You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৫
।। আজকের অনু কবিতা।।
আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না ,
শুধু যন্ত্রণায় ভুগি ও অনুভব করি ।
ভালোবাসা ও বিশ্বাস
একই সুতোয় গাঁথা
হয়তো আমি বড্ড তৃষ্ণার্ত
ও ক্ষুধার্ত সেই ভালোবাসায় ।।
।
সংযোজন
আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সে জায়গাটি তুমি খুজনি কোনোদিন,
খুঁজলেও পাবে না তুমি দেখবে শুধু মরুভূমি।।
সাত সমুদ্র ও তেরো নদীর অতল গভীরে ও পাবে না খুঁজে দিবানিশি,
রূপে তোমার ভোলেনি হৃদয়, ভুলেছে গুনে।।
সোয়া পেলে লজ্জাবতী লজ্জায় লুকোই গিয়ে,
কিন্তু আমার হৃদয় পিঞ্জর তোমার ছোঁয়ায় উঠবে জেগে।।
পাখিরা সব দিবে কলতানি,
তুমি আসলে কাছে মোর যুগল মুর্তি,
অবাক নয়নে দেখবে এই পৃথিবী।।
জাস্ট অসাধারণ লিখেছেন ভাই । আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ।
উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহ ও উদ্দীপনা আমাদের প্রেরণা।