ফোটোগ্রাফি 📸 || ৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago
৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম

আমি বাসা থেকে বের হলেই শুধুমাত্র ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আজ সকালে গিয়েছিলাম নীলফামারী সদর উপজেলায়। সেখানে গিয়ে দেখি সেই উপজেলার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে গিয়েছে। চারিদিকে বাগান করেছে এবং কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তাই বাগানগুলো দেখতে চমৎকার লাগছে। বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে তার মধ্যে আমার একটি খুবই পরিচিত একটি ফুল, বকুল ফুল। বকুল ফুল অনেক দিন পরে দেখলাম।

বকুল গাছের নিচে অনেকগুলো ফুল পরেছিল এবং আপনারা সকলেই জানেন বকুল ফুলের ঘ্রাণ কতটা মিষ্টি হয়। সেখানে আমি কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি এবং বাসারও কিছু ফটোগ্রাফি করেছি। যেগুলো আজ একটি অ্যালবাম আকারে প্রকাশ করব। আশা করি সেই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন ফটোগ্রাফির দিকে যাওয়া যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20220616_140101.jpg

Device : One Plus

What's 3 Word Location


আমাদের অঞ্চলে এই ফুলকে নয়ন তারা ফুল বলে। নয়নতারা ফুলের অনেকগুলোই প্রজাতি রয়েছে। কোন টার নাম কি সেগুলো মনে রাখতেই অনেক কনফিউশন পরে যাই। এই ফুলের মধ্যে একটি পোকা হাঁটছিল, আশাকরি আপনারা দেখতে পাচ্ছেন।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20220616_140329.jpg

Device : One Plus

What's 3 Word Location


আমাদের সকলের পরিচিত এই গাছ টি। এই গাছের নাম কি আমার কমেন্টে বলতে হবে। এটা আপনাদের জন্য কুইজ রাখলাম। যখন উপজেলা যাই তখন গাছটি অনেক সুন্দর লাগছিল কারন গাছের পাতায় পানি পরে পাতাগুলো জ্বলজ্বল করছিল।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20220616_1401299.jpg

Device : One Plus

What's 3 Word Location


প্রায় দুই বছর পরে নীলফামারী সদর উপজেলায় গেলাম। বাসা থেকে খুব একটা বেশি দূরে নয়। সেখানের পরিবেশ এখন সম্পূর্ণ ভিন্ন। পুরনো টায়ার দিয়ে একটি সুন্দর পার্ক তৈরি করেছে যা দেখতে সত্যি অসাধারণ লাগছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20220616_140129.jpg

Device : One Plus

What's 3 Word Location


অনেকেই ভাবতে পারেন এটি নয়নতারা ফুল কিন্তু আসলে এই ফুলটি নয়নতারা নয়। এই ফুলটি অনেক ছোট হয়ে থাকে, অনেক জুম করে ছবিটি নেওয়া হয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20220614_001224.jpg

Device : One Plus

What's 3 Word Location


কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে বারান্দার গ্রিল গুলোতে সব সময় এরকম পানি জমে থাকে। তাই চিন্তা করলাম সেই পানির ফোঁটা গুলো একটু ফটোগ্রাফি করার চেষ্টা করা যায়। সেই চেষ্টা থেকেই এই ছবিটি আমি ক্যামেরাবন্দি করেছি।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20220616_140024.jpg

Device : One Plus

What's 3 Word Location


আমার বাগানে সন্ধ্যা মালতী ফুলের অনেকগুলো গাছ রয়েছে। এই সন্ধ্যামালতী ফুল সাধারনত দুই ধরনের হয়ে থাকে। একটি গোলাপি রঙের এবং একটি হলুদ রঙের।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৭

