জীবনের প্রতিটা পদক্ষেপেই রয়েছে চ্যালেঞ্জ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুস্থ আছি। বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করি যে সমাজটা হয়ে গেছে অনেকটা রোবটিক টাইপ। অনেকটা এমন রকম হয়ে গেছে যেখানে শুধুমাত্র যাদের কাছে অর্থ রয়েছে তারাই এই সমাজের অনেক সম্মানীয় ব্যক্তি কিন্তু যাদের কাছে একটু কম সম্পদ রয়েছে তারা কিন্তু এই সমাজে অবহেলিত একজন ব্যক্তিবর্গ হিসেবে বিবেচিত হয়। এই বিষয়টা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।
নিজেদের জ্ঞান হওয়ার পর থেকেই আমরা এই জীবন সম্পর্কে প্রাথমিক ধারণা পাই। এই সমাজ ব্যবস্থা সম্পর্কে সাধারণত একটি জ্ঞান পাই। কিন্তু পরবর্তীতে যখন আমরা নিজের পায়ে দাঁড়াতে শুরু করি তখন এই সমাজের আসল চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। যে সমাজে বেঁচে থাকতে গেলে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়। আবার অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহন করতে হয় যে সিদ্ধান্তগুলো আপনি একান্তই নিতে চাইতেন না।
এই জীবনটা বড়ই অদ্ভুত যা কাছে অর্থ থাকে তার কাছে মানসিক শান্তি থাকে না আবার দেখা যায় কোন কোন গরিব পরিবারে প্রচুর পরিমাণে মানসিক শান্তি রয়েছে এই সব কিছু কিন্তু আল্লাহ প্রদত্ত এবং এর জন্য আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। কারণ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সবকিছু দিয়েই পরীক্ষা করেন। আপনি জীবনে যাই কিছু করতে যাবেন না কেন, এই সমাজ আপনাকে বাধা দিবে। সমাজের বাধা উপেক্ষা করে যদিও আপনি ভালো কিছু করতে চান সে ক্ষেত্রে আপনার মেধা কতটুকু রয়েছে আপনার যোগ্যতা কতটুকু রয়েছে এবং আপনি আসলেই কি সেই কাজগুলো করতে পারবেন কিনা এটার জন্য আলাদা একটু প্রেসার থাকে আমাদের উপর।
আমাদের আশেপাশের মানুষেরা শুধুমাত্র আমাদের সফলতা কিংবা ব্যর্থতা দেখে কিন্তু এর পিছনে কঠোর পরিশ্রম এই বিষয়গুলো তারা দেখেনা। আমরা বর্তমানে যে পজিশনে রয়েছি সেই পজিশনে আসতে আমাদেরকে কতগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে, কতগুলো দিন না খেয়ে থাকতে হয়েছে, কতগুলো সময়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই বিষয়গুলো আসলে অন্য কেউ এভাবে অনুধাবন করতে পারবেনা।
এই সমাজের বেশিরভাগ মানুষেরা আপনাকে কথা শোনানোর জন্য উঠেপড়ে লেগে আছে। যদি আপনি খারাপ কিছু করেন তাহলে তো আর কোন কথাই নেই। যদি আপনি কোথাও ব্যর্থ হন তাহলে কথা শোনানোর জন্য সবাই চলে আসবে। আর যদি আপনি সফল হন সে ক্ষেত্রেও তাদের কাছে কথা রয়েছে, তার ভাগ্য ভাল ছিল বিধায় সে এই পর্যায়ে এসেছে। এসব বলে নিজেদের পরিশ্রমকে ভাগ্য ভাল ছিল এই টাইটেল লাগিয়ে দেওয়া হয়। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি সৎ পথে ইনকাম করেন এবং সৎ পথে থাকেন তাহলে সমাজ কি বলল না বলল সেই বিষয়ে কান না দেওয়াই উত্তম।
তাই আপনি যদি সৎ পথে থাকেন এবং সৎ পথে ইনকাম করেন সমাজে যাই বলুন না কেন সেটা দেখার বিষয় নয়। আপনি আপনার পরিশ্রম সৎ ভাবে করতেই থাকুন। সফলতা একদিন অবশ্যই আপনার কাছে এসে ধরা দিবে। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জীবনের প্রতিটা পদক্ষেপেই রয়েছে চ্যালেঞ্জ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
জীবন মনে হলো প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সর্বস্ব দিয়ে যুদ্ধ করে যাওয়া। প্রত্যেকটা পদক্ষেপে নতুন নতুন বাধা উপস্থিত হয় সে বাধাকে অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। তবেই আমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো। দারুন মোটিভেশন কিছু কথা লিখেছেন ভাই।