Superwalk এ আমার এক্টিভিটিস।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৪ ই জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় এডমিন rex-sumon ভাই দারুন একটি অ্যাপসের সন্ধান দিয়েছে। আর এই অ্যাপস এর সাথে আমার বাংলা ব্লগের কোলাবরেশন রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করে ক্রিপ্টো কয়েন আর্নিং করা যাবে। তাই আমাদের কমিউনিটি সবার উচিত SuperWalk অ্যাপ সম্পর্কে জানা এবং এই অ্যাপস এর সাত দিনের এক্টিভিটিস নিয়ে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করা। অবশ্য বর্তমানে এই নিয়মটা আমার বাংলা ব্লগের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যে শুধুমাত্র একটা নিয়ম তা নয় এটা আমাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে। আমরা যত বেশি SuperWalk এ এক্টিভিটিস বজায় রাখতে পারব আমাদের আর্নিং করার পথ তত বেশি সুগম হবে।
বর্তমান সময়ে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে SuperWalk অ্যাপসের মাধ্যমে ক্রিপ্টো টোকেন আর্নিং করা যাচ্ছে এটা সত্যিই চমৎকার ব্যাপার। কয়েকদিন আগেই আমি SuperWalk এ কিছু টোকেন ইনভেস্ট করে এখান থেকে NFT জুতা বাই করেছি।
আমি যে NFT জুতা বের করেছিলাম সেটা মূলত দৌড়াদৌড়ি করার জন্য। এই অ্যাপসের মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের NFT জুতা রয়েছে। যার হাটাহাটি করার দরকার সে হাঁটাহাঁটি করার জুতা কিনছে আবার যার দৌড়াদৌড়ি করার দরকার সে দৌড়াদৌড়ি করার জুতা কিনছে।
আমি SuperWalk থেকে যখন NFT জুতা কিনেছিলাম তখন এ বিষয়ে আমার একটু স্পষ্ট ধারণা কম ছিল। কারণ আমি ভেবেছিলাম যে, কোন জুতা দিয়েই দৌড়াদৌড়ি অথবা হাঁটাহাঁটি করা সম্ভব। আবার হঠাৎ করে এই লাল জুতাটি চোখে পড়ে এবং এটাই আমি ৭ ডলারের $GRND টোকেন দিয়ে কিনে ফেলি।
আমি কেনার পরে বুঝতে পারলাম যে, এটা আসলে মূলত দৌড়াদৌড়ি করার জুতা। যাইহোক কি নিয়ে যতক্ষণ ফেলেছি দৌড়াদৌড়িতে অবশ্যই করতে হবে। আমি যেদিন কিনেছিলাম সেদিন অনেকটা পথ দৌড়াদৌড়ি করেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেই এক কিলোমিটারের মতো দৌড়াদৌড়ি করেছি।
সকালে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আসলে SuperWalk অ্যাপস না থাকলে এভাবে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করা হতো না। আজকে দৌড়াদৌড়ির মাধ্যমে .৩৫ $WALK টোকেন পেয়েছি।
পোস্টের ছবির বিবরন
স্কিনশট: SuperWalk অ্যাপস
লোকেশন: খোকসা, কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
সুপার ওয়াল কে আপনার সুন্দর একটিভিটিস দেখে অনেক ভালো লেগেছে। বেশ অনেক হাঁটাহাঁটি করতে পেরেছেন আপনি। আমরা যত বেশি বেশি চলাফেরা করবো তত বেশি বেশি কাউন্ট হবে অ্যাপস এ। আর এর মাধ্যমে আরো বেশি সুযোগ সুবিধা সৃষ্টি করে নিয়ে পারবো।
সুপার ওয়ালের কাজকর্ম দেখে অনেক ভালো লাগলো। সত্যি সুপার ওয়ালের মাধ্যমে আমরা অনেক হাটাহাটি করার চেষ্টা করেছি। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
আপনি NFT বাই করছেন এটা শুনে খুবই ভালো লাগলো ভাই। SuperWalk অ্যাপস এখন অনেক জনপ্রিয় হয়ে উঠছে।এবং যত বেশি হাঁটাচলা করবো বা দৌড়াদৌড়ি করবো ততই কয়েন আর্ন করতে পারবো।আপনার এক সপ্তাহের এক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সুপার ওয়াল্কে আপনার একটিভিটি দেখে বেশ ভালো লাগলো। আপনি দেখছি বেশ ভালোই নিয়মিত হাঁটাহাঁটি করেছেন। আসলে নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে মন ও ভালো থাকে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি এনএফটি বাই করেছেন সেদিন। আর দৌড়িয়ে এখন কয়েন উপার্জন করে চলেছেন, যা দেখে সত্যিই ভালো লাগলো। দেখা যাক আপনার উপার্জনের গতি কতটুকু ওঠে। এগিয়ে যান দোয়া রইল।
Superwalk এ আপনার একটিভিটিস দেখে সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে। একই সাথে আপনি nft ক্রয় করেছেন এটা জেনেও ভালো লাগলো আমার। আশা করি আপনি আগামী দিনেও আপনার এই এক্টিভিটিস এর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।
আমি মোটামুটি আপনার থেকেও কম পেয়েছি টোকেন। আমার এনএফটি স্যু টাও রানার। কিন্তু কারণ বুঝলাম না। যেখানে অন্যরা অনেক বেশি টোকেন পাচ্ছে মোটামুটি তাদের সমান বা বেশি হেঁটেও আমি টোকেন পাচ্ছি না। যাইহোক বেশ ভালো লাগল আপনার বিগত সপ্তাহের এক্টিভিটিজ দেখে।।