"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বর্তমানে রমজান মাস চলছে এবং এই রমজান মাসকে ঘিরে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আমরা দেখতে পাই। ঠিক তেমনিভাবে ইফতারের আয়োজন যখন আমরা করি তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের নকশী পিঠার রেসিপি ও থাকে। আমরা বাঙালি একটু ভাজাপোড়া একটু বেশি পছন্দ করে থাকি, সেই পছন্দের জিনিস যদি নকশী পিঠার তাহলে তো আর কোন কথাই নেই। কি, একটু কি আইডিয়া করতে পারছেন এবারের প্রতিযোগিতা টপিক কি? আমাদের এবারের প্রতিযোগিতার টপিক হচ্ছে “শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি”। আমরা সকলেই জানি আমার বাংলা ব্লগের সদস্যরা সব সময়ই আমাদের দেয়া সব ধরনের চ্যালেঞ্জই স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন, পাশাপাশি তাদের সেরাটাই আমাদেরকে উপহার দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।এবারও আশা করছি তার কোন ব্যতিক্রম হবে না।
চলুন তাহলে প্রতিযোগিতার টপিক নিয়ে একটু ধারনা দিয়ে ফেলিঃ
আমাদের বাঙ্গালীদের সাথে পিঠার সম্পর্ক কিন্তু গভীরভাবে জড়িত। এই পিঠার জন্য আলাদা কোন সিজনের প্রয়োজন হয় না, আমাদের যখন ইচ্ছা করে তখনই বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার রেসিপিগুলো তৈরি করে পিঠা তৈরি করে ফেলি। এই পিঠাগুলো খেতেও প্রচুর সুস্বাদু হয়ে থাকে। এই প্রতিযোগিতায় আপনারা যেকোনো ধরনের নকশী পিঠার রেসিপি তৈরি করতে পারেন। যদি আপনারা এই নকশী পিঠার রেসিপি একটু ইউনিক ভাবে তৈরি করে উপস্থাপন করেন সে ক্ষেত্রে কিন্তু অনেক চমৎকারই হবে বিষয়টি। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনাদের সৃজনশীলতাকে মূল্যায়ন করেন এবং এই সৃজনশীলকে কাজে লাগিয়ে আপনারা নতুন নতুন রেসিপি আমাদেরকে উপহার দিবেন, এটাই আশা করছি। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যেই ছবিগুলো উপস্থাপন করছেন সেই ছবিগুলো যেন স্পষ্ট হয় এবং আপনার উপস্থাপনা যেন সুন্দর হয়, সেই সাথে প্রতিটি ধাপের সঠিকভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আপনি এই প্রতিযোগিতাই বিজয়ী হয়ে উঠতে পারবেন। যেহেতু রমজান মাস চলছে সেহেতু এই নকশী পিঠা আপনার ইফতার গুলোকে আরো মুখরোচক এবং সুস্বাদু করে তুলবে বলে আশা করছি। তবে চলুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিছু নিয়মাবলী জেনে আসি।
নির্দেশিকাঃ
প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না।
অংশগ্রহনের সময়সীমা ২১শে মার্চ , ২০২৪ সকাল ৮ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-54, #recipe এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation |
---|---|
@rme | Founder |
@blacks | Co-Founder |
@rupok | Moderator |
@alsarzilsiam | Moderator |
@kingporos | Moderator |
@tangera | Moderator |
@ayrinbd | Moderator |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || শেয়ার করো তোমার নকশী পিঠার রেসিপি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
প্রতিবারের মতোই আমার বাংলা ব্লগ পরিবারে ভিন্ন একটি প্রতিযোগিতার আয়োজন দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে পিঠা সবার ই অনেক পছন্দের ৷ বিভিন্ন সময় বাঙালির ঘরে ঘরে বিভিন্ন মুখরোচক পিঠা তৈরি হয়ে থাকে ৷ এবারের এই প্রতিযোগিতায় নকশী পিঠার অনেক রেসিপি দেখতে পাবো ৷ সত্যিই ভীষণ ভালো লাগছে এই প্রতিযোগিতার আয়োজন দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারকে এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ৷ অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ৷ ধন্যবাদ
