ফুলের সৌন্দর্য
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, ভালো আছি।নতুন একটি টপিক নিয়ে আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম।আজকে আপনাদের সামনে কয়েকটি ফুলের গুনাগুন বর্ণনা করবো।
সবুজ শ্যামল বাংলাদেশ
রূপের তার নেই শেষ।
সবুজ প্রকৃতির সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে ফুল।রুপ,গুন দিয়ে সকলের মন জয় করে নিতে পারে।এটাকে শুধু সৌন্দর্যের ধারক বললে হবে না,ববং মানুষের আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যম।আমদের চারপাশে ছোট -বড় নানা প্রজাতির ভুল ফুটে থাকে।একটি ফুলের রয়েছে এক-একটি বৈশিষ্ট্য।
ফুল প্রেমি মানুষ সুন্দর হয় গুরুজনেরা বলেন।আমি কত টা সুন্দর জানি না কিন্তু ফুল প্রেমি।ফুল দেখলেই তাহার সৌন্দর্য উপভোগ করি।ফুলকে ফ্রেমে বন্দি রাখি।আজ আপনাদের সাথে আমার পরিচিত কয়েকটি ফুল নিয়ে কথা বলবো।
ফুলের ফটোগ্রাফি
||
|
|
১.প্রথমেই আসি জবা ফুল নিয়ে।লাল রক্ত জবা সবাই কম বেশি নাম শুনেছি।দেখতে রক্তের বর্ন রয়েছে বলেই নাম লাল রক্তজবা।ফুলগুলোকে দেখেছিলাম আমার বাড়ির বাগানে।জবার ওষুধি গুন সবার জানা।জবার রস মাথয় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়।চুল ভালো থাকে। আমাশয় হলে জবার এক চামুচ রস যথেষ্ট কার্যকর।
২.ভারতীয় জুই নামে পরিচিত অথবা বাংলায় এটিকে রঙ্গন ফুল নামে পরিচিত।দীর্ঘ সময় নিয়ে বেঁচে থাকা ফুল বলা যায়।গাড় লাল রঙের হওয়াতে মৌমাছির বিশেষ নজর রয়েছে এই ফুলগুলোতে।জ্বর নিরাময়ে পাশাপাশি মাথা ব্যাথা দূর করতে অনেক কার্যকর।
৩.সুগন্ধি জয়তী,দেখতে কেমন যেনো বেটে ফুল ডালপালা আহামরি বড় হয় না।তবে দেখতে বেশ সুন্দর।
৪.কাগজফুল বা বাগান বিলাস নামে পরিচিত।এদের দিয়ে সাধারণত বাড়ির গেট সাজানো হয়।ফুল প্রেমি মানুষ এইগুলো দিয়ে বাড়ির আঙিনায় লাগাতে বেশি পছন্দ করে।এইগুলো ২ ধরনের হয়ে থাকে।সাদা এবং লাল।২ টি ফুলের পাপড়ি গুলো হালকা।হাকলা বাতাস হলে মনে হয় বাতাসে তারা গা ভাসিয়ে উড়ে চলছে।
বাংলার প্রকৃতি তার আসল রূপ প্রকাশ করে শরৎকালে যখন বেশিরভাগ ফুলগুলো ফুটে ওঠে।তবে এটা মনে রাখতে হবে ফুল গাছেই সুন্দর তার সোভা পায়।ফুলকে ছিড়ে তার সৌন্দর্য নষ্ট না করে ফুলকে নিজের অবস্থান থেকে নিজে তার সৌন্দর্য গ্রহন করুন।
|
আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার। |
জয়তী ফুল বোধহয় আগে কখনো দেখিনি আপনার পোস্টে দেখলাম। বাকি বাগান বিলাস এবং জবা ফুলের ছবিগুলো খুব সুন্দর তুলেছেন এবং দেখতেও ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি তথা ফুলের সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
এই ফুলটা খুব রেয়ার আপু।সব জায়গায় দেখতে পাওয়া যায় না।
আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাগান বিলাস ফুল আমার খুব পছন্দের। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি দেখে। জবা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখেও খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকে ও ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।এইগুলো আমাকে আরো বেশি অনুপ্রেরনা দিবে।
সৌন্দর্য ও গুণাগুণ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মন ছুঁয়ে গেছে। ফুলের ফটোগ্রাফিগুলো এক কথায় অসাধারণ হয়েছে। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই।পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ছবি শেয়ার করবো।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টে।প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সুগন্ধি জয়তী ফুলগুলো আগে দেখেছি তবে এর নাম এই প্রথমবার জানলাম। ফুল গুলো দেখতে আসলেই চমৎকার। ফুলের সৌন্দর্য চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সুন্দর বাক্য দ্বারা পোস্টটি সাজিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে।
সুগন্ধি জয়তী ফুলগুলো খুব রেয়ার একটি ফুল।ছবির থেকে বাস্তবে এটা অনেক সুন্দর।ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য
ফুলের সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে থাকে এবং সেই মুগ্ধতায় আমরা সব সময় একেবারে পাগল হয়ে থাকি৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন তা দেখে একেবারে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ এর মধ্যে আপনি নতুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা আগে কখনোই দেখার সুযোগ হয়নি৷
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।এইগুলো আমাকে আরো অনুপ্রানিত করবে।