ঈদ মোবারক
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনাদের সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমেই সবাইকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের ঈদের দিনটি কেমন গেল তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। তবে আজকে আমার ঈদের দিনটা অনেক ভালো গিয়েছে। যেহেতু বিয়ের পরে এটাই আমার প্রথম ঈদ উদযাপন। তাই এই দিনটাকে ঘিরও বেশ কিছু পরিকল্পনা ছিল, সবকিছুই পরিকল্পনা মোতাবেক হয়েছে।
গতকাল রাতেও ব্যক্তিগত এবং পারিবারিক অনেকগুলো কাজ ছিল। সেসব কাজগুলো সব সরিয়ে নিতেই প্রায় রাত দেড়টা বেজে যায়। এরপরে এসে বাসায় ঘুমিয়ে ছিলাম। সকালবেলা উঠেই সবাই ফ্রেশ হয়ে গোসল করে, আগে আমরা ঈদগাহ ময়দানে গিয়েছিলাম। সকলে মিলে একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য। আমাদের নীলফামারী বড় মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় হাজার হাজার মানুষ একসাথে ঈদের নামাজ পরে।
আমার বাবা, আমার ছোট ভাই এবং আমি এবং আমার কিছু চাচার সকলে মিলে একসাথে ঈদ্গাহ ময়দানে গিয়েছিলাম। যেটা আমরা প্রত্যেকবারেই করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের নামাজ শেষ করে আমরা সকলে গিয়েছিলাম কবরস্থানে যেখানে আমাদের অনেক আত্মীয়-স্বজন রয়েছেন। আমার দাদী রয়েছে, আমার নানু রয়েছে। তাদের কবরগুলো জিয়ারত করলাম এবং মনে মনে চিন্তা করলাম আজ আমার প্রথম ঈদ বিবাহিত জীবনের, তারা যদি বেঁচে থাকত তাহলে এই দিনটাতে অনেক বেশি খুশি হতেন। এই কথাগুলো চিন্তা করেই কেন জানি মনের এক কোনায় চোখের জল চলে এসেছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।
কোন আনন্দের মুহূর্তে যখন নিজের পরিবারের সদস্যরা নিজের পরিবারে না থাকে বা পরকালে চলে যায়, তখন সেই বিষয়টা মেনে নেওয়াটা এবং সেই বিষয়টা ফেস করাটা অনেক বড় চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে যায়। তারপরও সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে বাসায় এসে শুয়ে পড়েছিলাম। কারণ বর্তমানে নীলফামারীতে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা চলছে। এমত অবস্থায় দিনের বেলা বাসা থেকে বের হওয়া মানেই নিজের ক্ষতি করা ছাড়া আর কিছুই নয়।
তবে ঈদের কিছু প্লান প্রোগ্রাম আমরা আগে থেকেই করে রেখেছিলাম। যার কারণে আমরা বিকেল বেলায় বাসা থেকে বের হয়েছি। সেটা না হয় অন্য একটি পর্বে আপনাদের সাথে আলোচনা করে নেব তবে। ঈদের যে প্রথমে শুরুটা করেছিলাম সেটা সত্যিই অসাধারণ ছিল এবং আজকে আমার মনটা অনেক বেশি ভালো ছিল। সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করছি এবং তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের মত এখানেই শেষ করছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঈদ মোবারক
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
ঈদ মোবারক ভাই। কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। বিশেষ করে আজকে গরমের তীব্রতা অনেক বেশি। যাইহোক সবার সাথে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে ভীষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এর মধ্যেই এত গরম! তাহলে বৈশাখ মাসে কি হাল হবে আমি সেটাই ভাবছি।
যাইহোক ঈদ উপলক্ষে দিনের শুরুটা বেশ সুন্দরভাবেই হয়েছে তোমার। যারা চলে যায় পরলোকে তারা তো আর ফিরে আসে না তবুও তাদের আমরা মনে করি বিশেষ বিশেষ দিনে। সত্যিই হয়তো কখনো ফিরে এলে আমাদের বর্তমান জীবনযাপন দেখি বড্ড বেশি আবেগ তাড়িত হয়ে যেতেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাটাও।
রমজানের ঈদের একটি বৈশিষ্ট্য হলো সবাই ঈদের নামাজ শেষ করে সবাই নিজে নিজ আপনজনদের কবরের পাশে গিয়ে দাঁড়াই। নিজের গত হওয়া আপনজনদেরকে স্মরণ করে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। বছরে কমপক্ষে একবার হলেও নিজের আপনজনদেরকে স্মরণ করা হয়।