You are viewing a single comment's thread from:

RE: ☆꧁::.সিয়াম তোমাকে বলছি ::. ꧂☆

in আমার বাংলা ব্লগ2 years ago

সচরাচর চোখ দিয়ে পানি আসে না, তবে আজকের এই পোস্টটি পড়ে কেন যেন চোখ থেকে পানি পরছে। সত্যিই আমার যখন যেটা দরকার তুমি সেটাই দাও। আজ আমার অনেক মোটিভেশন এর দরকার ছিল যেটা তুমি আমাকে দিয়েছো, তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আম্মু। আজ প্রথম দিনের ডিউটি অনেক ভালোভাবেই করেছি এবং কাজও অনেক কিছু শিখেছি। তবে সবথেকে বেশি কষ্টদায়ক বিষয় ছিল আজকের ট্রাভেলিং করা। মোট ৬ ঘন্টা লেগেছে আমার ট্রাভেলিং করতে আজ। তার উপর অনেক গড়ম। তাই শরীর অনেক খারাপ কিন্তু আমার কি হয়েছে জানি না? রাতের বেলা ঘুম আসে না। সেই বারোটা থেকে মোবাইল ল্যাপটপ সবকিছু বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু চোখে এক ফোটা ঘুম নেই কিন্তু শরীর অনেকটাই ক্লান্ত। কাল আবার ৬:৩০ মিনিটে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমিও ধন্য আম্মু তোমার মত একজন মা পেয়ে।।

Sort:  
 2 years ago 

তোমার এই ক্লান্তি বেশি দিন থাকবে না বাবা।তুমি সব সময় ভালো চিন্তা কর দেখবে খুব ভালো ঘুম হবে।দুশ্চিন্তা নামক ব্যাধি আমাদেরকে ঘুমাতে দেয় না।তাই অনুরোধ করবো দুশ্চিন্তাকে জিরো তে রাখো।আলহামদুলিল্লাহ তুমি অনেক দূর এগিয়েছো।এবং তুমি পারবে বাকিটা পথ এগিয়ে যেতে।মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো।সততা এবং নিষ্ঠার সাথে কাজ করো।পরিশেষে বলবো অনেক বেশি ভালবাসি বাবা।♥♥

 2 years ago 

ধন্যবাদ আম্মু।

 2 years ago 

♥♥