SuperWalk থেকে NFT Shoe রিপেয়ার এবং আপগ্রেড প্রসেস।

in আমার বাংলা ব্লগ2 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৬ ই জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000161128.png



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় এডমিন rex-sumon ভাই দারুন একটি অ্যাপসের সন্ধান দিয়েছে। আর এই অ্যাপস এর সাথে আমার বাংলা ব্লগের কোলাবরেশন রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করে ক্রিপ্টো কয়েন আর্নিং করা যাবে। তাই আমাদের কমিউনিটি সবার উচিত SuperWalk অ্যাপ সম্পর্কে জানা এবং এই অ্যাপস এর সাত দিনের এক্টিভিটিস নিয়ে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করা। অবশ্য বর্তমানে এই নিয়মটা আমার বাংলা ব্লগের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যে শুধুমাত্র একটা নিয়ম তা নয় এটা আমাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে। আমরা যত বেশি SuperWalk এ এক্টিভিটিস বজায় রাখতে পারব আমাদের আর্নিং করার পথ তত বেশি সুগম হবে। আমি SuperWalk থেকে NFT shoe রিপেয়ার এবং আপডেট করেছি সেই প্রসেস আপনাদের সাথে বর্ণনা করবো।



1000162265.jpg

বর্তমানে হাঁটাহাঁটি করে আই উপার্জনের সেরা মাধ্যম SuperWalk অ্যাপস। আমার বাংলা ব্লগের অনেকেই এই অ্যাপস ব্যবহার করছে। আমিও বেশ কিছুদিন হলো এই অ্যাপস ব্যবহার করছি। একদিন আগে আমি এই অ্যাপস থেকে NFT Shoe বাই করে হাটাহাটি ও দৌড়াদৌড়ি করছি। এতে আমার প্রতিদিন কিছু পরিমাণ $WALK আর্নিং হচ্ছে। কয়েকদিন দৌড়াদৌড়ি করার ফলে আমার NFT shoe এর ডিউটিবিলিটি এই কমে গেছে। তাই আমি এখন এটা রিপেয়ার করবো।

1000162266.jpg

আপনারা দেখতে পাচ্ছেন যে আমার NFT Shoe এর ডিওরিবিলিটি ১০০ এর ভেতর ৯৭.৮৩ তে চলে এসেছে। এখন এটা আমি বৃদ্ধি করে ১০০ এর ভেতর ১০০ করবো। এখন একদম নিচের Repair আইকনে ক্লিক করবো।

1000162267.jpg

তারপর নতুন একটি ইন্টারফেস আসবে। এবার আমি যেহেতু NFT Shoe এউরিবিলিটি ১০০ এর ভেতরে ১০০ করবো তাই আমি MAX অপশনে ক্লিক করেছি। এখন একটু নিচে দেখা যাচ্ছে যে, এই পরিমাণ রিপেয়ার করতে আমার 1.11104 $ WALK খরচ হবে। এবার কনফার্ম আইকনে ক্লিক করবো।

1000162268.jpg

তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতেই নোটিফিকেশন চলে আসবে। এখন দেখা যাবে যে আমাদের NFT Shoe repaired হয়ে গেছে। আর ডিউরিবিলিটি এখন ১০০ এর ভেতরে ১০০ রয়েছে।

1000162269.jpg

আমার NFT Shoe এর আপগ্রেড অনেক কমে এসেছিল তাই ভাবলাম এটাও আপডেট করে নেই। আপডেট করে নেয়ার জন্য কিছু পয়েন্টস এর প্রয়োজন হয়। এটা প্রতিদিন হাঁটাহাঁটি কিংবা দৌড়াদৌড়ি করে আমরা পেয়ে থাকি। প্রথমে আমরা আপগ্রেড অপশনে ক্লিক করবো। তারপর আমরা নিজেদের ইচ্ছামতো আপডেট পয়েন্ট + চিহ্নতে ক্লিক করে বৃদ্ধি করবো। এরপর কনফার্ম অপশনে ক্লিক করবো।

1000162270.jpg

এরপর কনফার্ম নোটিফিকেশন আসলেই বোঝা যাবে যে, NFT Shoe আপডেট করা সম্পন্ন হয়েছে। আমি আমার নিজের মত আপগ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি পয়েন্টস কিংবা কম পয়েন্টস ইউজ করে আপগ্রেড করতে পারেন।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
স্কিনশট: SuperWalk অ্যাপস
লোকেশন: খোকসা, কুষ্টিয়া

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 
1000162263.jpg1000162261.jpg1000162262.jpg1000162266.jpg
 2 days ago 

এন এফ টি শু রিপেয়ার করে আপনি নিজের প্রোফাইলকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে গেছেন দেখে ভালো লাগছে। এই অ্যাপটি সত্যিই একটি সুন্দর অ্যাপ যার হদিস আমাদেরকে সুমন ভাই দিয়েছিল। আর এই অ্যাপটি থাকবার কারণে আমাদের হাটাহাটির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো।

 2 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার চমৎকার এই পোস্ট করে। এ বিষয়টা আমার কাছে তেমন বেশি একটা জানা নয়, তবে আপনার জন্য আজকে খুব সুন্দর ভাবে জানতে পারলাম সু রিপেয়ার সম্পর্কে। অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর এই পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 days ago 

আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে SuperWalk থেকে NFT Shoe রিপেয়ার এবং আপগ্রেড প্রসেস দেখিয়েছেন। আপনার সুপার ওয়াল্ক থেকে এনএফটি সুজ রিপেয়ার এবং আপগ্ৰেড করার প্রসেসটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 hours ago 

ঠিক বলেছেন বর্তমানে হাঁটাহাঁটি করে আয় উপার্জনের সেরা মাধ্যম SuperWalk অ্যাপস। আসলে হাঁটাহাঁটি করলে আমাদের নিজের শরীরের জন্য ভালো হয়। এবং ভালো উপার্জন করা যায়। আপনি দেখতেছি NFT Shoe রিপেয়ার প্রসেস আমাদের মাঝে তুলে ধরেছেন। যাই হোক পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।