আত্মসম্মান। (১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য)
০৯ রমাদান, ১৪৪৩ হিজরি
১১ এপ্রিল,২০২২সাল
হ্যালো
নিজেকে তুমি তৈরি করো, করো তুমি নিজেকে প্রমাণ। থেকোনা সেখানে তুমি, যেখানে নেই তোমার গুরুত্ব কিংবা আত্মসম্মান।
মানুষের ব্যক্তিত্ব অনেক বড় একটা জিনিস। একজন মানুষ যখন তার ব্যক্তিত্ব হারায় তখন মনে হয় তার বেঁচে থাকার অর্থটাই অনর্থ হয়ে পড়ে। কারণ একজন মানুষ মূল্যহীন ভাবে বেঁচে থাকার মানে হচ্ছে একজন জীবন্ত লাশ। আসলে যাদের দেহে থেকে প্রাণ চলে যায় তারা তো একবারই মরে আর মূল্যহীন মানুষ মরে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে বারবার। এজন্যই হুমায়ুন ফরিদী স্যার একটা কথা বলেছিলেন এই শহরে অনেক জীবন্ত লাশ আছে যারা প্রতিদিন বারবার প্রতিনিয়ত মৃত্যুবরণ করে। এই শহরে অনেক লাশ ঘুরে বেড়ায় যারা পঁচিশ কিংবা সাতাশ বছর বয়সে মৃত্যুবরণ করেছে।
ব্যক্তিত্ত্ব বা আত্মসম্মানবোধ এমন একটা জিনিস যা সকল শ্রেণীর মানুষের ই আছে। ধ্বনি কিংবা গরিব ছোট কিংবা বড় সকলেরে একটি আত্মসম্মানবোধ আছে। সবাই চেষ্টা করে সমাজে অথবা কোন সভায় তাদের ব্যক্তিত্ব টা ঠিক রেখে তারা যেন মাথা উঁচু করে চলতে পারে। কেননা এই পৃথিবীতে কেউ কারো কাছে ছোট হয়ে চলার জন্য জন্মগ্রহণ করেনি। একজন মানুষ যতই গরীব বা ছোট হোক না কেন তার ও কিন্তু আত্মসম্মানবোধ আছে। সে যত চেষ্টা করে যায় তার আত্মসম্মানবোধ টুকু রক্ষা করবার জন্য। কেননা মানুষ সম্পদ হারালে সমাজে চলতে পারে কিন্তু যদি তার আত্মসম্মানবোধ টুকু হেরে যায় তাহলে সে কখনোই সমাজের বুকে ভালভাবে চলাফেরা করতে পারে না।
লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে কিছু উঁচু শ্রেণীর মানুষ আছে যারা নিচু শ্রেণীর মানুষজন দেখলেই তাদেরকে অপমান করবার চেষ্টা করে। তারা নিচু শ্রেণীর মানুষ গুলোকে কখনোই মূল্যায়ন করতে চায়না। নিচু শ্রেনীর মানুষ গুলোও যে মানুষ তারা এটা কখনোই মনে করে না। তারা নিচু শ্রেণীর মানুষ গুলোকে ছোটলোক অথবা গরিব মানুষ মনে করে সবসময় ছোট করার চেষ্টা করে থাকে। তারা হয়তো বা ভাবে এটা তাদের সম্মানবোধ টুকু অনেক উপরে দিকে থাকবে। কিন্তু আসলে মানুষকে সম্মান করলে কখনোই সম্মান কবে না। সম্মান জিনিসটা আপনি যত বেশি মানুষকে দেখাবেন আমার মনে হয় আপনি ততবেশি সম্মানিত হবেন।
ওইযে ইংরেজি ভাষায় একটা কথা আছেনা "গিভ অ্যান্ড টেক"। সম্মান জিনিসটা ঠিক এমন আপনি মানুষকে যতটা শ্রদ্ধা-সম্মান দেখাবেন মানুষজন আপনাকে ঠিক ততটাই শ্রদ্ধা সম্মান জানাবেন। আর আপনার আত্মঅহংকারে তৈরি এতটা বেশি হয়ে থাকে আপনি যে মানুষকে সম্মান করতে আপনার আত্মসম্মানের লেগে যায় তাহলে ভাবতে হবে আপনার মনের মাঝে প্রচুর অহংকার আছে। আর আমরা এটা ভালো করেই বুঝি যে অহংকার মানুষকে কখনোই এই সমাজ ভালোভাবে দেখেনা। আমরা সবসময় চেষ্টা করব মানুষকে সম্মান দেওয়ার মানুষের সাথে ভালোভাবে চলার এতে আমাদের আত্মসম্মান অনেক উপরের দিকে ধাবিত হবে।
আমার মনে হয় এই কথাটি সত্যিই অনেকটা গুরুত্বপূর্ণ একটা কথা। আর বর্তমান সমাজে কিছু মানুষ আছে তারা মনে করে মানুষকে সম্মান করলে অর্থাৎ নিচু শ্রেণীর মানুষকে সম্মান করলে তাদের হয়তোবা আত্মসম্মানবোধ টা কমে যাবে। আমার মনে হয় এই চিন্তাটি একেবারে একটি ভুল চিন্তা। আমরা কখনই এমন চিন্তা করব না সব সময় চিন্তা করব মানুষ যত ছোট কিংবা বড় হোক না কেন আমরা তাকে আগে গিয়ে সম্মান দেখানোর। আর যারা মানুষকে সম্মান করতে জানে মানুষ তাদেরকে অনেক শ্রদ্ধা করি সম্মান করে। আর যে মানুষটি শ্রদ্ধা এবং সম্মান পায় সেই তো প্রকৃত মানুষ তাড়িত আত্মসম্মানবোধ টুকু সবথেকে বেশি হয়ে থাকে।
তো বন্ধুরা আজ আর নয় অন্য একদিন অন্য কোন এক বিষয় নিয়ে আরো আলোচনা করা হবে। পরিশেষে "আমার বাংলা ব্লগ" পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