প্রথমে তো দোকানদারের ছবি দেখে ভেবেছিলাম আপনার লিখার টাইটেলের ম্যানেজার সম্ভব উনিই।পরে পুরো লেখাটি পড়ে বুঝলাম এই লিখার ম্যানেজার তো লেখক নিজেই।যাইহোক,বর্তমানে বাজার করতে গেলে মাথা ঘুরে যায়। আর আপনি যেহেতু ম্যানেজার হিসেবে এই প্রথম গিয়েছিলেন।তাই আপনার মাথা ঘুরার বিষয়টি যারা রেগুলার বাজার করে তারা অবশ্যই বুঝতে পারবে।পরিশেষে, এভাবে দ্বায়িত্ব পালন করে যান ভাই, সামনে জীবনে কাজে লাগবে।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া এতো ভালো মন্তব্যের জন্য 😊🥰।