নকশী পিঠা আমাদের দেশের একটা জনপ্রিয় পিঠা, এগুলো খেতে বেশ দারুণ স্বাদের। দারুণ একটা বিষয় নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আশা করছি নতুন নতুন অনেক ধররেন নকশী পিঠার রেসিপি দেখতে পারবো।
খেতে দারুন ঠিক কিন্তু তৈরি করা বেশ কঠিন।এমনি রোজা, রোজা রেখে তৈরি করা বেশ কঠিন। যাই হোক দারুন ডিজাইন দেখতে পারবো এইটা ভেবেই ভালো লাগছে।ধন্যবাদ
ঠিক বলেছেন ভাই, এবার অনেক চমৎকার চমৎকার নকশি পিঠার রেসিপি দেখতে পারবো।
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রমজান মাসের ইফতারের সময় আমরা বিভিন্ন ধরনের ভাজিপুরি খাবার খেয়ে থাকি। আর নকশী পিঠা যেটা বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার ।এই প্রতিযোগিতার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা তৈরি দেখতে পাবো যেটা প্রতিনিয়ত দেখে থাকি।
অনেক সুন্দর একটি কনটেস্ট আয়োজন করেছেন। নকশী পিঠা রেসিপি এ পিঠা খেতে ভীষণ ভালো লাগে এবং সকলের কাছ থেকে ভীষণ ইউনিক ইউনিক এর ডিজাইন দেখতে পারবো আশা করি।
আপনি অনেক সুন্দর একটি রেসিপির আয়োজন করেছেন এবার অনেক সুন্দর সুন্দর ইউনিক নকশী পিঠা দেখতে পাবো। তবে এই পিঠা তৈরি করতে বেশ ঝামেলার কাজ। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
বাহ,অনেক সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।চেষ্টা করবো নিজ হাতে নকশি পিঠা তৈরি করার জন্য।যদিও নকশি পিঠা কম খাওয়া হয়, তবুও অনেকের সুন্দর সুন্দর পিঠা দেখতে পাবো।ধন্যবাদ ভাইয়া।
নকশি পিঠা তৈরি করতে যেমন কষ্টকর তেমনি খেতে অনেক সুস্বাদু। একটা সময় এই পিঠা প্রতিটি ঘরে ঘরে বানানো হতো। যদিও এখন কালের বিবর্তনে এই পিঠাগুলো হারিয়ে যাচ্ছে। আশা করা যায় এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো নকশী পিঠা দেখতে পাব। ধন্যবাদ দারুন একটি রেসিপির প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বাঙালি মানে পিঠার মেলা ৷ আবার যেহেতু রমজান মাস ৷ আশা করা যায় এবারের প্রতিযোগিতা টি অনেক সুন্দর হবে ৷ ডিজাইন ডিজাইন পিঠা দেখতে পাবো ৷ সেই স্বাদ সম্পর্কে জানতে পারবো ৷ ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি কে এমম সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ৷
নকশী পিঠা তৈরির প্রচলনটা আমাদের গ্রামীণ সমাজে বেশ বিস্তৃতি লাভ করেছে। যাহোক নকশি পিঠা তৈরি করার চমৎকার একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এই প্রতিযোগিতা অত্যন্ত জমজমাট এবং সফল একটি প্রতিযোগিতায় রূপ নিবে।
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানে সেরা কিছু দেখা। যদি রেসিপির প্রতিযোগিতা হয় তাহলে বেশ ভালো হয়। একদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। সেই সাথে ভাল ভাল মজাদার খাবার গুলো খাওয়ার সুযোগ হয়। এবারের প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে। যেহেতু নকশি পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হলো। আশা করি আমরা বেশ সুন্দর সুন্দর পিঠার রেসিপি দেখতে পাব। চেষ্টা করব নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।