IMG_20220616_140508.jpg

Device : One Plus

What's 3 Word Location


এই অ্যালবামের সবচেয়ে পছন্দের ফটোগ্রাফি আমার এই বকুল ফুলের ছবিটি। বকুল ফুলের গাছ তো মোটামুটি বড় হয়ে থাকে। এই ফুলকে ফুলের ছবি তোলার জন্য অনেকটা উপরে উঠতে হয় এবং অনেকটা বেকায়দায় ছবি তুলতে হয়েছে। জানিনা ছবিটা কত টা ক্লিয়ার হয়েছে। তবে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বকুল ফুলের সেই ফটোগ্রাফি টি তুলে ধরার জন্য।

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভাল লাগলো সাথে বনর্না দেওয়ায় আরো মজা পেলাম। আপনার ৫ নাম্বার ফটোগ্রাফিটা অসাধারন হয়েছে। বারান্দার গ্রিলে জমে থাকা পানি গুলো এতো সুন্দর ফটোগ্রাফি হবে, না দেখলে বুঝতে পারতাম না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ক্রিয়েটিভ কিছু করার চেস্টা করেছিলাম ভাই, আপনাদের ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখতে সবসময় খুব ভালো লাগে। তবে আজকের গুলো বেশি সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু, আমি সময় পেণেই ফোটগ্রাফি করি।

 2 years ago (edited)

প্রতিটি ছবি অসাধারণ হয়েছে 👌
আপনার ছবি তোলার হাত বরাবরই সুন্দর।
আর আপনার কুইজের উত্তর আমলকি গাছের পাতা মনে হচ্ছে।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, আমলকি গাছের পাতা, কুইজের সঠিক উত্তরের জন্য ১ স্টিম পুরুস্কার পাবেন। ধন্যবাদ।

 2 years ago 

আলহামদুলিল্লাহ 🤲
ধন্যবাদ ভাই।।।🤗

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে তিন নাম্বার ফটোগ্রাফি ছিল দেখার মতো, আমার অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, এই অ্যালবামের সব ছবি আমার পছন্দের।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আপনার মত বকুলফুল আমার অনেক পছন্দের ফুল। বকুল ফুলের ফটোগ্রাফি মোটামুটি ভালো উঠেছে। তবে এই বৃষ্টির দিনে গাছে ওঠে ছবির নেয়া খুব জটিল। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফ গুলো দেখে ভালো থাকবেন ভাই দোয়া করি।

 2 years ago 

বৃস্টির দিনে গাছ অনেক পিচ্ছিল থাকে, ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

মনমুগ্ধকর সব ফটোগ্রাফি😍 ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনি সত্যিই অসাধারণ ভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর ভাবে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

চেস্টা করি ভাই, মাঝে মাঝে ফোটগ্রাফি করার জন্য। ধন্যবাদ।।।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করার ক্যাপচার টা বেশি ভালো লাগে। নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা এত অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন। তাছাড়া বৃষ্টির পানির ফোঁটা গুলো এত সুন্দর ভাবে ক্যাপচার করেছেন কি বলবো। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর আগেও আপনার অনেক ধরনের ফটোগ্রাফি দেখেছি।

 2 years ago 

বৃস্টির দিনে ফোটগ্রাফি করার মজাই আলাদা, পানির ফোটা গুলোর কারনে ছবিগুলো আরো প্রানবন্ত হয়ে উঠে।

 2 years ago 

অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে। এখানে সাদা ফুল দুটি শেয়ার করেছেন এগুলো টগর ফুল। তবে টগর ফুলের অনেকগুলো জাত হয়ে থাকে বড় হয়ে থাকে এবং ছোট হয়ে থাকে। আর বিশেষ করে ফোঁটা ফোঁটা বৃষ্টির ফটোগ্রাফিটি অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, অনেক জাত থাকার কারনে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই।

 2 years ago 

ভাই অসম্ভব ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো দেখলে। খুবই ভাল হয় ছবি তোলার ক্যাপচার। বিশেষ করে 5 নাম্বার ছবিটা আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই, পরবর্তীতে আরো কিছু ফোটগ্রাফি নিয়ে হাজির হব।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ, এতো সুন্দর মন্তব্য করার জন্য।