয়ে গেল ঢাকা বিশমাইলে।

 11 months ago 

জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন, মাঝে মধ্যে বৃষ্টি হলে ভালোই লাগে।তাও যদি হয় ক্যাম্পাসে তাহলে আরো ভালো লাগে এবং সবার সাথে সেটা উপভোগ করা যায়।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।