You are viewing a single comment's thread from:
RE: তিনটে ভালো অভ্যাস, যা আপনার জীবনে সুখ-শান্তি আনতে সক্ষম।। নভেম্বর-০৭/১১/২০২২।।
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা।যা আমাদের সকলেরই জানা দরকার।আসলে জানার পাশাপাশি মানাও দরকার। কারন জানলেই তো আর হবে না।মূল উপকারটা মানার মাঝে।সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটলে শরীর চাঙ্গা থাকে।আর শরীর চাঙ্গা মানে মনের প্রশান্তি। যা সকলেই চায়। রাতে ঘুমানোর আগে ঠান্ডা জলে স্নান করলে সারাদিনের সবকিছু পরিস্কারের পাশাপাশি শরীর ও মন দুটোই ভালো হয়ে যায় এবং প্রকৃত বন্ধু নির্বাচন করতে না পারলে জীবনটিই শেষ। কারন কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।সর্বোপরি,এই তিনটি বিষয়ের প্রতি খেয়াল রেখে চললে নিজেরই লাভ। আর লাভ কে না চায়। অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর করে বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
সঠিক বন্ধু নির্বাচনটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। কারণ কেউ বন্ধুদের সাথে মিশে নেশাখোর হয়, আবার ওই একই বন্ধুদের সাথে মিশে কেউ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। সুতরাং এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।