ঈদের আমেজ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বর্তমানে আমি নীলফামারীতে অবস্থান করছি। বেশকিছু কারণবশত এবছর ঈদে খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাসায় চলে এসেছি নীলফামারীতে। যদিও আমার ছোট ভাই এখনো ঢাকায় অবস্থান করছে। সে হয়তো আরো কিছুদিনের মধ্যেই নীলফামারীতে চলে আসবে। তবে নীলফামারীতে বর্তমানে ঈদের আমেজ বোঝা যাচ্ছে।
সাধারণত ঈদের কয়েকদিন আগেই আমি নীলফামারীতে চলে আসি কিন্তু এত আগে থেকে কোন বার এই নীলফামারীতে থাকা হয়নি। তাই এই বিষয়গুলো আমার কাছে একটু হয়তো নতুন লাগছে। কারণ ২০ রমজানের পর থেকেই মার্কেটে সব সময় ভিড় লেগেই থাকে। কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় বিক্রয় হচ্ছে।
এটি আবার প্রত্যেকটা পরিবারেই একটি খুশির আমেজ বর্তমানে দেখা যাচ্ছে। আমাদের এলাকাতেও এখনো অনেকটা আন্তরিকতা এবং ভালোবাসা রয়েছে। একে অপরের খোঁজখবর এখনো নেওয়া হয়। তাই তো এই খবরগুলো খুব তাড়াতাড়ি কেন জানি পেয়ে যাচ্ছি। সবাই কেনাকাটা নিয়ে প্রচুর আগ্রহী। বিশেষ করে পিচ্চিগুলোর আবদারের তো শেষ নেই। অনেক জন অনেক আবদার করেছে। আবার অনেকজন মা-বাবার কাছে আবদার করছে যে, এবার ঈদে কিন্তু ওই জামা টাই আমার লাগবে। এসব ঘটনাগুলো শুনে কেন জানি অনেক ভালো অনুভূতি হচ্ছিল। কারণ কোন এক সময় আমরাও এই সব কিছুই করতাম।
তারপরও নীলফামারী এখন আস্তে আস্তেই গ্রাম থেকে শহরে উপনীত হচ্ছে এবং জায়গায় জায়গায় অনেক বড় বড় শোরুম রয়েছে এবং বিলাসবহুল জিনিসপত্র কিন্তু এখন আমাদের নীলফামারীতেই পাওয়া যায়। তাই তো মার্কেটে বেশ চড়া দামি অনেক কিছুই বিক্রি হচ্ছে। যদিও ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করা হয়। তারপরও নীলফামারীতে এখন পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটেনি। তাছাড়াও আমাদের নীলফামারী অনেকটা শান্তশিষ্ট একটি শহর। তাইতো ঈদের আমেজে আশেপাশে ঘুরতে অনেক ভালো লাগছে। বন্ধুদের সাথে বসে মাঝেমধ্যে আড্ডাও দিচ্ছি সব মিলিয়ে অনেক ভালো দিন যাচ্ছে।
আমি মনে করি এই সময়টা বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় এই ঈদের আমেজের সৃষ্টি হয়। আপনারা কোন এলাকায় আছেন এবং আপনাদের এলাকাও তো ও কি এ ধরনের ঈদের আমেজ দেখা যাচ্ছে। যদি জেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঈদের আমেজ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
এসো উৎসব মুখরিত সময় কাটাচ্ছো পরিবারের সাথে তা জানতে পেরে খুবই ভালো লাগলো। এ বছর তোমার জন্য ঈদ সামান্য হলেও আলাদা হবে এটাই তো স্বাভাবিক। ছোট ভাই তাড়াতাড়ি চলে আসবে আশা করি এবং পরিবারের সবার সাথে খুব ভালোভাবে ঈদ উৎসব পালন করতে পারবে।
ভাইয়া, এইবারের ঈদ আপনার জন্য একটু বেশিই স্পেশাল।আমাদের ভাবী চলে এসেছে যে এইজন্য খবরগুলো তাড়াতাড়ি পাচ্ছেন হি হি☺️.ঈদ সুন্দরভাবে উপভোগ করুন সেটাই প্রত্যাশা করি, শুভকামনা রইলো।
হাহাহাহা ধন্যবাদ আপু।
☺️