You are viewing a single comment's thread from:

RE: অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রত্যেকটি অণুকবিতাগুলো অনেক চমৎকার হয়েছে।

ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।

বাস্তব কিছু কথা বলেছেন।।
অবহেলা ও ব্যাস্ততার মাঝে ভালোবাসা থাকেনা।
ভালোবাসা অনেক মূল্যবান জিনিস,
কেউ কেউ এই শব্দটি ব্যবহার করে
মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে।