Gate.io ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিন।

in আমার বাংলা ব্লগ2 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৯ ই জানুয়ারি, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে জানতে পারলাম যে, আমাদের সবার প্রিয় $PUSS কয়েন Gate.io এক্সচেঞ্জ লিস্টেড হতে যাচ্ছে। এটা সত্যি আমাদের জন্য দারুন একটি খবর ছিল। এই খবরটা শোনার পরে অনেক হ্যাপি ছিলাম। তারপর গত পরশুদিন আমার বাংলা ব্লগের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেখতে পেলাম যে, Gate.io আমাদের জন্য দারুন একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে। আর এই ক্যাম্পেইনের পুরস্কারের পরিমাণ রেখেছে ১০ হাজার ডলার। আমাদের সবার সতস্ফূর্ত অংশগ্রহণ এই ক্যাম্পেইনকে আশা করছি সফল করবে।



কভার ফটো


1000173939.jpg

ফটো ক্রেডিট: মো: হাফিজুল্লাহ ভাই



আমাদের সবার প্রিয় $PUSS প্রজেক্ট আসার পরে আমাদের জীবনের গতিতে কিছুটা পরিবর্তন ঘটেছে। আমার বাংলা ব্লগের প্রত্যেকটা সদস্যর কাছে এখন‌ কিছু পরিমাণে হলেও $PUSS কয়েন রয়েছে। এটা যে শুধু আমাদের কয়েন তা নয় এটা পুরো স্টিমিট প্ল্যাটফর্মের ইউটিলিটি কয়েন হিসেবে পরিচিতি লাভ করেছে। যত সময় যাচ্ছে ততই $PUSS কয়েনের ইউটিলিটি বৃদ্ধি পাচ্ছে।

আমাদের $PUSS প্রজেক্ট এর পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আরো বেশি সফলতা অর্জন করার জন্য। আমাদের শ্রদ্ধেয় দাদার সঠিক নেতৃত্ব ছাড়া আসলে এত কিছু সম্ভব হতো না। যখন আমাদের শ্রদ্ধেয় দাদা $PUSS কয়েন আবিষ্কার করল তখন ট্রল লিংক এর মাধ্যমে $TRX দিয়ে $PUSS কেনা লাগতো। কিন্তু এখন আস্তে আস্তে অনেকগুলো ভালো‌মানের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে $PUSS লিস্টেড হয়েছে।

এই কৃতিত্বটা সত্যি আমাদের শ্রদ্ধেয় দাদার প্রাপ্য। তিনি আছে বলেই $PUSS কয়েন আজকে ইউটিলিটি কয়েনে রূপান্তরিত হয়েছে। যত দিন যাচ্ছে ততই $PUSS কয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এত দ্রুত এত সফলতা $PUSS করণ অর্জন করেছে। আমাদের $PUSS কয়েনের বয়স মাত্র ১৮০ দিন এর মধ্যেই ১১.৫ মিলিয়ন মার্কেট ক্যাপ ক্রস করে ফেলেছে।

এখন পর্যন্ত অনেকগুলো ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে $PUSS কয়েন লিস্টেড হয়েছে। এসব জায়গায় লিস্টেড করা আছে অবশ্য আমাদের শ্রদ্ধেয় দাদার অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। কয়েকদিন আগে হ্যাং আউট থেকে জানতে পারলাম যে, $PUSS কয়েন Gate.io এক্সচেঞ্জের লিস্টেট হতে যাচ্ছে।

এটা জানার পরে তো বেশ খুশি হয়েছিলাম। কারণ বর্তমানে টপ টেন এক্সচেঞ্জ গুলার ভিতরে Gate.io অন্যতম। যাইহোক গত পরশুদিন আমার বাংলা ব্লগ এর অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে দেখলাম যে, Gate.io একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের সময় আগামীকাল পর্যন্ত এর ভেতরে Gate.io তে সর্বনিম্ন ৩৬০০ $PUSS ডিপোজিট করলে পাওয়া যাবে $১৫ ডলার। সত্যি বলতে আমাদের জন্য এটা দারুণ একটি সুযোগ।

আমাদের সবার সতস্ফূর্ত অংশগ্রহণ এই ক্যাম্পেইনকে আরো বেশি সফল করবে। তাই সবার কাছেও অনুরোধ রইলো এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার। আমাদের $PUSS কয়েন দুর্বার গতিতে এগিয়ে চলুক।



পোস্টের বিবরন

পোস্ট ধরণ: জেনারেল রাইটিং
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 
1000173992.jpg1000173991.jpg1000173993.jpg
 2 days ago 

$PUSS কয়েন get.io এক্সচেঞ্জ এ লিস্টেড হওয়ার খবরে আমরা সকলে ভীষণ খুশি হয়েছি। এই ধরনের এক্সচেঞ্জ গুলিতে যত আমাদের কয়েক লিস্টেড হতে পারবে ততো ধীরে ধীরে এগিয়ে যাবে। কিন্তু আমরা ভারতীয়রা এখনো পর্যন্ত get.io এক্সচেঞ্জে অংশগ্রহণ করতে পারিনি। এজন্য একটা খারাপ লাগাতো আছেই। আপনারা সকলে মিলে চেষ্টা করুন বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে এই কয়েনকে আরো সামনের দিকে এগিয়ে দিতে।

 2 days ago 

আসলে দাদা সব সময় আমাদের ভালোর জন্যই সবকিছু করেন।আর এই ক্যাম্পেইনটাও আমাদের সবার ভালোর জন্য এবং সবাইকে জিলাপির ব্যবস্থা করে দিয়েছেন।হাহাহাহ। যাই হোক আমরা তো জয়েন করেছি আশা করছি আরও বাকি যারা রয়েছে তারাও জয়েন করবে ধন্যবাদ।

 2 days ago 

হ্যাঁ আমরা চাইলে সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুষ প্রজেক্ট সফল করার পাশাপাশি নিজেরাও গিফট পেতে পারি। কমিউনিটির সকল ইউজারকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

 2 days ago 

জি ভাই Gate.io ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেওয়ার অফুরন্ত সুযোগ। আসলে এই সুযোগ কেউ হাত ছাড়া করা উচিত নয়। এইটা আমাদের জন্য দারুন একটি সুযোগ। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় দাদাকে যিনি এতো সুন্দর সুযোগ করে দিয়েছেন।