RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬১
আমি যখন হাই স্কুলে পড়তাম তখন প্রতিদিন স্কুলে যেতে হতো বিষয়টা বেশ বিরক্তিকর ছিলো কারণ প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগতো না। তবে বর্ষাকালে মাঝেমধ্যে বৃষ্টির কারণে স্কুলে যাওয়া লাগত না। আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৪ কিলোমিটার মতো আমি প্রতিদিন বাই সাইকেল নিয়ে স্কুলে যেতাম। একদিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি মোটামুটি এক কিলোমিটার পথ যেতেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেলো। সুযোগটা সামনে এসে দাঁড়ালো গুড়ি গুড়ি বৃষ্টি দেখে সাথে সাথেই সাইকেলটা ঘুরিয়ে বাড়ির দিকে জোরে চলতে শুরু করলাম। একটু পরেই বাড়িতে চলে আসলাম মা বললো কিরে চলে আসলি কেন? আমি বললাম যে স্কুলের ওই দিকে বৃষ্টি হচ্ছে তাই ফিরে এসেছি। আমাদের এদিকে ও তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। তখন আমার কথা শুনে মা আর কিছু বললো না স্কুলে যাওয়া থেকে বেঁচে গেলাম বৃষ্টির জন্য।